‘আলী’র সঙ্গে মুক্তি পাচ্ছে নেপালি সিনেমা
২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে দেশের হলে যাত্রা শুরু হয় উপমহাদেশীয় ভাষার সিনেমার। এরপর ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’সহ মুক্তি পেয়েছে ডজনখানেক সিনেমা, যার সব কটি ছিল ভারতীয় সিনেমা। এবার প্রথমবারের মতো দেশের হলে আসছে নেপালি সিনেমা। আজ থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে নেপালের ‘মিসিং...