Ajker Patrika

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২: পঞ্চমবারের মতো পুরস্কার পাচ্ছেন জয়া ও রিপন

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৫: ৩৩
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২: পঞ্চমবারের মতো পুরস্কার পাচ্ছেন জয়া ও রিপন

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ ঘোষণা করা হয়েছে। গত ৩১ অক্টোবর মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ‘বিউটি সার্কাস’ সিনেমার জন্য যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পঞ্চমবারের মতো এ সম্মাননা পেয়েছেন তিনি।

জয়ার সঙ্গে পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জনপ্রিয় শব্দ প্রকৌশলী রিপন নাথ। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ চলচ্চিত্রে শব্দগ্রাহক হিসাবে অসামান্য অবদানের জন্য তাঁকে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘শ্রেষ্ঠ শব্দগ্রাহক’ হিসাবে ভূষিত করা হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয়া আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘পুরস্কার পাওয়ার অনুভূতি সব সময় সুন্দর। আমার সব সময় চেষ্টা থাকে দর্শকদের ভালো কিছু দেওয়ার। আর এর সঙ্গে স্বীকৃতি পেলে তো ভালোই লাগে।’

‘বিউটি সার্কাস’ সিনেমার দৃশ্যে জয়া আহসান। ছবি: সংগৃহীতপঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে রিপন নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, এবারেরটা পঞ্চম। কর্মক্ষেত্রে যথাযোগ্য সম্মান ও স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে। আর হাওয়া চলচ্চিত্রের জন্য আমরা সবাই অনেক পরিশ্রম করেছি, তাই এই সম্মাননা আমার কাছে বিশেষ কিছু।’

আনন্দের মধ্যেও রিপন নাথের কণ্ঠে ছিল আক্ষেপের সুর। তাঁর কথায়, ‘‘হাওয়া’ সিনেমায় আমরা আরও পুরস্কার আশা করেছিলাম। অন্তত আরও বেশ কয়েকটি বিভাগে আমি যোগ্য ছিলাম।’

হাওয়া’ সিনেমার নির্মাতার সঙ্গে রিপন নাথ। ছবি: ফেসবুকউল্লেখ্য, এর আগে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ চলচ্চিত্রে বিলকিস বানু চরিত্রে এবং রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ চলচ্চিত্রে সাংবাদিক নবনী আফরোজ চরিত্রে অভিনয় করে টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন জয়া আহসান। এরপর তিনি অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রী’ ও অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয় করে একই বিভাগে আরও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।। আর রিপন নাথ এর আগে ‘চোরাবালি (২০১২)’, ‘আয়নাবাজি (২০১৬)’, ‘ঢাকা অ্যাটাক (২০১৭)’, ‘ন’ডরাই (২০১৯)’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন রিপন নাথ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত