গত মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে তুমুল বিবাদে জড়িয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। সেই বিবাদ গড়িয়েছে দেশের উচ্চ আদালত পর্যন্ত। গত বছর শিল্পী সমিতির নির্বাচনে অভিনেতা ডিপজলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন নিপুণ আক্তার। ফল ঘোষণার পর ডিপজলকে স্বাগত জানালেও, পরে ঠিকই মামলা করে দিয়েছেন ডিপজলের বিরুদ্ধে। এবার নিপুণ আক্তারের সদস্যপদ বাতিল করে দিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ১৯ জানুয়ারি রোববার সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নিপুণ আক্তারের সদস্যপদ বাতিলের তথ্যটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও অভিনেতা ডি এ তায়েব। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘নিপুণের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করেছেন। সমিতির সাধারণ সম্পাদককে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এসব নিয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি বিষয়টি আমলেও নেননি। তাই গত ১৯ জানুয়ারি রোববার শিল্পী সমিতির সভায় সর্বসম্মতিক্রমে তাঁর সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত হয়। বিষয়টি আমরা আমাদের লিগ্যাল অ্যাডভাইজারকে জানিয়েছি। তিনি আইনি দিকগুলো পর্যালোচনা করে আমাদের জানালে, এ বিষয়ে অফিশিয়াল ঘোষণা দেওয়া হবে।’
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছর ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন। ৩০ জুলাই মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। কারণ দর্শানোর নোটিশ দিলেও নিপুণ বিষয়টি আমলে নেননি।
গত মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে তুমুল বিবাদে জড়িয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। সেই বিবাদ গড়িয়েছে দেশের উচ্চ আদালত পর্যন্ত। গত বছর শিল্পী সমিতির নির্বাচনে অভিনেতা ডিপজলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন নিপুণ আক্তার। ফল ঘোষণার পর ডিপজলকে স্বাগত জানালেও, পরে ঠিকই মামলা করে দিয়েছেন ডিপজলের বিরুদ্ধে। এবার নিপুণ আক্তারের সদস্যপদ বাতিল করে দিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ১৯ জানুয়ারি রোববার সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নিপুণ আক্তারের সদস্যপদ বাতিলের তথ্যটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও অভিনেতা ডি এ তায়েব। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘নিপুণের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করেছেন। সমিতির সাধারণ সম্পাদককে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এসব নিয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি বিষয়টি আমলেও নেননি। তাই গত ১৯ জানুয়ারি রোববার শিল্পী সমিতির সভায় সর্বসম্মতিক্রমে তাঁর সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত হয়। বিষয়টি আমরা আমাদের লিগ্যাল অ্যাডভাইজারকে জানিয়েছি। তিনি আইনি দিকগুলো পর্যালোচনা করে আমাদের জানালে, এ বিষয়ে অফিশিয়াল ঘোষণা দেওয়া হবে।’
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছর ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন। ৩০ জুলাই মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। কারণ দর্শানোর নোটিশ দিলেও নিপুণ বিষয়টি আমলে নেননি।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৪ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৯ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৯ ঘণ্টা আগে