‘সুড়ঙ্গ’ যে এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমা হতে যাচ্ছে, তাতে কোনো দ্বিধা নেই। দুই দিন আগে মুক্তি পেয়েছে সুড়ঙ্গের ফোরটেস্ট। ফোরটেস্ট মুক্তির পর থেকেই সাধারণ ভক্ত থেকে শুরু করে দেশের তারকা, অভিনেতা-অভিনেত্রীদের প্রশংসায় ভাসছে পুরো টিম। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই জানাচ্ছেন শুভেচ্ছা।
জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে আফরান নিশোর সম্পর্কটা বন্ধুত্বের। তবে ছোটপর্দায় একে অপরকে টক্করও দিয়েছেন নিজেদের কাজ দিয়ে। সেই দীর্ঘদিনের বন্ধু অপূর্ব ভুলে যাননি নিশোকে শুভকামনা জানাতে। অপূর্ব নিজের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে ফোরটেস্ট ভিডিওটি আপলোড করে লিখেছেন ‘বেস্ট অব লাক’।
এই ঈদে মুক্তি পাবে সিয়াম আহমেদ অভিনীত সাইবার ক্রাইমধর্মী সিনেমা ‘অন্তর্জাল’। সিয়াম পরিচালক রাফীর পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘ভালো লেগেছে, অপেক্ষার তর সইছে না।’
রাফীর পোস্ট শেয়ার করেছেন বিদ্যা সিনহা মিমও। লিখেছেন, ‘অপেক্ষা, অনেক শুভকামনা’।
পিছিয়ে নেই মেহজাবীন চৌধুরীও। অসংখ্য নাটকে জুটি হয়েছেন নিশো-মেহজাবীন। তিনি নিশোর প্রোফাইল থেকে আপলোড হওয়া ভিডিওটি শেয়ার দিয়ে বলেন, ‘আফরান নিশো ভাইয়াকে বড় পর্দায় দেখার জন্য এক্সাইটেড।’
‘বেস্ট উইশেস ফর সুড়ঙ্গ’ লিখে ফোরটেস্ট আপলোড করেছেন তানজিন তিশা।
বাড়তি পাওনা হলো ওপার বাংলার পরিচিত পরিচালক সৃজিত মুখার্জিকে। তিনি তাঁর ফেসবুক প্রোফাইলে সুড়ঙ্গের পুরো টিমকে জানিয়েছেন শুভকামনা।
সাবিলা নূর, সায়মন সাদিক, ইরফান সাজ্জাদ, আবরার আতহার, সামিরা খান মাহি—কে নেই এই তালিকায়।
মাত্র ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও, যেটাকে বলা হচ্ছে ফোরটেস্ট। রায়হান রাফী পরিচালিত সিনেমা সুড়ঙ্গের ফোরটেস্ট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আফরান নিশোর সঙ্গে সিনেমাটিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী তমা মির্জা।
‘সুড়ঙ্গ’ যে এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমা হতে যাচ্ছে, তাতে কোনো দ্বিধা নেই। দুই দিন আগে মুক্তি পেয়েছে সুড়ঙ্গের ফোরটেস্ট। ফোরটেস্ট মুক্তির পর থেকেই সাধারণ ভক্ত থেকে শুরু করে দেশের তারকা, অভিনেতা-অভিনেত্রীদের প্রশংসায় ভাসছে পুরো টিম। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই জানাচ্ছেন শুভেচ্ছা।
জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে আফরান নিশোর সম্পর্কটা বন্ধুত্বের। তবে ছোটপর্দায় একে অপরকে টক্করও দিয়েছেন নিজেদের কাজ দিয়ে। সেই দীর্ঘদিনের বন্ধু অপূর্ব ভুলে যাননি নিশোকে শুভকামনা জানাতে। অপূর্ব নিজের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে ফোরটেস্ট ভিডিওটি আপলোড করে লিখেছেন ‘বেস্ট অব লাক’।
এই ঈদে মুক্তি পাবে সিয়াম আহমেদ অভিনীত সাইবার ক্রাইমধর্মী সিনেমা ‘অন্তর্জাল’। সিয়াম পরিচালক রাফীর পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘ভালো লেগেছে, অপেক্ষার তর সইছে না।’
রাফীর পোস্ট শেয়ার করেছেন বিদ্যা সিনহা মিমও। লিখেছেন, ‘অপেক্ষা, অনেক শুভকামনা’।
পিছিয়ে নেই মেহজাবীন চৌধুরীও। অসংখ্য নাটকে জুটি হয়েছেন নিশো-মেহজাবীন। তিনি নিশোর প্রোফাইল থেকে আপলোড হওয়া ভিডিওটি শেয়ার দিয়ে বলেন, ‘আফরান নিশো ভাইয়াকে বড় পর্দায় দেখার জন্য এক্সাইটেড।’
‘বেস্ট উইশেস ফর সুড়ঙ্গ’ লিখে ফোরটেস্ট আপলোড করেছেন তানজিন তিশা।
বাড়তি পাওনা হলো ওপার বাংলার পরিচিত পরিচালক সৃজিত মুখার্জিকে। তিনি তাঁর ফেসবুক প্রোফাইলে সুড়ঙ্গের পুরো টিমকে জানিয়েছেন শুভকামনা।
সাবিলা নূর, সায়মন সাদিক, ইরফান সাজ্জাদ, আবরার আতহার, সামিরা খান মাহি—কে নেই এই তালিকায়।
মাত্র ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও, যেটাকে বলা হচ্ছে ফোরটেস্ট। রায়হান রাফী পরিচালিত সিনেমা সুড়ঙ্গের ফোরটেস্ট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আফরান নিশোর সঙ্গে সিনেমাটিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী তমা মির্জা।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১২ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১২ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১৩ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১৩ ঘণ্টা আগে