প্রায়ই দেশের নানা প্রান্তে দাওয়াত খেতে যেতে হয় তাঁকে। ভক্ত অনুরাগীদের অনুরোধ ফেলতে পারেন না, তাই খাওয়াটা একটু বেশি হয়ে যায়। এই করতে গিয়ে শখের ‘সিক্স প্যাক’ হারিয়ে ফেলেছেন ঢালিউডের নায়ক জায়েদ খান!
হারিয়ে যাওয়া দুটি প্যাক উদ্ধারের ‘মিশনে’ নেমেছেন নায়ক। এ জন্য নিয়মিত জিমে যাচ্ছেন। খাওয়া দাওয়ায় কঠোর নিয়ম মেনে চলছেন। দৈনিক খাচ্ছেন কুসুম ছাড়া আটটি ডিম!
এ নিয়ে আজ বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকার সঙ্গে নায়কের কথা হয়। জায়েদ খান বলেন, ‘নতুন রূপে হাজির হচ্ছি। দর্শকেরা আবার আমাকে সিক্স প্যাক লুকে দেখতে পাবেন। এর আগে সিক্স প্যাক বানানোর পরেও নিয়মিত শরীরচর্চায় সময় না দেওয়ায় দুই প্যাক ঢেকে গেছে। তাই এখন দুই প্যাক উদ্ধারের মিশনে নেমেছি।’
নতুন কোনো সিনেমার জন্য এ পরিশ্রম কি না জানতে চাইলে অভিনেতা বলেন, ‘এটা আপাতত বলা যাবে না। হয়তো বড় কিছু আসছে। সময় হলে সব জানিয়ে দেব।’
কীভাবে দুটি প্যাক হারালেন সেই গল্প বলতে গিয়ে নায়ক বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানে আমার যেতে হয়। সেগুলোতে অংশগ্রহণ করতে গিয়ে সবার অনুরোধ রক্ষার্থে খাওয়ার জন্য আমার শরীরের ওজন বেড়ে গেছে। তবে এবার ভালো কিছু অপেক্ষা করছে। আবারও সিক্স প্যাক করেই ছাড়ব।’
শরীরচর্চার সঙ্গে কী ধরনের খাবার খাচ্ছেন জানতে চাইলে জায়েদ বলেন, ‘এখন ভাত তেমন খাচ্ছি না। পুষ্টিকর খাবারের দিকে মনযোগ দিচ্ছি। খাবারের মেনুতে মাছ, দুধ, ডিম ও বাদাম নিয়ম করে খাচ্ছি। এ ছাড়া প্রতিদিন কুসুম ছাড়া আটটা করে ডিম খেতে হচ্ছে। জিমের সঙ্গে খাবার অনেক জরুরি, তাই সেদিকে নজর আমার।’
সম্প্রতি জায়েদ খান শুটিং শেষ করেছেন জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমার। ফেসবুকে নিয়মিতই সে সিনেমার বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন তিনি। সিনেমাটিতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন—ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
প্রায়ই দেশের নানা প্রান্তে দাওয়াত খেতে যেতে হয় তাঁকে। ভক্ত অনুরাগীদের অনুরোধ ফেলতে পারেন না, তাই খাওয়াটা একটু বেশি হয়ে যায়। এই করতে গিয়ে শখের ‘সিক্স প্যাক’ হারিয়ে ফেলেছেন ঢালিউডের নায়ক জায়েদ খান!
হারিয়ে যাওয়া দুটি প্যাক উদ্ধারের ‘মিশনে’ নেমেছেন নায়ক। এ জন্য নিয়মিত জিমে যাচ্ছেন। খাওয়া দাওয়ায় কঠোর নিয়ম মেনে চলছেন। দৈনিক খাচ্ছেন কুসুম ছাড়া আটটি ডিম!
এ নিয়ে আজ বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকার সঙ্গে নায়কের কথা হয়। জায়েদ খান বলেন, ‘নতুন রূপে হাজির হচ্ছি। দর্শকেরা আবার আমাকে সিক্স প্যাক লুকে দেখতে পাবেন। এর আগে সিক্স প্যাক বানানোর পরেও নিয়মিত শরীরচর্চায় সময় না দেওয়ায় দুই প্যাক ঢেকে গেছে। তাই এখন দুই প্যাক উদ্ধারের মিশনে নেমেছি।’
নতুন কোনো সিনেমার জন্য এ পরিশ্রম কি না জানতে চাইলে অভিনেতা বলেন, ‘এটা আপাতত বলা যাবে না। হয়তো বড় কিছু আসছে। সময় হলে সব জানিয়ে দেব।’
কীভাবে দুটি প্যাক হারালেন সেই গল্প বলতে গিয়ে নায়ক বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানে আমার যেতে হয়। সেগুলোতে অংশগ্রহণ করতে গিয়ে সবার অনুরোধ রক্ষার্থে খাওয়ার জন্য আমার শরীরের ওজন বেড়ে গেছে। তবে এবার ভালো কিছু অপেক্ষা করছে। আবারও সিক্স প্যাক করেই ছাড়ব।’
শরীরচর্চার সঙ্গে কী ধরনের খাবার খাচ্ছেন জানতে চাইলে জায়েদ বলেন, ‘এখন ভাত তেমন খাচ্ছি না। পুষ্টিকর খাবারের দিকে মনযোগ দিচ্ছি। খাবারের মেনুতে মাছ, দুধ, ডিম ও বাদাম নিয়ম করে খাচ্ছি। এ ছাড়া প্রতিদিন কুসুম ছাড়া আটটা করে ডিম খেতে হচ্ছে। জিমের সঙ্গে খাবার অনেক জরুরি, তাই সেদিকে নজর আমার।’
সম্প্রতি জায়েদ খান শুটিং শেষ করেছেন জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমার। ফেসবুকে নিয়মিতই সে সিনেমার বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন তিনি। সিনেমাটিতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন—ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে