শানারেই দেবী শানু, মৌটুসী বিশ্বাস ও শর্মিমালা–তিনজনই টিভি পর্দার নিয়মিত মুখ। এরই মধ্যে টিভি নাটকের গণ্ডি থেকে বেরিয়ে তাঁরা অভিনয় করেছেন চলচ্চিত্রে। পেয়েছেন সাফল্য। এবার এই তিনজনকে দেখা যাবে একই ছবিতে। ছবির নাম ‘ঢেউ’। বানিয়েছেন সুবর্ণা সেঁজুতি টুসি।
শানারেই দেবী শানু ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন। ২০০৫ সাল থেকে তিনি নিয়মিত অভিনয় করছেন টিভি নাটকে। ২০১৮ সালে প্রথমবার খিজির হায়াত খানের ‘মিস্টার বাংলাদেশ’ চলচ্চিত্রে অভিনয় করেন শানু।
আর মৌটুসী বিশ্বাস অভিনীত প্রথম ছবি ছিল মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’। এরপর মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’ ও আলভী আহমেদের ‘ইউটার্ন’ নামের দুটি ছবিতে কাজ করেন মৌটুসী।
অন্যদিকে শর্মিমালা টিভি নাটক ও চলচ্চিত্রে তেমন নিয়মিত নন। মঞ্চনাটক নিয়েই তাঁর ব্যস্ততা বেশি। তবে চলচ্চিত্রে হাজির হয়ে এরই মধ্যে দেখিয়েছেন চমক। গাজী রাকায়েতের ‘মৃত্তিকা মায়া’ ছবিতে অভিনয় করে পেয়েছেন জাতীয় পুরস্কার।
শানু, মৌটুসী ও শর্মিমালা–এই তিনজনের এক ছবিতে এক হওয়ার ঘটনা এই প্রথম। তাঁদের এক করেছে ‘ঢেউ’। ছবির শুটিং শেষ হয়েছে এরই মধ্যে। পরিচালক সুবর্ণা সেঁজুতি টুসি জানিয়েছেন, বাংলাদেশি কবি, গল্পকার ও বিজ্ঞানী পূরবী বসুর একটি গল্প থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘ঢেউ’ ছবির চিত্রনাট্য।
নির্মাতা টুসি বলেন, ‘এখনই এই ছবি নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাচ্ছি না। যতটুকু বলতে পারি, নারীর গল্পই উঠে এসেছে এই ছবিতে।’
৪৫ মিনিট দৈর্ঘ্যের ‘ঢেউ’ তৈরি হয়েছে মূলত পৃথিবীর বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব টার্গেট করে। শুটিং শেষে এখন চলছে ‘ঢেউ’-এর সম্পাদনা। কাজ শেষে চলচ্চিত্র উৎসবগুলোয় প্রদর্শনের জন্য পাঠানো হবে ছবিটি।
কী নিয়ে ‘ঢেউ’ ছবির গল্প? জানা গেছে, বাংলাদেশে নারীদের সংকট ও আর্থসামাজিক পরিস্থিতি উঠে আসবে এতে। ছবিতে মূলত নারীর পাঁচটি সত্তা বা পরিস্থিতি তুলে ধরা হয়েছে বিভিন্ন বয়সের অধ্যায়ে। শানু, মৌটুসী ও শর্মিমালা অভিনয় করেছেন তিনটি অধ্যায়ে। বাকি দুটি চরিত্রে কাজ করেছেন আদৃতা ও মৌসুমী মালেক।
শানারেই দেবী শানু, মৌটুসী বিশ্বাস ও শর্মিমালা–তিনজনই টিভি পর্দার নিয়মিত মুখ। এরই মধ্যে টিভি নাটকের গণ্ডি থেকে বেরিয়ে তাঁরা অভিনয় করেছেন চলচ্চিত্রে। পেয়েছেন সাফল্য। এবার এই তিনজনকে দেখা যাবে একই ছবিতে। ছবির নাম ‘ঢেউ’। বানিয়েছেন সুবর্ণা সেঁজুতি টুসি।
শানারেই দেবী শানু ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন। ২০০৫ সাল থেকে তিনি নিয়মিত অভিনয় করছেন টিভি নাটকে। ২০১৮ সালে প্রথমবার খিজির হায়াত খানের ‘মিস্টার বাংলাদেশ’ চলচ্চিত্রে অভিনয় করেন শানু।
