প্রায়ই দেশের নানা প্রান্তে দাওয়াত খেতে যেতে হয় তাঁকে। ভক্ত অনুরাগীদের অনুরোধ ফেলতে পারেন না, তাই খাওয়াটা একটু বেশি হয়ে যায়। এই করতে গিয়ে শখের ‘সিক্স প্যাক’ হারিয়ে ফেলেছেন ঢালিউডের নায়ক জায়েদ খান!
হারিয়ে যাওয়া দুটি প্যাক উদ্ধারের ‘মিশনে’ নেমেছেন নায়ক। এ জন্য নিয়মিত জিমে যাচ্ছেন। খাওয়া দাওয়ায় কঠোর নিয়ম মেনে চলছেন। দৈনিক খাচ্ছেন কুসুম ছাড়া আটটি ডিম!
এ নিয়ে আজ বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকার সঙ্গে নায়কের কথা হয়। জায়েদ খান বলেন, ‘নতুন রূপে হাজির হচ্ছি। দর্শকেরা আবার আমাকে সিক্স প্যাক লুকে দেখতে পাবেন। এর আগে সিক্স প্যাক বানানোর পরেও নিয়মিত শরীরচর্চায় সময় না দেওয়ায় দুই প্যাক ঢেকে গেছে। তাই এখন দুই প্যাক উদ্ধারের মিশনে নেমেছি।’
নতুন কোনো সিনেমার জন্য এ পরিশ্রম কি না জানতে চাইলে অভিনেতা বলেন, ‘এটা আপাতত বলা যাবে না। হয়তো বড় কিছু আসছে। সময় হলে সব জানিয়ে দেব।’
কীভাবে দুটি প্যাক হারালেন সেই গল্প বলতে গিয়ে নায়ক বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানে আমার যেতে হয়। সেগুলোতে অংশগ্রহণ করতে গিয়ে সবার অনুরোধ রক্ষার্থে খাওয়ার জন্য আমার শরীরের ওজন বেড়ে গেছে। তবে এবার ভালো কিছু অপেক্ষা করছে। আবারও সিক্স প্যাক করেই ছাড়ব।’
শরীরচর্চার সঙ্গে কী ধরনের খাবার খাচ্ছেন জানতে চাইলে জায়েদ বলেন, ‘এখন ভাত তেমন খাচ্ছি না। পুষ্টিকর খাবারের দিকে মনযোগ দিচ্ছি। খাবারের মেনুতে মাছ, দুধ, ডিম ও বাদাম নিয়ম করে খাচ্ছি। এ ছাড়া প্রতিদিন কুসুম ছাড়া আটটা করে ডিম খেতে হচ্ছে। জিমের সঙ্গে খাবার অনেক জরুরি, তাই সেদিকে নজর আমার।’
সম্প্রতি জায়েদ খান শুটিং শেষ করেছেন জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমার। ফেসবুকে নিয়মিতই সে সিনেমার বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন তিনি। সিনেমাটিতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন—ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
প্রায়ই দেশের নানা প্রান্তে দাওয়াত খেতে যেতে হয় তাঁকে। ভক্ত অনুরাগীদের অনুরোধ ফেলতে পারেন না, তাই খাওয়াটা একটু বেশি হয়ে যায়। এই করতে গিয়ে শখের ‘সিক্স প্যাক’ হারিয়ে ফেলেছেন ঢালিউডের নায়ক জায়েদ খান!
হারিয়ে যাওয়া দুটি প্যাক উদ্ধারের ‘মিশনে’ নেমেছেন নায়ক। এ জন্য নিয়মিত জিমে যাচ্ছেন। খাওয়া দাওয়ায় কঠোর নিয়ম মেনে চলছেন। দৈনিক খাচ্ছেন কুসুম ছাড়া আটটি ডিম!
এ নিয়ে আজ বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকার সঙ্গে নায়কের কথা হয়। জায়েদ খান বলেন, ‘নতুন রূপে হাজির হচ্ছি। দর্শকেরা আবার আমাকে সিক্স প্যাক লুকে দেখতে পাবেন। এর আগে সিক্স প্যাক বানানোর পরেও নিয়মিত শরীরচর্চায় সময় না দেওয়ায় দুই প্যাক ঢেকে গেছে। তাই এখন দুই প্যাক উদ্ধারের মিশনে নেমেছি।’
নতুন কোনো সিনেমার জন্য এ পরিশ্রম কি না জানতে চাইলে অভিনেতা বলেন, ‘এটা আপাতত বলা যাবে না। হয়তো বড় কিছু আসছে। সময় হলে সব জানিয়ে দেব।’
কীভাবে দুটি প্যাক হারালেন সেই গল্প বলতে গিয়ে নায়ক বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানে আমার যেতে হয়। সেগুলোতে অংশগ্রহণ করতে গিয়ে সবার অনুরোধ রক্ষার্থে খাওয়ার জন্য আমার শরীরের ওজন বেড়ে গেছে। তবে এবার ভালো কিছু অপেক্ষা করছে। আবারও সিক্স প্যাক করেই ছাড়ব।’
শরীরচর্চার সঙ্গে কী ধরনের খাবার খাচ্ছেন জানতে চাইলে জায়েদ বলেন, ‘এখন ভাত তেমন খাচ্ছি না। পুষ্টিকর খাবারের দিকে মনযোগ দিচ্ছি। খাবারের মেনুতে মাছ, দুধ, ডিম ও বাদাম নিয়ম করে খাচ্ছি। এ ছাড়া প্রতিদিন কুসুম ছাড়া আটটা করে ডিম খেতে হচ্ছে। জিমের সঙ্গে খাবার অনেক জরুরি, তাই সেদিকে নজর আমার।’
সম্প্রতি জায়েদ খান শুটিং শেষ করেছেন জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমার। ফেসবুকে নিয়মিতই সে সিনেমার বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন তিনি। সিনেমাটিতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন—ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৭ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১১ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২১ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১ দিন আগে