বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনাপাওনা’ অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করছেন সাদেক সিদ্দিকী। বছরের শুরুতে জানা গিয়েছিল, এতে নিরুপমা চরিত্রে অভিনয় করবেন দীঘি। এবার সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন ইমন। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা। জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ক্যামেরার সামনে দাঁড়াবেন তাঁরা
মামনুন ইমন বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের দেনাপাওনা গল্পটি বেশির ভাগ মানুষের জানা এবং পছন্দের। ভালোভাবে ফুটিয়ে তুলতে পারলে বড় পর্দাতেও দর্শক উপভোগ করবেন। সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব ভালো কিছু করার।’
দেনাপাওনা সিনেমায় ইমন অভিনয় করবেন জমিদারের ছেলের চরিত্রে। যে কলকাতায় ম্যাজিস্ট্রেটের চাকরি করে। গ্রামের মধ্যবিত্ত ঘরের মেয়ে নিরুপমার সঙ্গে তার বিয়ে ঠিক হয়। কিন্তু অসচ্ছল পিতা বিয়ের পণ দিতে না পারায় লজ্জায় আত্মহত্যা করে নিরুপমা।
নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, ‘আমাদের দেশে সাহিত্যনির্ভর চলচ্চিত্রের দর্শক আছে। কিন্তু সে তুলনায় সাহিত্যনির্ভর চলচ্চিত্র এখানে কম তৈরি হয়। আশা করি দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।’
দেনাপাওনার চিত্ররূপ দিয়েছেন মিরন মহিউদ্দিন। ইমন ও দীঘি ছাড়াও এতে অভিনয় করবেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি, সাব্বির প্রমুখ।
গত বছরের শেষের দিকে সরকারি অনুদানের ‘ময়নার চর’ সিনেমার শুটিং সমাপ্ত করেছেন মামনুন ইমন। তাঁর বিপরীতে আছেন সুষ্মি রহমান। চর এলাকার মানুষের জীবনের নানা রকম টানাপোড়েন নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু।
এদিকে রোজার ঈদে মুক্তি পেয়েছে দীঘি অভিনীত ‘জংলি’। এম রাহিম পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই রয়েছে আলোচনায়। তৃতীয় সপ্তাহেও নিজের অবস্থান ধরে রেখেছে জংলি। চরিত্রের ব্যাপ্তি কম হলেও এ সিনেমায় প্রশংসিত হয়েছে দীঘির অভিনয়।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনাপাওনা’ অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করছেন সাদেক সিদ্দিকী। বছরের শুরুতে জানা গিয়েছিল, এতে নিরুপমা চরিত্রে অভিনয় করবেন দীঘি। এবার সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন ইমন। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা। জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ক্যামেরার সামনে দাঁড়াবেন তাঁরা
মামনুন ইমন বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের দেনাপাওনা গল্পটি বেশির ভাগ মানুষের জানা এবং পছন্দের। ভালোভাবে ফুটিয়ে তুলতে পারলে বড় পর্দাতেও দর্শক উপভোগ করবেন। সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব ভালো কিছু করার।’
দেনাপাওনা সিনেমায় ইমন অভিনয় করবেন জমিদারের ছেলের চরিত্রে। যে কলকাতায় ম্যাজিস্ট্রেটের চাকরি করে। গ্রামের মধ্যবিত্ত ঘরের মেয়ে নিরুপমার সঙ্গে তার বিয়ে ঠিক হয়। কিন্তু অসচ্ছল পিতা বিয়ের পণ দিতে না পারায় লজ্জায় আত্মহত্যা করে নিরুপমা।
নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, ‘আমাদের দেশে সাহিত্যনির্ভর চলচ্চিত্রের দর্শক আছে। কিন্তু সে তুলনায় সাহিত্যনির্ভর চলচ্চিত্র এখানে কম তৈরি হয়। আশা করি দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।’
দেনাপাওনার চিত্ররূপ দিয়েছেন মিরন মহিউদ্দিন। ইমন ও দীঘি ছাড়াও এতে অভিনয় করবেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি, সাব্বির প্রমুখ।
গত বছরের শেষের দিকে সরকারি অনুদানের ‘ময়নার চর’ সিনেমার শুটিং সমাপ্ত করেছেন মামনুন ইমন। তাঁর বিপরীতে আছেন সুষ্মি রহমান। চর এলাকার মানুষের জীবনের নানা রকম টানাপোড়েন নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু।
এদিকে রোজার ঈদে মুক্তি পেয়েছে দীঘি অভিনীত ‘জংলি’। এম রাহিম পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই রয়েছে আলোচনায়। তৃতীয় সপ্তাহেও নিজের অবস্থান ধরে রেখেছে জংলি। চরিত্রের ব্যাপ্তি কম হলেও এ সিনেমায় প্রশংসিত হয়েছে দীঘির অভিনয়।
টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।
২১ ঘণ্টা আগে৩৬ বছরে পদার্পণ করল নাটকের দল ‘নাট্যকেন্দ্র’। গত শুক্র ও শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নাট্যদলটি।
২১ ঘণ্টা আগেদুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক সময় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় মার্কিন গায়িকা কেটি পেরির। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে।
২১ ঘণ্টা আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৭০তম আসরটি হয়ে গেল ১১ অক্টোবর রাতে ভারতের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায়। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পাল। এবারের আসরে সর্বোচ্চ ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’।
২১ ঘণ্টা আগে