Ajker Patrika

ফারিণের প্রথম সিনেমা মুক্তির নতুন তারিখ ঘোষণা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৩: ৪৩
ফারিণের প্রথম সিনেমা মুক্তির নতুন তারিখ ঘোষণা

ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ নাটক, ওয়েব ফিল্ম, সিরিজে অভিনয় করে আলোচিত; নজর কেড়েছেন বিদেশি পরিচালকদেরও। এর মধ্যে কলকাতার সিনেমা দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হয়েছেন। 

পশ্চিমবঙ্গের পরিচালক অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমাটি পশ্চিমবঙ্গে গত বছরের ২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। 

ওই সিনেমার মুক্তির নতুন তারিখ জানিয়েছেন পরিচালক অতনু ঘোষ; ৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে ফেসবুক পোস্টে তিনি নিশ্চিত করেছেন।
 

এই চলচ্চিত্রে ফারিণ ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান। 

অভিনয়জীবনের প্রথম চলচ্চিত্র নিয়ে ফারিণ আজকের পত্রিকাকে বলেছিলেন, এই চলচ্চিত্রে তিনি ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান। শেষ পর্যন্ত কী হয় সেটা প্রেক্ষাগৃহে দেখতে হবে। 

এসকে মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রে ফারিণ ছাড়াও অভিনয় করেছেন নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু। 

এর আগে ‘রবিবার’ ও ‘বিনি সুতোয়’ নামে অতনু ঘোষের আলোচিত দুই চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। 

একই নির্মাতার নির্দেশনায় নিজের প্রথম ছবিতে ফারিণ কতটা দর্শকনন্দিত হতে পারেন তা দেখার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত