প্রযোজকের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ নির্মাতার
বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০২১ সালে শুরু হয়েছিল ‘নেটওয়ার্ক’ নামের ওয়েব সিরিজের শুটিং। ক্রাইম থ্রিলার ঘরানার সিরিজটি পরিচালনা করেছেন সৈকত নাসির। প্রায় চার বছর পেরিয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি সিরিজটি। আজকের পত্রিকাকে নির্মাতা সৈকত নাসির জানালেন, নেটওয়ার্ক সিরিজের প্রথম দুই সিজনের কাজ শেষ হয়েছে আরও দুই বছর আগে। তবে প্রযোজক সিরিজের শিল্পী ও টেকনিশিয়ানদের প্রাপ্য টাকা সম্পূর্ণ পরিশোধ না করায় তিনি অনাপত্তিপত্র বা এনওসি দিচ্ছেন না মুক্তির জন্য।
২০১৯ সালে ৩২ কেজি হেরোইনসহ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় গ্রেপ্তার হন লালমনিরহাটের মেয়ে সূর্যমণি। সেই সময় ঘটনাটি মিডিয়ায় বেশ আলোড়ন তোলে। ঢাকার একটি বায়িং হাউসে অফিস সহকারীর কাজ করতেন সূর্যমণি। একসময় আন্তর্জাতিক চোরাচালানকারী চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। এই সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে নেটওয়ার্ক। সিরিজটিতে সূর্যমণির ছায়া চরিত্রটির নাম বেগম। এই চরিত্রে অভিনয় করেছেন নিপা আহমেদ রিয়েলি। সিরিজটি প্রযোজনাও করেছেন তিনি। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সাজ্জাদ হোসাইন, কাজী নওশাবা, সাঞ্জু জন, শাকিবাসহ অনেকে।
২০২১ সালে সিরিজটির ঘোষণার পর নজর কাড়ে সবার। ওই বছরের শেষ নাগাদ শুটিং শুরু হলেও এরপর আর কোনো খবর পাওয়া যায়নি। গতকাল ফেসবুকে এই সিরিজের অভিনেতা রাশেদ মামুন অপু শুটিংয়ের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘সৈকত নাসিরের ওয়েব সিরিজ নেটওয়ার্ক। এর চরিত্রটি আমার অভিনীত অন্যতম প্রিয় একটি চরিত্র। সিরিজটি প্রচারের অপেক্ষায় আছে। সাথে আমিও।’
সিরিজের খোঁজ নিতে সৈকত নাসিরের সঙ্গে যোগাযোগ করলে হতাশা প্রকাশ করেন তিনি। জানান, দুই বছর আগে নেটওয়ার্কের দুই সিজনের কাজ শেষ করলেও প্রযোজকের কারণেই আটকে আছে সিরিজটি।
সৈকত নাসির বলেন, ‘দুই বছর আগে সম্পূর্ণ কাজ শেষ হলেও অনেক শিল্পী ও টেকনিশিয়ানের পারিশ্রমিক এখনো বাকি রয়েছে। এ নিয়ে প্রযোজকের সঙ্গে একাধিকবার কথা বললেও তিনি এর সমাধান করেননি। চলতি বছরের শুরুর দিকে তাঁকে বলেছিলাম, পুরো টাকা সম্ভব না হলে অন্তত ২ লাখ টাকা দিতে। কিন্তু সেটিও তিনি দেননি। তাই সিরিজটি প্রচারের জন্য নির্মাতা হিসেবে আমি এনওসি দিচ্ছি না।’
আক্ষেপ করে নির্মাতা বলেন, ‘পরিচালক হিসেবে আমি শিল্পী ও টেকনিশিয়ানদের যুক্ত করেছিলাম। তাঁরা এখনো পারিশ্রমিকের জন্য যোগাযোগ করেন। এ নিয়ে আমি খুব বিব্রত। তাঁদের নিয়ে ভবিষ্যতেও আমার কাজ করতে হবে। কিন্তু এই ঘটনায় আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিষয়টি প্রযোজককে বুঝিয়ে বলার পরেও কোনো উদ্যোগ নিচ্ছেন না। এমন অবস্থায় সিরিজটি প্রচারের অনুমতি আমি দিতে পারি না। যদি এ কারণে সিরিজটি কোনো দিন মুক্তি না পায়, তাতেও কোনো আক্ষেপ নেই।’
সৈকত নাসির আরও বলেন, ‘খুব ভালো একটি কাজ হয়েছে। ওটিটির জন্য নির্মিত হলেও সিনেম্যাটিক ভাইব আছে। প্রযোজক নিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এরপরও কেন মাত্র ২ লাখ টাকার জন্য তিনি এমন করছেন, তা আমি জানি না। তবে আমার মনে হয়, এখানে সমস্যা টাকা নয়; অন্য কোনো কারণ আছে, যেটা আমার জানা নেই।’
সৈকিত নাসিরের এমন অভিযোগ নিয়ে জানতে অভিনেত্রী ও প্রযোজক নিপা আহমেদ রিয়েলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আমি শুধু এটাই বলতে পারি, এটা একটা ভালো কাজ, সবার ভালো লাগবে।’
২০২১ সালে শুরু হয়েছিল ‘নেটওয়ার্ক’ নামের ওয়েব সিরিজের শুটিং। ক্রাইম থ্রিলার ঘরানার সিরিজটি পরিচালনা করেছেন সৈকত নাসির। প্রায় চার বছর পেরিয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি সিরিজটি। আজকের পত্রিকাকে নির্মাতা সৈকত নাসির জানালেন, নেটওয়ার্ক সিরিজের প্রথম দুই সিজনের কাজ শেষ হয়েছে আরও দুই বছর আগে। তবে প্রযোজক সিরিজের শিল্পী ও টেকনিশিয়ানদের প্রাপ্য টাকা সম্পূর্ণ পরিশোধ না করায় তিনি অনাপত্তিপত্র বা এনওসি দিচ্ছেন না মুক্তির জন্য।
২০১৯ সালে ৩২ কেজি হেরোইনসহ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় গ্রেপ্তার হন লালমনিরহাটের মেয়ে সূর্যমণি। সেই সময় ঘটনাটি মিডিয়ায় বেশ আলোড়ন তোলে। ঢাকার একটি বায়িং হাউসে অফিস সহকারীর কাজ করতেন সূর্যমণি। একসময় আন্তর্জাতিক চোরাচালানকারী চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। এই সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে নেটওয়ার্ক। সিরিজটিতে সূর্যমণির ছায়া চরিত্রটির নাম বেগম। এই চরিত্রে অভিনয় করেছেন নিপা আহমেদ রিয়েলি। সিরিজটি প্রযোজনাও করেছেন তিনি। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সাজ্জাদ হোসাইন, কাজী নওশাবা, সাঞ্জু জন, শাকিবাসহ অনেকে।
২০২১ সালে সিরিজটির ঘোষণার পর নজর কাড়ে সবার। ওই বছরের শেষ নাগাদ শুটিং শুরু হলেও এরপর আর কোনো খবর পাওয়া যায়নি। গতকাল ফেসবুকে এই সিরিজের অভিনেতা রাশেদ মামুন অপু শুটিংয়ের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘সৈকত নাসিরের ওয়েব সিরিজ নেটওয়ার্ক। এর চরিত্রটি আমার অভিনীত অন্যতম প্রিয় একটি চরিত্র। সিরিজটি প্রচারের অপেক্ষায় আছে। সাথে আমিও।’
সিরিজের খোঁজ নিতে সৈকত নাসিরের সঙ্গে যোগাযোগ করলে হতাশা প্রকাশ করেন তিনি। জানান, দুই বছর আগে নেটওয়ার্কের দুই সিজনের কাজ শেষ করলেও প্রযোজকের কারণেই আটকে আছে সিরিজটি।
সৈকত নাসির বলেন, ‘দুই বছর আগে সম্পূর্ণ কাজ শেষ হলেও অনেক শিল্পী ও টেকনিশিয়ানের পারিশ্রমিক এখনো বাকি রয়েছে। এ নিয়ে প্রযোজকের সঙ্গে একাধিকবার কথা বললেও তিনি এর সমাধান করেননি। চলতি বছরের শুরুর দিকে তাঁকে বলেছিলাম, পুরো টাকা সম্ভব না হলে অন্তত ২ লাখ টাকা দিতে। কিন্তু সেটিও তিনি দেননি। তাই সিরিজটি প্রচারের জন্য নির্মাতা হিসেবে আমি এনওসি দিচ্ছি না।’
আক্ষেপ করে নির্মাতা বলেন, ‘পরিচালক হিসেবে আমি শিল্পী ও টেকনিশিয়ানদের যুক্ত করেছিলাম। তাঁরা এখনো পারিশ্রমিকের জন্য যোগাযোগ করেন। এ নিয়ে আমি খুব বিব্রত। তাঁদের নিয়ে ভবিষ্যতেও আমার কাজ করতে হবে। কিন্তু এই ঘটনায় আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিষয়টি প্রযোজককে বুঝিয়ে বলার পরেও কোনো উদ্যোগ নিচ্ছেন না। এমন অবস্থায় সিরিজটি প্রচারের অনুমতি আমি দিতে পারি না। যদি এ কারণে সিরিজটি কোনো দিন মুক্তি না পায়, তাতেও কোনো আক্ষেপ নেই।’
সৈকত নাসির আরও বলেন, ‘খুব ভালো একটি কাজ হয়েছে। ওটিটির জন্য নির্মিত হলেও সিনেম্যাটিক ভাইব আছে। প্রযোজক নিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এরপরও কেন মাত্র ২ লাখ টাকার জন্য তিনি এমন করছেন, তা আমি জানি না। তবে আমার মনে হয়, এখানে সমস্যা টাকা নয়; অন্য কোনো কারণ আছে, যেটা আমার জানা নেই।’
সৈকিত নাসিরের এমন অভিযোগ নিয়ে জানতে অভিনেত্রী ও প্রযোজক নিপা আহমেদ রিয়েলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আমি শুধু এটাই বলতে পারি, এটা একটা ভালো কাজ, সবার ভালো লাগবে।’
অল্প পরিসরে আর স্বল্প খরচে গল্প তৈরির চ্যালেঞ্জ নিয়ে গত বছর ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্স বা এফএনএফ নামে কাজ শুরু করেছিলেন কয়েক তরুণ। বন্ধুরা মিলে একে একে তৈরি করেছিলেন ১০টি শর্টফিল্ম। সেখান থেকে ‘লোক’ নামের শর্টফিল্মটি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ফ্যান্টাসটিক ফেস্টের ফ্ল্যাগশিগ
৬ ঘণ্টা আগেশিল্পের নানা শাখায় অসামান্য অবদান রেখেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। বিশেষত শিশুদের আনন্দময় শৈশব গড়তে সারা জীবন কাজ করেছেন তিনি। আগামী ১ সেপ্টেম্বর তাঁর ৯০তম জন্মদিনে অভিনয়ে হাতেখড়ি, অ্যাক্টরস স্টুডিও ও বটতলা আয়োজন করেছে দিনব্যাপী শিশুতোষ আয়োজন।
৯ ঘণ্টা আগেশাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে রাজস্থানে মামলা করেছেন কীর্তি সিংহ নামের এক ব্যক্তি। তাঁর অভিযোগ, শাহরুখ ও দীপিকার করা বিজ্ঞাপন দেখে গাড়িটি কিনেছিলেন তিনি।
১৩ ঘণ্টা আগেঅস্কার কোয়ালিফাইং রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অলটারনেটিভ স্পিরিট শাখায় গ্র্যান্ড প্রাইজ জিতেছে বিজন ইমতিয়াজ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’। এ জেতার মধ্য দিয়ে অস্কারের পথে এক ধাপ এগিয়ে গেল সিনেমাটি।
১৫ ঘণ্টা আগে