মধ্যবিত্ত পরিবারের মেয়ে অনু বাহারকে নিয়মিত গণপরিবহন ব্যবহার করতে হয়। প্রায় প্রতিদিনই সে রাস্তায়, গাড়িতে, ফুটপাতে হয়রানির শিকার হচ্ছিল। রাস্তার এই রোজকার হয়রানি যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, একদিন অনু সিদ্ধান্ত নেয় একটা স্কুটার কেনার। কিন্তু সেখানে শুরু হয় আরেক সংগ্রাম।
এমন এক সাধারণ নারীর অসাধারণ গল্প নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্কুটি’। তরুণ পরিচালক আরিফুর রহমান পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি চরকি নারী দিবস উপলক্ষে বিশেষভাবে মুক্তি দিচ্ছে।
৮ মার্চ, মঙ্গলবার রাত ৮টা থেকে ‘স্কুটি’ দেখা যাবে চরকিতে। এখানে মূল ভুমিকায় দেখা যাবে নাজিফা তুষিকে। তুষি বাদেও এতে অভিনয় করেছেন সিয়াম রায়হান, সঙ্গীতা চৌধুরী, অশোক ব্যাপারী, হেদায়াত নান্নু, আদনান আদিব খান, আশফাকুল আশেকিন, রেশমী, মোহনা, শশী আফরোজা, সোনিয়া ইয়াসমিন, আমিন, মারিয়া, তানিশা, অহনা, কৃষ্ণা প্রমুখ।
পরিচালক আরিফুর রহমান বলেন, ‘আমার এই সিনেমার স্ক্রিপ্টটা কয়েকটি প্রতিযোগতায় অংশ নিয়ে বেশ সুনাম কুড়িয়েছে। এরই মধ্যে দেশের বাইরে কয়েকটি ফেস্টিভালে দেখানো হয়েছে। তবে এইবার বাংলাদেশের দর্শক স্কুটি সিনেমাটি দেখতে পাবে চরকির মাধ্যমে। আমার মনে হয়েছে স্কুটি সিনেমাটা এই দেশের প্রত্যেক পরিবারের জন্য একটি মাস্ট ওয়াচ সিনেমা।
‘বিশেষ করে যে মেয়েটি, যে বোনটি প্রতিদিন রাস্তায় বের হয় তারা এই ছবি দেখে অনুর মাঝে নিজেকে খুঁজে পাবে। কে জানে অনুকে দেখে তাদের জীবনেও কোনো বদলের হাওয়া লাগতে পারে। সেটাই হবে আমার এই গল্প বলার স্বার্থকতা।’
এর আগে ‘মাটির প্রজার দেশে’ ছবির প্রযোজক হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছিলেন পরিচালক আরিফ।
মধ্যবিত্ত পরিবারের মেয়ে অনু বাহারকে নিয়মিত গণপরিবহন ব্যবহার করতে হয়। প্রায় প্রতিদিনই সে রাস্তায়, গাড়িতে, ফুটপাতে হয়রানির শিকার হচ্ছিল। রাস্তার এই রোজকার হয়রানি যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, একদিন অনু সিদ্ধান্ত নেয় একটা স্কুটার কেনার। কিন্তু সেখানে শুরু হয় আরেক সংগ্রাম।
এমন এক সাধারণ নারীর অসাধারণ গল্প নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্কুটি’। তরুণ পরিচালক আরিফুর রহমান পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি চরকি নারী দিবস উপলক্ষে বিশেষভাবে মুক্তি দিচ্ছে।
৮ মার্চ, মঙ্গলবার রাত ৮টা থেকে ‘স্কুটি’ দেখা যাবে চরকিতে। এখানে মূল ভুমিকায় দেখা যাবে নাজিফা তুষিকে। তুষি বাদেও এতে অভিনয় করেছেন সিয়াম রায়হান, সঙ্গীতা চৌধুরী, অশোক ব্যাপারী, হেদায়াত নান্নু, আদনান আদিব খান, আশফাকুল আশেকিন, রেশমী, মোহনা, শশী আফরোজা, সোনিয়া ইয়াসমিন, আমিন, মারিয়া, তানিশা, অহনা, কৃষ্ণা প্রমুখ।
পরিচালক আরিফুর রহমান বলেন, ‘আমার এই সিনেমার স্ক্রিপ্টটা কয়েকটি প্রতিযোগতায় অংশ নিয়ে বেশ সুনাম কুড়িয়েছে। এরই মধ্যে দেশের বাইরে কয়েকটি ফেস্টিভালে দেখানো হয়েছে। তবে এইবার বাংলাদেশের দর্শক স্কুটি সিনেমাটি দেখতে পাবে চরকির মাধ্যমে। আমার মনে হয়েছে স্কুটি সিনেমাটা এই দেশের প্রত্যেক পরিবারের জন্য একটি মাস্ট ওয়াচ সিনেমা।
‘বিশেষ করে যে মেয়েটি, যে বোনটি প্রতিদিন রাস্তায় বের হয় তারা এই ছবি দেখে অনুর মাঝে নিজেকে খুঁজে পাবে। কে জানে অনুকে দেখে তাদের জীবনেও কোনো বদলের হাওয়া লাগতে পারে। সেটাই হবে আমার এই গল্প বলার স্বার্থকতা।’
এর আগে ‘মাটির প্রজার দেশে’ ছবির প্রযোজক হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছিলেন পরিচালক আরিফ।
শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজে তিন খানকে দেখা যাবে অতিথি চরিত্রে। প্রথমবারের মতো একই প্রজেক্টে অভিনয় করেছেন তাঁরা।
৮ ঘণ্টা আগেনির্মাতার অভিযোগ প্রসঙ্গে সালমান বলেন, ‘আমার বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হয়, আমি নাকি অনেকের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছি! কিন্তু এটা তো আমার হাতে নেই। আমি কার ক্যারিয়ার ধ্বংস করলাম?’
১১ ঘণ্টা আগেউন্মুক্ত হয়েছে সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারীর ওয়েব সাইট, এতে যুক্ত করা হয়েছে শিল্পীর দীর্ঘ বর্ণাঢ্য সংগীতজীবন, শিল্পকর্ম ও অর্জনের প্রায় সব তথ্য। ওয়েবসাইট ভিজিট করলে পাওয়া যাবে শিল্পীর জীবনী, গানসহ নানা আর্কাইভাল উপাদান।
১৩ ঘণ্টা আগেজুঁই ফুলের কারণে জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী নভ্যা নায়ারকে গুনতে হল ১ হাজার ৯৮০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় দেড় লাখ টাকার বেশি।
১৪ ঘণ্টা আগে