আর মৌটুসী বিশ্বাস অভিনীত প্রথম ছবি ছিল মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’। এরপর মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’ ও আলভী আহমেদের ‘ইউটার্ন’ নামের দুটি ছবিতে কাজ করেন মৌটুসী।
অন্যদিকে শর্মিমালা টিভি নাটক ও চলচ্চিত্রে তেমন নিয়মিত নন। মঞ্চনাটক নিয়েই তাঁর ব্যস্ততা বেশি। তবে চলচ্চিত্রে হাজির হয়ে এরই মধ্যে দেখিয়েছেন চমক। গাজী রাকায়েতের ‘মৃত্তিকা মায়া’ ছবিতে অভিনয় করে পেয়েছেন জাতীয় পুরস্কার।
শানু, মৌটুসী ও শর্মিমালা–এই তিনজনের এক ছবিতে এক হওয়ার ঘটনা এই প্রথম। তাঁদের এক করেছে ‘ঢেউ’। ছবির শুটিং শেষ হয়েছে এরই মধ্যে। পরিচালক সুবর্ণা সেঁজুতি টুসি জানিয়েছেন, বাংলাদেশি কবি, গল্পকার ও বিজ্ঞানী পূরবী বসুর একটি গল্প থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘ঢেউ’ ছবির চিত্রনাট্য।
নির্মাতা টুসি বলেন, ‘এখনই এই ছবি নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাচ্ছি না। যতটুকু বলতে পারি, নারীর গল্পই উঠে এসেছে এই ছবিতে।’
৪৫ মিনিট দৈর্ঘ্যের ‘ঢেউ’ তৈরি হয়েছে মূলত পৃথিবীর বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব টার্গেট করে। শুটিং শেষে এখন চলছে ‘ঢেউ’-এর সম্পাদনা। কাজ শেষে চলচ্চিত্র উৎসবগুলোয় প্রদর্শনের জন্য পাঠানো হবে ছবিটি।
কী নিয়ে ‘ঢেউ’ ছবির গল্প? জানা গেছে, বাংলাদেশে নারীদের সংকট ও আর্থসামাজিক পরিস্থিতি উঠে আসবে এতে। ছবিতে মূলত নারীর পাঁচটি সত্তা বা পরিস্থিতি তুলে ধরা হয়েছে বিভিন্ন বয়সের অধ্যায়ে। শানু, মৌটুসী ও শর্মিমালা অভিনয় করেছেন তিনটি অধ্যায়ে। বাকি দুটি চরিত্রে কাজ করেছেন আদৃতা ও মৌসুমী মালেক।
সম্প্রতি, ব্রিটেনে এক রেস্তোরাঁয় গান পরিবেশনের পর ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় জনপ্রিয় পাকিস্তানি গায়ক চাহাত ফতেহ আলী খানের দিকে ডিম ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও প্রকাশ করায় এবার ওই রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন গায়ক।
৬ ঘণ্টা আগেপাকিস্তানের জনপ্রিয় গায়িকা ও গীতিকার কুররাতুল আইন বালুচ সম্প্রতি একটি বাদামি ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। তবে তাঁর টিম নিশ্চিত করেছে, তিনি এখন শঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগেদীর্ঘ সময় ধরে নিজেকে শোবিজ থেকে দূরে রেখেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনি আড়ালে চলে যাওয়ার কারণে আটকে আছে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ কয়েকটি সিনেমা। নির্মাতারাও দীর্ঘ সময় ধরে কোনো খোঁজ পাচ্ছিলেন না নায়িকার। জানিয়েছিলেন, পপির জন্য তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগেঈদে দেশে নতুন সিনেমা মুক্তির হিড়িক দেখা গেলেও বছরের অন্য সময়ে থাকে ভাটা। পুরোনো সিনেমা দিয়েই হল চালু রাখতে হয় হলমালিকদের। তবে এ মাসে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছে দুটি সিনেমা। এ সপ্তাহেও আলোর মুখ দেখছে নতুন সিনেমা।
১৩ ঘণ্টা আগে