Ajker Patrika

জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকা আরিয়ানা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪: ১২
জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকা আরিয়ানা

স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এ প্রতিষ্ঠানের ব্যানারে বেশকিছু ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা মুক্তি পেয়েছে। জাজের হাত ধরে রুপালি জগতে নাম লিখিয়েছেন—বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, রোশান, বিপাশা কবির, জলি, ফারিন, পূজাসহ অনেকে। এবার প্রতিষ্ঠানটির মাধ্যমে নতুন এক নায়িকা আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

এক্ষেত্রে জাজের কর্ণধর আব্দুল আজিজ মনে করেন, আমরা কি ‘জিরো ফিগার’ বা ‘সুন্দর ফিগার’- এর জন্য সবসময় বলিউডের কারিনা, দীপিকা বা শিল্পা শেঠীদের দেখে যাবো? ঢালিউডে কি কেউ আসবে না? অনেকে এখনো বলে, বাংলাদেশের দর্শক ‘জিরো ফিগার’ পছন্দ করে না। কিন্তু, জাজ তা বিশ্বাস করে না। আব্দুল আজিজ যোগ করেন, পুরনো দর্শকের কথা জানি না, বর্তমানে দর্শক অনেক বেশী আধুনিক এবং রুচিসম্মত। এই সময়ের দর্শক যুগের সাথে এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলে। সেকথা মাথায় রেখে, জাজ মাল্টিমিডিয়া শুরু থেকেই সুন্দরী এবং স্লিম ফিগার নায়িকদের পর্দায় হাজির করার চেষ্টা করেছে। জাজের সাথে নিয়মিত কাজ করা নায়িকা বা শিল্পীদের নিয়মিত জিম, ফাইট ও অভিনয় প্রশিক্ষণে অংশ নিতে হয়।’

আরিয়ানাআজিজের মতে, হয়তো, এতদিন লম্বা এবং জিরো ফিগার উপহার দিতে পারেনি এই প্রযোজনা প্রতিষ্ঠান। এই প্রথম জাজ ‘জিরো ফিগার’- এর একজন সুন্দরী নায়িকাকে দর্শকের সামনে নিয়ে আসবে।

নাম ‘আরিয়ানা’। একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে বিবিএ ২য় সেমিস্টারে পড়ছে। আরিয়ানার বিশেষ গুণের একটি হচ্ছে, নাচে সে দারুণ পারদর্শী।

জাজের ‘মোনা’ চলচ্চিত্রের মাধ্যমে আরিয়ানার অভিষেক হতে যাচ্ছে। জাজের মতে, আরিয়ানা যদি নিয়মিত নিজেকে মেইনটেইন করে, বাংলা চলচ্চিত্রে ভালো অবস্থান তৈরি করবে এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একজন অসাধারণ শিল্পী পাবে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত