Ajker Patrika

রাজকে ভয়ংকর মানুষ বলে বিচ্ছেদের বিষয়ে মুখ খুললেন পরীমণি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২২: ৫৫
রাজকে ভয়ংকর মানুষ বলে বিচ্ছেদের বিষয়ে মুখ খুললেন পরীমণি

নানা জটিলতায় জড়ানো চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজ আর নায়িকা পরীমণির সংসার, এই ভাঙে তো এই জোড়া লাগে! শেষমেশ ভেঙেই গেল তাঁদের সংসার। ১৮ সেপ্টেম্বর পরীমণি রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন।

এ বিষয়ে প্রথমে দুজনের কেউ মুখ না খুললেও আজ বুধবার রাত ১০টার দিকে পরীমণি নিজের অফিশিয়াল ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।  

ওই পোস্টে পরীমণি বলেছেন, ‘আমি তাকে অফিশিয়াল ডিভোর্স দিয়েছি। খুবই স্বাভাবিক ওয়েতে। এটাও তাকে আমার একপ্রকার ক্ষমা করে দেওয়া। না হয় আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছে তাতে তার জেল হওয়ার কথা।’

২০২২ সালের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত বছরের ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাঁদের বিবাহ সম্পন্ন হয়। 

তবে বিচ্ছেদের বিষয়ে শরিফুল ইসলাম রাজের সঙ্গে আজকের পত্রিকা যোগাযোগ করলে তিনি বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম।’

আগের একটি স্ট্যাটাসের স্ক্রিনশট পোস্টের সঙ্গে যুক্ত করে পরীমণি আজকের স্ট্যাটাসে বলেন, ‘নিশ্চয় এই স্ট্যাটাসের কথা মনে আছে অনেকেরই! সেবারও রাজ পাঁচ দিনের মাথায় বাসায় ফিরে আমার ফেসবুক থেকে এটা ডিলিট করে দিয়েছিল। তারপর এসব ঘটনা সে পুনরাবৃত্তি করেছে বারবার। সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে মাফ করে দাও আর হবে হবে না, এমনকি সুইসাইডের মতো হুমকি-ব্ল্যাকমেলের শিকার হতে হয়েছে আমাকে! একই রকম ভুলের ক্ষমা কতবার করা যায় আমি জানি না। 

পরীমণির অফিশিয়াল ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টের স্ক্রিনশট‘আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে কখনোই এই সম্পর্কটাকে ঔন করেনি। সবার সামনে আমার বৌ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর মানুষ একজন। যে কি না এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজ করে গেল প্রতিনিয়ত! আমি এমন ভয়ংকর একজন মানুষকে বারবার সুযোগ দিয়েছি। সেও সুযোগ পেত কারণ আইনগতভাবে তার সঙ্গে আমার বিবাহবিচ্ছেদ হয়নি। এসবে বারবার আমি অসম্মানিত হয়েছি আপনাদের কাছেও। আমাকে ক্ষমা করবেন।’ 

পরীমণি পোস্টে বিশেষ দ্রষ্টব্য দিয়ে আরও লিখেন, ‘আমার ছেলের যাবতীয় খরচ, মানে ভরণপোষণ থেকে ভবিষ্যতে পড়াশোনা যা কিছু আছে সব আমি বহন করব। এত দিন যেভাবে করেছি। বাচ্চার ফুল গার্ডিয়ানশিপ এখন তার মায়ের। এ বিষয়ে যা কিছু বলার আমার আইনজীবীরা বলবেন। ধন্যবাদ।’  

রাজ-পরীর সংসারজীবনের ১০ মাসের মাথায় তাঁর কোলজুড়ে আসে সন্তান। রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রাখা হয়েছে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। 

কিন্তু দেড় বছরের দাম্পত্যজীবনে নানা ঘটনা আলোচনায় এসেছে। কখনো বিদ্যা সিনহা মিম, কখনো সুনেরাহ বিনতে কামালসহ অন্য কাউকে ঘিরে রাজের প্রতি সন্দেহের তির ছুড়েছেন পরীমণি। এসব নিয়ে কম জল ঘোলা হয়নি।

গত ২০ মে তো পরীমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে আসেন রাজ। এরপর ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়। সেই ঘটনায় দুজনের মধ্যকার সম্পর্কে আরও দূরত্ব তৈরি হয়। সবশেষে ভেঙেই গেল দুজনের বন্ধন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত