বিনোদন প্রতিবেদক
অভিনেত্রী ও পরিচালক হিসাবে অরুনা বিশ্বাস পরিচিত মুখ। অনেকেই জানেন না, তিনি ভালো গাইতেও পারেন। ছোটবেলা থেকেই নাচে যেমন পারদর্শী ছিলেন ঠিক তেমনি গানেও। বাবা যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাসের কাছেই তার গানে হাতেখড়ি। এরপর নানান সময়ে বিভিন্ন অনুষ্ঠানে শখের বশে তাঁর গান গাওয়া হয়েছে। গেলো বছর শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানটি গেয়েছেন। আয়োজন করে কোন গান রেকর্ড করা ওই প্রথম।
এবার প্লেব্যাক করলেন অরুনা বিশ্বাস। নিজের পরিচালনায় ‘অসম্ভব’ সিনেমাতে গাইলেন। গানের শিরোনাম ‘ও শাড়ি’। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও সুর সঙ্গীত করেছেন অমিত চ্যাটার্জি। অরুনা বিশ্বাস জানান, তাঁর নিজের লিপেই গানটি দর্শক উপভোগ করবেন।
গেলো শুক্রবার বিমান বন্দর এবং হাইকোর্টে বিভিন্ন দৃশ্য ক্যামেরাবন্দী করার মধ্যদিয়ে শেষ হলো অরুনা বিশ্বাসের সিনেমা ‘অসম্ভব’র কাজ। সরকারী অনুদানে নির্মিত এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, অরুনা বিশ্বাস, সোহানা সাবা, শাহেদ শরীফ খান, খলিলুর রহমান কাদেরী, শতাব্দী ওয়াদুদ, স্বাগতা, গাজী আব্দুন নূরসহ আরো অনেকে। সিনেমায় প্রথম প্লেব্যাক এবং প্রথম পরিচালিত সিনেমার কাজ শেষ হওয়া প্রসঙ্গে অরুনা বিশ্বাস বলেন,‘খুব শান্তি লাগছে সিনেমার কাজ শেষ করে। বুঝাতে পারবোনা আসলে ক্যামেরা ক্লোজ হওয়ার পর কতটা রিল্যাক্স লাগছে আমার। সৃষ্টিকর্তার অসীম কৃপায় কোনরকম ঝামেলা ছাড়া সিনেমাটি শেষ করতে পেরেছি। আমার ভাই মিঠু না থাকলে এতো চমৎকারভাবে কাজটি শেষ করা সম্ভব ছিলো না। প্রত্যেক শিল্পী আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছেন। আর সিনেমায় আসলে অনেকটাই হুট করেই গাওয়া। অমিত গানের প্রতি আমার আগ্রহটা জানতো। আর সবার আগ্রহেই মূলত প্লেব্যাক করা। জীবনে এমন সুযোগ আর নাও আসতে পারে। আমার সিনেমায় থেকে যাক না আমার নিজের কন্ঠের একটি গান। আমার বিশ্বাস দর্শক-শ্রোতার ভালোলাগবে গানটি।’
১৯৮৬ সালের ৬ জুন নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমাতে নায়িকা হিসেবে অরুনা বিশ্বাসের অভিষেক হয়।
অভিনেত্রী ও পরিচালক হিসাবে অরুনা বিশ্বাস পরিচিত মুখ। অনেকেই জানেন না, তিনি ভালো গাইতেও পারেন। ছোটবেলা থেকেই নাচে যেমন পারদর্শী ছিলেন ঠিক তেমনি গানেও। বাবা যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাসের কাছেই তার গানে হাতেখড়ি। এরপর নানান সময়ে বিভিন্ন অনুষ্ঠানে শখের বশে তাঁর গান গাওয়া হয়েছে। গেলো বছর শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানটি গেয়েছেন। আয়োজন করে কোন গান রেকর্ড করা ওই প্রথম।
এবার প্লেব্যাক করলেন অরুনা বিশ্বাস। নিজের পরিচালনায় ‘অসম্ভব’ সিনেমাতে গাইলেন। গানের শিরোনাম ‘ও শাড়ি’। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও সুর সঙ্গীত করেছেন অমিত চ্যাটার্জি। অরুনা বিশ্বাস জানান, তাঁর নিজের লিপেই গানটি দর্শক উপভোগ করবেন।
গেলো শুক্রবার বিমান বন্দর এবং হাইকোর্টে বিভিন্ন দৃশ্য ক্যামেরাবন্দী করার মধ্যদিয়ে শেষ হলো অরুনা বিশ্বাসের সিনেমা ‘অসম্ভব’র কাজ। সরকারী অনুদানে নির্মিত এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, অরুনা বিশ্বাস, সোহানা সাবা, শাহেদ শরীফ খান, খলিলুর রহমান কাদেরী, শতাব্দী ওয়াদুদ, স্বাগতা, গাজী আব্দুন নূরসহ আরো অনেকে। সিনেমায় প্রথম প্লেব্যাক এবং প্রথম পরিচালিত সিনেমার কাজ শেষ হওয়া প্রসঙ্গে অরুনা বিশ্বাস বলেন,‘খুব শান্তি লাগছে সিনেমার কাজ শেষ করে। বুঝাতে পারবোনা আসলে ক্যামেরা ক্লোজ হওয়ার পর কতটা রিল্যাক্স লাগছে আমার। সৃষ্টিকর্তার অসীম কৃপায় কোনরকম ঝামেলা ছাড়া সিনেমাটি শেষ করতে পেরেছি। আমার ভাই মিঠু না থাকলে এতো চমৎকারভাবে কাজটি শেষ করা সম্ভব ছিলো না। প্রত্যেক শিল্পী আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছেন। আর সিনেমায় আসলে অনেকটাই হুট করেই গাওয়া। অমিত গানের প্রতি আমার আগ্রহটা জানতো। আর সবার আগ্রহেই মূলত প্লেব্যাক করা। জীবনে এমন সুযোগ আর নাও আসতে পারে। আমার সিনেমায় থেকে যাক না আমার নিজের কন্ঠের একটি গান। আমার বিশ্বাস দর্শক-শ্রোতার ভালোলাগবে গানটি।’
১৯৮৬ সালের ৬ জুন নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমাতে নায়িকা হিসেবে অরুনা বিশ্বাসের অভিষেক হয়।
শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজে তিন খানকে দেখা যাবে অতিথি চরিত্রে। প্রথমবারের মতো একই প্রজেক্টে অভিনয় করেছেন তাঁরা।
১৩ ঘণ্টা আগেনির্মাতার অভিযোগ প্রসঙ্গে সালমান বলেন, ‘আমার বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হয়, আমি নাকি অনেকের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছি! কিন্তু এটা তো আমার হাতে নেই। আমি কার ক্যারিয়ার ধ্বংস করলাম?’
১৬ ঘণ্টা আগেউন্মুক্ত হয়েছে সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারীর ওয়েব সাইট, এতে যুক্ত করা হয়েছে শিল্পীর দীর্ঘ বর্ণাঢ্য সংগীতজীবন, শিল্পকর্ম ও অর্জনের প্রায় সব তথ্য। ওয়েবসাইট ভিজিট করলে পাওয়া যাবে শিল্পীর জীবনী, গানসহ নানা আর্কাইভাল উপাদান।
১৮ ঘণ্টা আগেজুঁই ফুলের কারণে জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী নভ্যা নায়ারকে গুনতে হল ১ হাজার ৯৮০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় দেড় লাখ টাকার বেশি।
১৯ ঘণ্টা আগে