Ajker Patrika

‘একজন তেলাপোকা’র গল্প

‘একজন তেলাপোকা’র গল্প

আসলাম একজন রিকশাচালক। একদিন সে নিজের একমাত্র সম্বল রিকশাটি হারিয়ে ফেলে। উদ্দেশ্যহীনভবে ঘুরতে ঘুরতে একপর্যায়ে এমন একটি জিনিস কুড়িয়ে পায় সে, যা তার জীবন বদলে দেয়। তরুণ নির্মাতা গোলাম মুনতাকিম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একজন তেলাপোকা’-র গল্পটা এমনই।

ওয়েব প্ল্যাটফর্ম চরকি নিয়ে এসেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একজন তেলাপোকা’। ছবিটি মুক্তি পাবে আগামী ৬ জানুয়ারি রাত ৮টায়।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একজন তেলাপোকা’-র দৃশ্যে তাসনুভা তিশাএই গল্পে দেখা যাবে, একজন সাধারণ মানুষ কীভাবে দারিদ্র ও লোভের ফাঁদে পড়ে একজন তেলাপোকা হয়ে ওঠে।

প্রথম নির্মাণ নিয়ে পরিচালক মুনতাকিম বলেন, ‘কাজটা করতে গিয়ে অনেক ধরনের বাধা এসেছে। বিশেষ করে আমরা যে লোকেশনে শুট করেছি, সেটি বেশ কঠিন ছিল। তবুও সব মিলে আমরা চেষ্টা করেছি সততার সঙ্গে কাজটা করার।’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একজন তেলাপোকা’-র দৃশ্যে শতাব্দী ওয়াদুদ‘একজন তেলাপোকা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল ভুমিকায় অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। তিনি বলেন, ‘গল্পের দিক থেকে এটি বেশ ইউনিক। আমার ভীষণ পছন্দের একটি কাজ। আশা করছি, দর্শকরা শর্টফিল্মটি উপভোগ করবেন।’

মনোজ ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নাসির উদ্দিন খান, তাসনুভা তিশা, এস এম তুষার, হুমায়রা স্নিগ্ধা, আহসাবুল ইয়ামিন রিয়াদ ও মুনসিফ উজ জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত