কবরীর ঠোঁটে জনপ্রিয় সব গান
কালজয়ী সব গান উঠে এসেছে কবরীর ঠোঁটে। সাদা-কালো ফ্রেমে সে সব গান আজও একই রকম জনপ্রিয়। এসব গানে কবরীর সঙ্গে জুটি বেঁধেছেন রাজ্জাক, সোহেল রানা, বুলবুল আহমেদের মতো নায়কেরা। তাঁদের সঙ্গে পর্দায় কবরীর রোমান্স, অভিমান, অনুযোগ গানগুলোর চিত্রায়নে দিয়েছে অন্যমাত্রা। কবরীর কিছু গানের খোঁজ থাকলো এ আয়োজনে।