Ajker Patrika

‘স্কুটি’ নিয়ে সংগ্রাম

‘স্কুটি’ নিয়ে সংগ্রাম

মধ্যবিত্ত পরিবারের মেয়ে অনু বাহারকে নিয়মিত গণপরিবহন ব্যবহার করতে হয়। প্রায় প্রতিদিনই সে রাস্তায়, গাড়িতে, ফুটপাতে হয়রানির শিকার হচ্ছিল। রাস্তার এই রোজকার হয়রানি যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, একদিন অনু সিদ্ধান্ত নেয় একটা স্কুটার কেনার। কিন্তু সেখানে শুরু হয় আরেক সংগ্রাম।

এমন এক সাধারণ নারীর অসাধারণ গল্প নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্কুটি’। তরুণ পরিচালক আরিফুর রহমান পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি চরকি নারী দিবস উপলক্ষে বিশেষভাবে মুক্তি দিচ্ছে।

৮ মার্চ, মঙ্গলবার রাত ৮টা থেকে ‘স্কুটি’ দেখা যাবে চরকিতে। এখানে মূল ভুমিকায় দেখা যাবে নাজিফা তুষিকে। তুষি বাদেও এতে অভিনয় করেছেন সিয়াম রায়হান, সঙ্গীতা চৌধুরী, অশোক ব্যাপারী, হেদায়াত নান্নু, আদনান আদিব খান, আশফাকুল আশেকিন, রেশমী, মোহনা, শশী আফরোজা, সোনিয়া ইয়াসমিন, আমিন, মারিয়া, তানিশা, অহনা, কৃষ্ণা প্রমুখ।

‘স্কুটি’ স্বল্পদৈর্ঘ্যের দৃশ্যপরিচালক আরিফুর রহমান বলেন, ‘আমার এই সিনেমার স্ক্রিপ্টটা কয়েকটি প্রতিযোগতায় অংশ নিয়ে বেশ সুনাম কুড়িয়েছে। এরই মধ্যে দেশের বাইরে কয়েকটি ফেস্টিভালে দেখানো হয়েছে। তবে এইবার বাংলাদেশের দর্শক স্কুটি সিনেমাটি দেখতে পাবে চরকির মাধ্যমে। আমার মনে হয়েছে স্কুটি সিনেমাটা এই দেশের প্রত্যেক পরিবারের জন্য একটি মাস্ট ওয়াচ সিনেমা।

‘বিশেষ করে যে মেয়েটি, যে বোনটি প্রতিদিন রাস্তায় বের হয় তারা এই ছবি দেখে অনুর মাঝে নিজেকে খুঁজে পাবে। কে জানে অনুকে দেখে তাদের জীবনেও কোনো বদলের হাওয়া লাগতে পারে। সেটাই হবে আমার এই গল্প বলার স্বার্থকতা।’

এর আগে ‘মাটির প্রজার দেশে’ ছবির প্রযোজক হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছিলেন পরিচালক আরিফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত