Ajker Patrika

রোববার শপথ নেবেন কাঞ্চন-নিপুণসহ নতুন কমিটির সদস্যরা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২৩: ২০
রোববার শপথ নেবেন কাঞ্চন-নিপুণসহ নতুন কমিটির সদস্যরা

গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান। কিন্তু নির্বাচনের এক সপ্তাহ না পেরুতেই উল্টে গেল ফল। শনিবার সন্ধ্যায় আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করার পর শপথ নিতে যাচ্ছেন নতুন কমিটির সদস্যরা। 

রোববার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন ইলিয়াস কাঞ্চন-নিপুণসহ নব নির্বাচিত সদস্যরা। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন। 

তিনি বলেন, ‘রোববার বিকেল ৫টায় শিল্পী সমিতির স্টাডি রুমে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে।’ শপথগ্রহণ অনুষ্ঠানে নির্বাচিত সব সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জাহিদ হোসেন। 

এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আপিল বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। 

অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল। সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ও সাংগঠনিক সম্পাদক পদে শাহনূর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে আজাদ খান শপথ নেবেন। 

এ ছাড়াও শপথ নেবেন কার্যকরী পরিষদের নতুন ১১ সদস্য-অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, নাদির খান, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা ও সুচরিতা। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত