Ajker Patrika

এক ছবিতে তিন নায়িকা

এক ছবিতে তিন নায়িকা

শানারেই দেবী শানু, মৌটুসী বিশ্বাস ও শর্মিমালা–তিনজনই টিভি পর্দার নিয়মিত মুখ। এরই মধ্যে টিভি নাটকের গণ্ডি থেকে বেরিয়ে তাঁরা অভিনয় করেছেন চলচ্চিত্রে। পেয়েছেন সাফল্য। এবার এই তিনজনকে দেখা যাবে একই ছবিতে। ছবির নাম ‘ঢেউ’। বানিয়েছেন সুবর্ণা সেঁজুতি টুসি।

শানারেই দেবী শানু ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন। ২০০৫ সাল থেকে তিনি নিয়মিত অভিনয় করছেন টিভি নাটকে। ২০১৮ সালে প্রথমবার খিজির হায়াত খানের ‘মিস্টার বাংলাদেশ’ চলচ্চিত্রে অভিনয় করেন শানু।

আর মৌটুসী বিশ্বাস অভিনীত প্রথম ছবি ছিল মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’। এরপর মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’ ও আলভী আহমেদের ‘ইউটার্ন’ নামের দুটি ছবিতে কাজ করেন মৌটুসী।

মৌটুসী বিশ্বাসঅন্যদিকে শর্মিমালা টিভি নাটক ও চলচ্চিত্রে তেমন নিয়মিত নন। মঞ্চনাটক নিয়েই তাঁর ব্যস্ততা বেশি। তবে চলচ্চিত্রে হাজির হয়ে এরই মধ্যে দেখিয়েছেন চমক। গাজী রাকায়েতের ‘মৃত্তিকা মায়া’ ছবিতে অভিনয় করে পেয়েছেন জাতীয় পুরস্কার।

শানু, মৌটুসী ও শর্মিমালা–এই তিনজনের এক ছবিতে এক হওয়ার ঘটনা এই প্রথম। তাঁদের এক করেছে ‘ঢেউ’। ছবির শুটিং শেষ হয়েছে এরই মধ্যে। পরিচালক সুবর্ণা সেঁজুতি টুসি জানিয়েছেন, বাংলাদেশি কবি, গল্পকার ও বিজ্ঞানী পূরবী বসুর একটি গল্প থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘ঢেউ’ ছবির চিত্রনাট্য।

নির্মাতা টুসি বলেন, ‘এখনই এই ছবি নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাচ্ছি না। যতটুকু বলতে পারি, নারীর গল্পই উঠে এসেছে এই ছবিতে।’

শর্মিমালা৪৫ মিনিট দৈর্ঘ্যের ‘ঢেউ’ তৈরি হয়েছে মূলত পৃথিবীর বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব টার্গেট করে। শুটিং শেষে এখন চলছে ‘ঢেউ’-এর সম্পাদনা। কাজ শেষে চলচ্চিত্র উৎসবগুলোয় প্রদর্শনের জন্য পাঠানো হবে ছবিটি।

কী নিয়ে ‘ঢেউ’ ছবির গল্প? জানা গেছে, বাংলাদেশে নারীদের সংকট ও আর্থসামাজিক পরিস্থিতি উঠে আসবে এতে। ছবিতে মূলত নারীর পাঁচটি সত্তা বা পরিস্থিতি তুলে ধরা হয়েছে বিভিন্ন বয়সের অধ্যায়ে। শানু, মৌটুসী ও শর্মিমালা অভিনয় করেছেন তিনটি অধ্যায়ে। বাকি দুটি চরিত্রে কাজ করেছেন আদৃতা ও মৌসুমী মালেক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

নেপালে সরকার পতনের পর ভাইরাল মনীষা কৈরালার পুরোনো ভিডিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত