জন্মদিনে মাকে খুব মিস করি, বাসাটা খালি খালি লাগে
আজ বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমির জন্মদিন। তাঁর জন্ম খুলনায়। ২০০২ সালে চিরকুট ব্যান্ড গঠন করেন তিনি। চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্টের পাশাপাশি দলের অধিকাংশ গান সুমির লেখা এবং সুরারোপ করা। এ ছাড়া অন্যান্য শিল্পীর জন্যও তিনি গান লেখেন, গান করেন, সুর করেন।