Ajker Patrika

চিত্রনায়িকা নিপুণের সদস্যপদ বাতিল করেছে শিল্পী সমিতি

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৭: ৪৫
নিপুণ আক্তার। ছবি; সংগৃহীত
নিপুণ আক্তার। ছবি; সংগৃহীত

গত মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে তুমুল বিবাদে জড়িয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। সেই বিবাদ গড়িয়েছে দেশের উচ্চ আদালত পর্যন্ত। গত বছর শিল্পী সমিতির নির্বাচনে অভিনেতা ডিপজলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন নিপুণ আক্তার। ফল ঘোষণার পর ডিপজলকে স্বাগত জানালেও, পরে ঠিকই মামলা করে দিয়েছেন ডিপজলের বিরুদ্ধে। এবার নিপুণ আক্তারের সদস্যপদ বাতিল করে দিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ১৯ জানুয়ারি রোববার সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নিপুণ আক্তারের সদস্যপদ বাতিলের তথ্যটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও অভিনেতা ডি এ তায়েব। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘নিপুণের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করেছেন। সমিতির সাধারণ সম্পাদককে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এসব নিয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি বিষয়টি আমলেও নেননি। তাই গত ১৯ জানুয়ারি রোববার শিল্পী সমিতির সভায় সর্বসম্মতিক্রমে তাঁর সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত হয়। বিষয়টি আমরা আমাদের লিগ্যাল অ্যাডভাইজারকে জানিয়েছি। তিনি আইনি দিকগুলো পর্যালোচনা করে আমাদের জানালে, এ বিষয়ে অফিশিয়াল ঘোষণা দেওয়া হবে।’

নিপুণ আক্তার। ছবি; সংগৃহীত
নিপুণ আক্তার। ছবি; সংগৃহীত

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছর ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন। ৩০ জুলাই মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। কারণ দর্শানোর নোটিশ দিলেও নিপুণ বিষয়টি আমলে নেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত