১০ জানুয়ারি দুপুরে প্রথম জানা যায় পরীমণির সন্তানসম্ভবা হওয়ার খবর। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তাঁর বিয়ের বিষয়টিও প্রকাশ পায় ওই দিন। পরী তখন বলেছিলেন, ‘আগামী দেড় বছর কোনো শুটিং করব না। এখন কেবল নতুন অতিথির অপেক্ষা। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই।’
পরীমণির এই বিরতির সিদ্ধান্তে মাথায় হাত পড়েছিল নির্মাতাদের। কারণ সন্তানসম্ভবা হওয়ার আগে পরী যে ছবিগুলোতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, সেগুলো ঠিক সময়ে শেষ করতে না পারলে বিপাকে পড়বেন নির্মাতারা।
অরণ্য আনোয়ার তাঁকে নিয়ে ‘মা’ নামে একটি ছবি বানাতে চেয়েছিলেন। পরীর শিডিউল ফাঁকা না থাকায় গত বছরের শেষের দিকে ছবির অন্য শিল্পীদের নিয়ে এরই মধ্যে প্রথম লটের শুটিং করেছেন। জানুয়ারি থেকে মা ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল পরীর।
অন্যদিকে নির্মাতা রাশিদ পলাশ পরীমণিকে নিয়ে ‘প্রীতিলতা’ নামে একটি ছবির ঘোষণা দিয়েছিলেন। পরীর বিরতির ঘোষণায় বিপাকে পড়েছিলেন তিনিও।
তবে পরী অবশেষে মন নরম করেছেন। সিদ্ধান্ত নিয়েছেন, এখনই ছুটিতে যাবেন না। এ দুটি ছবির শুটিং শেষ করে তবেই নেবেন মাতৃত্বকালীন বিরতি। ফলে স্বস্তি পেয়েছেন অরণ্য আনোয়ার ও রাশিদ পলাশ।
জানা গেছে, শনিবার রাতে নির্মাতাদের সঙ্গে মিটিং করে শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পরী। ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘মা’ ছবির দ্বিতীয় লটের শুটিং। ২২ জানুয়ারি থেকে এ ইউনিটে যোগ দেবেন অভিনেত্রী।
আর প্রীতিলতা ছবির জন্য শিডিউল দেবেন দুই মাস পর। ৭০ ভাগ কাজ হয়েছে ছবিটির। মার্চ মাসে পরী সময় দিলেই প্রীতিলতার বাকি শুটিং শেষ হবে।
মুক্তির অপেক্ষায় আছে পরীমণি অভিনীত একগুচ্ছ ছবি। তালিকায় আছে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’, ‘চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’, আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও ইফতেখার শুভর ‘মুখোশ’।
আরও পড়ুন:
১০ জানুয়ারি দুপুরে প্রথম জানা যায় পরীমণির সন্তানসম্ভবা হওয়ার খবর। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তাঁর বিয়ের বিষয়টিও প্রকাশ পায় ওই দিন। পরী তখন বলেছিলেন, ‘আগামী দেড় বছর কোনো শুটিং করব না। এখন কেবল নতুন অতিথির অপেক্ষা। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই।’
পরীমণির এই বিরতির সিদ্ধান্তে মাথায় হাত পড়েছিল নির্মাতাদের। কারণ সন্তানসম্ভবা হওয়ার আগে পরী যে ছবিগুলোতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, সেগুলো ঠিক সময়ে শেষ করতে না পারলে বিপাকে পড়বেন নির্মাতারা।
অরণ্য আনোয়ার তাঁকে নিয়ে ‘মা’ নামে একটি ছবি বানাতে চেয়েছিলেন। পরীর শিডিউল ফাঁকা না থাকায় গত বছরের শেষের দিকে ছবির অন্য শিল্পীদের নিয়ে এরই মধ্যে প্রথম লটের শুটিং করেছেন। জানুয়ারি থেকে মা ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল পরীর।
অন্যদিকে নির্মাতা রাশিদ পলাশ পরীমণিকে নিয়ে ‘প্রীতিলতা’ নামে একটি ছবির ঘোষণা দিয়েছিলেন। পরীর বিরতির ঘোষণায় বিপাকে পড়েছিলেন তিনিও।
তবে পরী অবশেষে মন নরম করেছেন। সিদ্ধান্ত নিয়েছেন, এখনই ছুটিতে যাবেন না। এ দুটি ছবির শুটিং শেষ করে তবেই নেবেন মাতৃত্বকালীন বিরতি। ফলে স্বস্তি পেয়েছেন অরণ্য আনোয়ার ও রাশিদ পলাশ।
জানা গেছে, শনিবার রাতে নির্মাতাদের সঙ্গে মিটিং করে শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পরী। ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘মা’ ছবির দ্বিতীয় লটের শুটিং। ২২ জানুয়ারি থেকে এ ইউনিটে যোগ দেবেন অভিনেত্রী।
আর প্রীতিলতা ছবির জন্য শিডিউল দেবেন দুই মাস পর। ৭০ ভাগ কাজ হয়েছে ছবিটির। মার্চ মাসে পরী সময় দিলেই প্রীতিলতার বাকি শুটিং শেষ হবে।
মুক্তির অপেক্ষায় আছে পরীমণি অভিনীত একগুচ্ছ ছবি। তালিকায় আছে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’, ‘চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’, আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও ইফতেখার শুভর ‘মুখোশ’।
আরও পড়ুন:
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
১৬ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
১৭ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
২১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে