নামফলকের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
পুরনো অনেক বাড়ির সামনে এখনও দেখা যায় নামফলক। ‘সন্ধ্যামালতি’, ‘কলকল্লোল’, ‘পিছুডাক’, ‘উপান্তিক’—বাহারি সে সব নাম! এই নামফলকের গল্প নিয়েই তৈরি হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘নেমপ্লেট’। সম্প্রতি রাজশাহীতে শেষ হলো ‘নেমপ্লেট’-এর শুটিং। বানিয়েছেন নির্মাতা জীবন শাহাদাৎ।