২০১০ সালের ‘লাক্স সুপারস্টার’ মাহবুবা ইসলাম রাখি একসময় ছিলেন ছোট পর্দার পরিচিত মুখ। মাত্র তিন বছরে দেশের টিভি নাটকে নিজস্ব অবস্থান তৈরি হয়েছিল তাঁর। কিন্তু অভিনয়ের মায়া ছেড়ে ২০১৩ সালে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান। প্রকৌশল বিষয়ে স্নাতক করতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।
অভিনয়কে একরকম বিদায় জানিয়েছিলেন রাখি। টিভি নাটকে শেষ অভিনয় করেছেন ২০১৩ সালের জুন মাসে। দীর্ঘ বিরতি শেষে আবার অভিনয়ে ফিরলেন তিনি। তবে টিভির পর্দা নয়, নীরবতা ভাঙলেন চলচ্চিত্র দিয়েই।
‘পায়ের ছাপ’ নামে একটি ছবিতে অভিনয় করছেন রাখি। এর শুটিংয়ের জন্য সম্প্রতি দেশে ফিরেছেন। গত শনিবার ঢাকার বোর্ডবাজারে সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় এ ছবির শুটিংয়ে অংশ নেন তিনি।
তিনি বলেন, ‘গত ২৭ মার্চ এই ছবির জন্যই দেশে এসেছি। মান্নু ভাইও এই ছবির শুটিং করতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা এক মেয়ের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। মূল চরিত্রে অভিনয় করছি আমি। শুটিং করেই ফিরে যাব অস্ট্রেলিয়ায়।’
‘পায়ের ছাপ’ ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এতে রাখি ছাড়া আরও অভিনয় করছেন প্রাণ রায়, দীপা খন্দকার, রাজীব সালেহীন, দীপান্বিতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, শাহানা সুমি ও শিশু শিল্পী মায়মুনা ইসলাম মেধা।
মাহবুবা রাখি সুপারস্টার থেকে প্রকৌশলী হলেও অভিনয়ের প্রতি টান একেবারেই হারিয়ে যায়নি। তাই পুরকৌশল বিষয়ে স্নাতক শেষ করে আবার তিনি ভর্তি হন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান একাডেমি অব পারফর্মিং আর্টসে (ওয়াপা)। স্ক্রিন পারফরম্যান্স অ্যান্ড অ্যাক্টিংয়ের ওপর এক বছরের ডিপ্লোমা করেন।
অভিনয়ের চর্চা চালিয়ে যাওয়ার জন্য বছরখানেক আগে তিনি নিজের নামে ইউটিউব চ্যানেল খোলেন। সেখানে অনিয়মিতভাবে নিজের তৈরি কনটেন্ট আপলোড করেন রাখি। জানালেন, দেশের আরও কয়েকটি ছবিতে অভিনয়ের কথা চলছে তাঁর। সবকিছু চূড়ান্ত হলে আবারও তিনি উড়ে আসবেন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে।
২০১০ সালের ‘লাক্স সুপারস্টার’ মাহবুবা ইসলাম রাখি একসময় ছিলেন ছোট পর্দার পরিচিত মুখ। মাত্র তিন বছরে দেশের টিভি নাটকে নিজস্ব অবস্থান তৈরি হয়েছিল তাঁর। কিন্তু অভিনয়ের মায়া ছেড়ে ২০১৩ সালে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান। প্রকৌশল বিষয়ে স্নাতক করতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।
অভিনয়কে একরকম বিদায় জানিয়েছিলেন রাখি। টিভি নাটকে শেষ অভিনয় করেছেন ২০১৩ সালের জুন মাসে। দীর্ঘ বিরতি শেষে আবার অভিনয়ে ফিরলেন তিনি। তবে টিভির পর্দা নয়, নীরবতা ভাঙলেন চলচ্চিত্র দিয়েই।
‘পায়ের ছাপ’ নামে একটি ছবিতে অভিনয় করছেন রাখি। এর শুটিংয়ের জন্য সম্প্রতি দেশে ফিরেছেন। গত শনিবার ঢাকার বোর্ডবাজারে সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় এ ছবির শুটিংয়ে অংশ নেন তিনি।
তিনি বলেন, ‘গত ২৭ মার্চ এই ছবির জন্যই দেশে এসেছি। মান্নু ভাইও এই ছবির শুটিং করতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা এক মেয়ের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। মূল চরিত্রে অভিনয় করছি আমি। শুটিং করেই ফিরে যাব অস্ট্রেলিয়ায়।’
‘পায়ের ছাপ’ ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এতে রাখি ছাড়া আরও অভিনয় করছেন প্রাণ রায়, দীপা খন্দকার, রাজীব সালেহীন, দীপান্বিতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, শাহানা সুমি ও শিশু শিল্পী মায়মুনা ইসলাম মেধা।
মাহবুবা রাখি সুপারস্টার থেকে প্রকৌশলী হলেও অভিনয়ের প্রতি টান একেবারেই হারিয়ে যায়নি। তাই পুরকৌশল বিষয়ে স্নাতক শেষ করে আবার তিনি ভর্তি হন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান একাডেমি অব পারফর্মিং আর্টসে (ওয়াপা)। স্ক্রিন পারফরম্যান্স অ্যান্ড অ্যাক্টিংয়ের ওপর এক বছরের ডিপ্লোমা করেন।
অভিনয়ের চর্চা চালিয়ে যাওয়ার জন্য বছরখানেক আগে তিনি নিজের নামে ইউটিউব চ্যানেল খোলেন। সেখানে অনিয়মিতভাবে নিজের তৈরি কনটেন্ট আপলোড করেন রাখি। জানালেন, দেশের আরও কয়েকটি ছবিতে অভিনয়ের কথা চলছে তাঁর। সবকিছু চূড়ান্ত হলে আবারও তিনি উড়ে আসবেন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে।
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
১৭ মিনিট আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগে