Ajker Patrika

নতুন সংস্করণে মঞ্চে আসছে পালাকারের ‘উজানে মৃত্যু’

নতুন সংস্করণে মঞ্চে আসছে পালাকারের ‘উজানে মৃত্যু’

বৈচিত্রময় নাট্যদল পালাকার। দলটির প্রশংসিত নাটক ‘উজানে মৃত্যু’ এবার আসছে নতুনভাবে, নতুন সংস্করণে। আগামী ২৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি।

নাটকের কলেবর বৃদ্ধির জন্য সৈয়দ ওয়ালীউল্লাহর অন্যান্য রচনার অংশ বিশেষ সংলাপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সৈয়দ ওয়ালীউল্লাহর রচনায় নাটকটির নির্দেশনা দিচ্ছেন তরুণ নির্দেশক শামীম সাগর।

পালাকারের ‘উজানে মৃত্যু’ নাটকের দৃশ্যদীর্ঘদিন যাবত স্টুডিও থিয়েটারভিত্তিক নাট্যচর্চায় সরব থেকে পালাকার নাট্যাঙ্গনকে মুখর করে রেখেছিল। রবীন্দ্রনাথের ‘ডাকঘর’, সেলিম আল দীনের ‘বাসন’, উডি অ্যালেনের ‘ডেথ নকস’, ব্রেটল্ড ব্রেখটের ‘রাইফেল’, ফ্রানজ জ. ক্রোয়েটজের ‘রিকোয়েস্ট কনসার্ট—এমন নানান বিষয় বৈচিত্রের নাট্যনিরীক্ষা পালাকারকে স্বতন্ত্র এক পরিচয় এনে দিয়েছে।

সৈয়দ ওয়ালীউল্লাহর ‘উজানে মৃত্যু’ নাটকটিও ব্যতিক্রম নয়। পালাকার তার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ প্রযোজনাতেও স্বভাবজাত নিরীক্ষায় সৈয়দ ওয়ালীউল্লাহকে নতুন করে চেনার প্রয়াস গ্রহণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত