বিনোদন প্রতিবেদক, ঢাকা
দুই সপ্তাহ পার হলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথম দিকে সিনেপ্লেক্সে কম শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে ‘জংলি’ সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহে এসে আরও বেড়েছে শোর সংখ্যা। হাউজফুল যাচ্ছে অন্য সিনেমাগুলোর শো। ব্যতিক্রম কেবল ‘অন্তরাত্মা’। দর্শকদের চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
প্রথম দিন থেকে ‘বরবাদ’ নিয়ে আলোচনা হলেও উল্টো চিত্র দেখা গেল শাকিবের আরেক সিনেমা অন্তরাত্মার বেলায়। দ্বিতীয় সর্বোচ্চ হলে মুক্তি পেলেও হতাশ করেছে সিনেমাটি। প্রচারের অভাবেই অন্তরাত্মার ভরাডুবি হয়েছে বলে মনে করেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
অন্তরাত্মার প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহেদ বলেন, ‘অন্তরাত্মা সুন্দর একটি গল্পের সিনেমা। খুব যত্ন নিয়ে বানানো। অন্তরাত্মা নিয়ে আমার কষ্ট হলো, এটা একটা ব্যাড টাইমিংয়ে কোনো প্রচার ছাড়া মুক্তি দেওয়া হয়েছে। আমি নিজেও জানতে পারিনি সিনেমাটি মুক্তি পাচ্ছে। প্রযোজককে প্রশ্ন করেছিলাম, হঠাৎ কেন কাজটি করলেন? সিনেমাটি যখন শুরু হয়েছিল, সে সময় সবার বেশ আগ্রহ ছিল। শাকিব খান ও আমাকে নতুনভাবে দেখা যাবে—এ নিয়ে অনেকে এক্সাইটেড ছিল। সেই জায়গা থেকে এমন সিদ্ধান্ত কি ভুল হলো না? আমাকে জানানো হলো, কিছু করার ছিল না।’
শাহেদের ভাষ্য, নির্দিষ্ট কোনো শিল্পী থাকলে সিনেমা চলে না, মানুষকে জানাতে হয়। তিনি বলেন, ‘যেকোনো প্রোডাকশনে শিল্পীরা বেস্ট এফোর্ট দিয়ে থাকেন। সেই জায়গা থেকে অন্তরাত্মা মনে রাখার মতো একটি কাজ। ভেবেছিলাম কাজটি মানুষ অনেক উপভোগ করবে, কিন্তু সেটা হলো না। শুধু আমি শিল্পী হিসেবে নই, এ সিনেমার সঙ্গে জড়িত প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও প্রমাণিত হলো, নির্দিষ্ট কেউ থাকলে সিনেমা চলবে, তা নয়; মানুষকে জানাতে হবে সিনেমাটি আসছে। এ কারণে হয়তো সিনেমাটি মুখ থুবড়ে পড়েছে।’
অন্তরাত্মা বানিয়েছেন ওয়াজেদ আলী সুমন। শাকিব-শাহেদের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের দর্শনা বণিক।
দুই সপ্তাহ পার হলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথম দিকে সিনেপ্লেক্সে কম শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে ‘জংলি’ সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহে এসে আরও বেড়েছে শোর সংখ্যা। হাউজফুল যাচ্ছে অন্য সিনেমাগুলোর শো। ব্যতিক্রম কেবল ‘অন্তরাত্মা’। দর্শকদের চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
প্রথম দিন থেকে ‘বরবাদ’ নিয়ে আলোচনা হলেও উল্টো চিত্র দেখা গেল শাকিবের আরেক সিনেমা অন্তরাত্মার বেলায়। দ্বিতীয় সর্বোচ্চ হলে মুক্তি পেলেও হতাশ করেছে সিনেমাটি। প্রচারের অভাবেই অন্তরাত্মার ভরাডুবি হয়েছে বলে মনে করেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
অন্তরাত্মার প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহেদ বলেন, ‘অন্তরাত্মা সুন্দর একটি গল্পের সিনেমা। খুব যত্ন নিয়ে বানানো। অন্তরাত্মা নিয়ে আমার কষ্ট হলো, এটা একটা ব্যাড টাইমিংয়ে কোনো প্রচার ছাড়া মুক্তি দেওয়া হয়েছে। আমি নিজেও জানতে পারিনি সিনেমাটি মুক্তি পাচ্ছে। প্রযোজককে প্রশ্ন করেছিলাম, হঠাৎ কেন কাজটি করলেন? সিনেমাটি যখন শুরু হয়েছিল, সে সময় সবার বেশ আগ্রহ ছিল। শাকিব খান ও আমাকে নতুনভাবে দেখা যাবে—এ নিয়ে অনেকে এক্সাইটেড ছিল। সেই জায়গা থেকে এমন সিদ্ধান্ত কি ভুল হলো না? আমাকে জানানো হলো, কিছু করার ছিল না।’
শাহেদের ভাষ্য, নির্দিষ্ট কোনো শিল্পী থাকলে সিনেমা চলে না, মানুষকে জানাতে হয়। তিনি বলেন, ‘যেকোনো প্রোডাকশনে শিল্পীরা বেস্ট এফোর্ট দিয়ে থাকেন। সেই জায়গা থেকে অন্তরাত্মা মনে রাখার মতো একটি কাজ। ভেবেছিলাম কাজটি মানুষ অনেক উপভোগ করবে, কিন্তু সেটা হলো না। শুধু আমি শিল্পী হিসেবে নই, এ সিনেমার সঙ্গে জড়িত প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও প্রমাণিত হলো, নির্দিষ্ট কেউ থাকলে সিনেমা চলবে, তা নয়; মানুষকে জানাতে হবে সিনেমাটি আসছে। এ কারণে হয়তো সিনেমাটি মুখ থুবড়ে পড়েছে।’
অন্তরাত্মা বানিয়েছেন ওয়াজেদ আলী সুমন। শাকিব-শাহেদের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের দর্শনা বণিক।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৪ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৪ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
১৫ ঘণ্টা আগে