Ajker Patrika

তানজিন তিশার গাড়িতে ডাম্প ট্রাকের ধাক্কা, আহত অভিনেত্রী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০: ০০
তানজিন তিশার গাড়িতে ডাম্প ট্রাকের ধাক্কা, আহত অভিনেত্রী

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গতকাল বৃহস্পতিবার রাতে একটি ডাম্প ট্রাক অভিনেত্রীর গাড়িকে ধাক্কা দেয়। গাড়ির পেছনের অংশটি প্রায় দুমড়ে মুচড়ে গেছে। এ সময় তিশা গাড়িতেই অবস্থান করছিলেন। সামান্য আহত হয়েছেন তিনি।

আজ শুক্রবার বিকেলে দুর্ঘটনাকবলিত গাড়ির ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিশা। এ বিষয়ে তিনি বলেন, ‘গত রাতটি আমি ভুলতে পারব না। মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম আমি। একটি ড্রাম ট্রাক আমার গাড়িটি দুমড়ে-মুচড়ে দিয়েছে। আমার প্রিয় এই গাড়িটি কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়।’

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িনিজের বিষয়ে তানজিন তিশা বলেন, ‘আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন ও আমার জন্য দোয়া করেন তাদের সবাইকে ধন্যবাদ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত