কয়েক বছর আগে আমীরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ দ্য লাইফ’ নামের একটি সিনেমার কাজ শুরু করেছিলেন টিভি অভিনেত্রী সুবর্ণা মজুমদার। কিন্তু প্রায় ৫০ ভাগ শুটিং শেষে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। প্রথম সিনেমায় এমন ঘটনার মুখোমুখি হয়ে কষ্ট পেলেও মনোবল হারাননি সুবর্ণা। এরপর তিনি অভিনয় করেছেন সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘অনাবৃত’ এবং এইচ আর হাবিব পরিচালিত ‘জলকিরণ’ সিনেমায়। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে অনাবৃত।
এবার সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করবেন সুবর্ণা। আগামী মাস থেকে শুরু হবে শুটিং। সিনেমার নাম ‘সনাতন’। নির্মাণ করবেন জহির রায়হান। এই সিনেমায় সুবর্ণা অভিনয় করবেন কনিকা চরিত্রে।
সুবর্ণা মজুমদার বলেন, ‘শুরু থেকেই চেষ্টা করেছি সংখ্যায় কম হলেও ভালো গল্পের নাটকে অভিনয় করতে। এখনো সেই চেষ্টা অব্যাহত আছে। অনাবৃত ও জলকিরণ সিনেমা দুটির গল্প আমার ভালো লেগেছে। সনাতনের গল্পটাও দারুণ। এর মাধ্যমে প্রথমবার কোনো অনুদানের সিনেমায় কাজ করতে যাচ্ছি। আশা করছি, সিনেমাগুলো আমার ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে।’
টেলিভিশনেও প্রচারিত হচ্ছে সুবর্ণা অভিনীত কয়েকটা ধারাবাহিক নাটক। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হচ্ছে ‘বনবাসে রহিম রূপবান’ ও ‘দক্ষিণের সমীকরণ’। বনবাসে রহিম রূপবানে তিনি নামভূমিকায় অভিনয় করেছেন। দক্ষিণের সমীকরণে করছেন মিলা চরিত্র। আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘চিটার অ্যান্ড জেন্টেলম্যান’ নাটকে সুবর্ণা অভিনয় করছেন জারা চরিত্রে।
কয়েক বছর আগে আমীরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ দ্য লাইফ’ নামের একটি সিনেমার কাজ শুরু করেছিলেন টিভি অভিনেত্রী সুবর্ণা মজুমদার। কিন্তু প্রায় ৫০ ভাগ শুটিং শেষে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। প্রথম সিনেমায় এমন ঘটনার মুখোমুখি হয়ে কষ্ট পেলেও মনোবল হারাননি সুবর্ণা। এরপর তিনি অভিনয় করেছেন সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘অনাবৃত’ এবং এইচ আর হাবিব পরিচালিত ‘জলকিরণ’ সিনেমায়। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে অনাবৃত।
এবার সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করবেন সুবর্ণা। আগামী মাস থেকে শুরু হবে শুটিং। সিনেমার নাম ‘সনাতন’। নির্মাণ করবেন জহির রায়হান। এই সিনেমায় সুবর্ণা অভিনয় করবেন কনিকা চরিত্রে।
সুবর্ণা মজুমদার বলেন, ‘শুরু থেকেই চেষ্টা করেছি সংখ্যায় কম হলেও ভালো গল্পের নাটকে অভিনয় করতে। এখনো সেই চেষ্টা অব্যাহত আছে। অনাবৃত ও জলকিরণ সিনেমা দুটির গল্প আমার ভালো লেগেছে। সনাতনের গল্পটাও দারুণ। এর মাধ্যমে প্রথমবার কোনো অনুদানের সিনেমায় কাজ করতে যাচ্ছি। আশা করছি, সিনেমাগুলো আমার ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে।’
টেলিভিশনেও প্রচারিত হচ্ছে সুবর্ণা অভিনীত কয়েকটা ধারাবাহিক নাটক। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হচ্ছে ‘বনবাসে রহিম রূপবান’ ও ‘দক্ষিণের সমীকরণ’। বনবাসে রহিম রূপবানে তিনি নামভূমিকায় অভিনয় করেছেন। দক্ষিণের সমীকরণে করছেন মিলা চরিত্র। আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘চিটার অ্যান্ড জেন্টেলম্যান’ নাটকে সুবর্ণা অভিনয় করছেন জারা চরিত্রে।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে