ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। একজন অভিনেতা হিসেবে তাঁর আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। সোশ্যাল মিডিয়াতে সরব, সরব বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানেও। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দুইবার।
সব মিলিয়ে তুমুল ব্যস্ত সময় পার করেন জায়েদ খান। বিয়ে করব করব করে ৩৮টি বসন্ত পার করে দিয়েছেন। সাম্প্রতিক ব্যস্ততা ও বিয়ের বিষয়ে পক্ষ থেকে জানতে চাইলে জায়েদ বলেন, বিয়ে করলে নায়কদের তারকাখ্যাতি কমে যায়! মজার ছলে এ কথা বললেও নায়ক ব্যস্ততার কথাই জোর দিয়ে বললেন।
আজকের পত্রিকাকে জায়েদ খান বলেন, ‘আসলে বিয়ের জন্য মানসিকভাবে যে প্রস্তুতি নিতে হয় সে ফ্রি সময়টা আমার নেই। আমি ব্যাচেলর সময়টা এনজয় করছি। আসলে আই এনজয় মাই লাইফ।’
মজা করে জায়েদ খান বলেন, ‘বিয়ে করলে তারকাখ্যাতি কমে যায়, আমি কি ইচ্ছে করে নিজের ক্ষতি করব নাকি? আর আমি বিয়ে করে ফেললে বিয়ের আলোচনাটা হবে কাকে নিয়ে?’
বিয়ের বিষয় ছাড়াও জায়েদ কথা বলেছেন শিল্পী সমিতি নিয়ে। এ বিষয়ে জায়েদ বলেন, ‘সমিতি কী করছে আপনারা তো দেখছেন। শুধু চেয়ার দখল করলেই নেতা হওয়া যায় না, কাজ করে তা প্রমাণ করতে হয়। আমার অবর্তমানে এখন সবাই বুঝতে পেরেছে আমাদের সময়টা কী পরিমাণ শিল্পীবান্ধব ছিল।’
জায়েদ খানকে সর্বশেষ গত ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। সম্প্রতি তিনি শেষ করেছেন জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমার শুটিং। সিনেমার ডাবিং নিয়ে শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন নায়ক। এ সিনেমায় আরও অভিনয় করেছেন—ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। একজন অভিনেতা হিসেবে তাঁর আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। সোশ্যাল মিডিয়াতে সরব, সরব বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানেও। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দুইবার।
সব মিলিয়ে তুমুল ব্যস্ত সময় পার করেন জায়েদ খান। বিয়ে করব করব করে ৩৮টি বসন্ত পার করে দিয়েছেন। সাম্প্রতিক ব্যস্ততা ও বিয়ের বিষয়ে পক্ষ থেকে জানতে চাইলে জায়েদ বলেন, বিয়ে করলে নায়কদের তারকাখ্যাতি কমে যায়! মজার ছলে এ কথা বললেও নায়ক ব্যস্ততার কথাই জোর দিয়ে বললেন।
আজকের পত্রিকাকে জায়েদ খান বলেন, ‘আসলে বিয়ের জন্য মানসিকভাবে যে প্রস্তুতি নিতে হয় সে ফ্রি সময়টা আমার নেই। আমি ব্যাচেলর সময়টা এনজয় করছি। আসলে আই এনজয় মাই লাইফ।’
মজা করে জায়েদ খান বলেন, ‘বিয়ে করলে তারকাখ্যাতি কমে যায়, আমি কি ইচ্ছে করে নিজের ক্ষতি করব নাকি? আর আমি বিয়ে করে ফেললে বিয়ের আলোচনাটা হবে কাকে নিয়ে?’
বিয়ের বিষয় ছাড়াও জায়েদ কথা বলেছেন শিল্পী সমিতি নিয়ে। এ বিষয়ে জায়েদ বলেন, ‘সমিতি কী করছে আপনারা তো দেখছেন। শুধু চেয়ার দখল করলেই নেতা হওয়া যায় না, কাজ করে তা প্রমাণ করতে হয়। আমার অবর্তমানে এখন সবাই বুঝতে পেরেছে আমাদের সময়টা কী পরিমাণ শিল্পীবান্ধব ছিল।’
জায়েদ খানকে সর্বশেষ গত ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। সম্প্রতি তিনি শেষ করেছেন জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমার শুটিং। সিনেমার ডাবিং নিয়ে শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন নায়ক। এ সিনেমায় আরও অভিনয় করেছেন—ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৭ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১১ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২১ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১ দিন আগে