কলকাতার নায়িকা নুসরাত জাহানের সাহস নিয়ে নতুন করে বলার কিছু নেই। সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে জীবনে নিজের শর্তে বাঁচেন নুসরাত। তাই তো নিখিল জৈনের সঙ্গে বিতর্কিত বিয়ে ভাঙবার আগেই যশ দাশগুপ্তর সন্তানের মা হয়েছেন তিনি। শুধু রুপালি পর্দাতেই নয়, বাস্তবেও ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ নুসরাত জাহান। অভিনয় ক্যারিয়ার সামলে জনপ্রতিনিধির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, এখন ঈশানকেও সমালাতে হচ্ছে সারা দিন। সংসার, সন্তান, ক্যারিয়ার-সবটা ব্যালেন্স করে চলবার মাঝেই এবার নতুন ইনিংস শুরু করছেন নুসরাত। হ্যাঁ, নুসরাত এবার হবেন রেডিও হোস্ট।
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে এর আগে ‘হোয়াট ওমেন ওয়ান্ট’-এর মতো রেডিও শো হোস্ট করতে দেখা গেছে, এবার ইশক এফএম-এ নুসরাত নিয়ে আসছেন তাঁর রেডিও শো। নাম ‘ইশক উইথ নুসরাত….ভালোবাসায় বোল্ড’। কী থাকবে এই শো-তে? নাম শুনেই বোঝা যাচ্ছে ভালোবাসার গল্প থাকবে এই রেডিও সিরিজজুড়ে। ভালোবাসা শুধু সিনেমার সংলাপে ভরপুর নয়, ভালোবাসার গভীর অর্থ অনেকটা বৃহৎ। সেই সাহস সবার থাকে না। তেমনই কিছু সাহসী ভালোবাসার গল্প নিয়ে আসছেন নুসরাত জাহান। চলতি মাসের ১৫ তারিখ থেকেই শুরু হচ্ছে রেডিও সিরিজ ‘ইশক উইথ নুসরাত’।
গত ২৬ আগস্ট পুত্রসন্তানের মা হয়েছেন নুসরাত। সম্প্রতি প্রকাশ করেছেন ছেলের ছবি। যশের সঙ্গে এখন সুখী দাম্পত্য তাঁর। গত মাসেই ছবির শুটিংয়ে কাশ্মীর গিয়েছিলেন দুজনে। ফিরে এসে ‘জয় কালী কলকাত্তেওয়ালি’-র শুটিংয়ে ব্যস্ত এই অভিনেত্রী।
কলকাতার নায়িকা নুসরাত জাহানের সাহস নিয়ে নতুন করে বলার কিছু নেই। সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে জীবনে নিজের শর্তে বাঁচেন নুসরাত। তাই তো নিখিল জৈনের সঙ্গে বিতর্কিত বিয়ে ভাঙবার আগেই যশ দাশগুপ্তর সন্তানের মা হয়েছেন তিনি। শুধু রুপালি পর্দাতেই নয়, বাস্তবেও ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ নুসরাত জাহান। অভিনয় ক্যারিয়ার সামলে জনপ্রতিনিধির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, এখন ঈশানকেও সমালাতে হচ্ছে সারা দিন। সংসার, সন্তান, ক্যারিয়ার-সবটা ব্যালেন্স করে চলবার মাঝেই এবার নতুন ইনিংস শুরু করছেন নুসরাত। হ্যাঁ, নুসরাত এবার হবেন রেডিও হোস্ট।
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে এর আগে ‘হোয়াট ওমেন ওয়ান্ট’-এর মতো রেডিও শো হোস্ট করতে দেখা গেছে, এবার ইশক এফএম-এ নুসরাত নিয়ে আসছেন তাঁর রেডিও শো। নাম ‘ইশক উইথ নুসরাত….ভালোবাসায় বোল্ড’। কী থাকবে এই শো-তে? নাম শুনেই বোঝা যাচ্ছে ভালোবাসার গল্প থাকবে এই রেডিও সিরিজজুড়ে। ভালোবাসা শুধু সিনেমার সংলাপে ভরপুর নয়, ভালোবাসার গভীর অর্থ অনেকটা বৃহৎ। সেই সাহস সবার থাকে না। তেমনই কিছু সাহসী ভালোবাসার গল্প নিয়ে আসছেন নুসরাত জাহান। চলতি মাসের ১৫ তারিখ থেকেই শুরু হচ্ছে রেডিও সিরিজ ‘ইশক উইথ নুসরাত’।
গত ২৬ আগস্ট পুত্রসন্তানের মা হয়েছেন নুসরাত। সম্প্রতি প্রকাশ করেছেন ছেলের ছবি। যশের সঙ্গে এখন সুখী দাম্পত্য তাঁর। গত মাসেই ছবির শুটিংয়ে কাশ্মীর গিয়েছিলেন দুজনে। ফিরে এসে ‘জয় কালী কলকাত্তেওয়ালি’-র শুটিংয়ে ব্যস্ত এই অভিনেত্রী।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৬ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৮ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
২০ ঘণ্টা আগে