‘সুড়ঙ্গ’ যে এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমা হতে যাচ্ছে, তাতে কোনো দ্বিধা নেই। দুই দিন আগে মুক্তি পেয়েছে সুড়ঙ্গের ফোরটেস্ট। ফোরটেস্ট মুক্তির পর থেকেই সাধারণ ভক্ত থেকে শুরু করে দেশের তারকা, অভিনেতা-অভিনেত্রীদের প্রশংসায় ভাসছে পুরো টিম। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই জানাচ্ছেন শুভেচ্ছা।
জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে আফরান নিশোর সম্পর্কটা বন্ধুত্বের। তবে ছোটপর্দায় একে অপরকে টক্করও দিয়েছেন নিজেদের কাজ দিয়ে। সেই দীর্ঘদিনের বন্ধু অপূর্ব ভুলে যাননি নিশোকে শুভকামনা জানাতে। অপূর্ব নিজের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে ফোরটেস্ট ভিডিওটি আপলোড করে লিখেছেন ‘বেস্ট অব লাক’।
এই ঈদে মুক্তি পাবে সিয়াম আহমেদ অভিনীত সাইবার ক্রাইমধর্মী সিনেমা ‘অন্তর্জাল’। সিয়াম পরিচালক রাফীর পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘ভালো লেগেছে, অপেক্ষার তর সইছে না।’
রাফীর পোস্ট শেয়ার করেছেন বিদ্যা সিনহা মিমও। লিখেছেন, ‘অপেক্ষা, অনেক শুভকামনা’।
পিছিয়ে নেই মেহজাবীন চৌধুরীও। অসংখ্য নাটকে জুটি হয়েছেন নিশো-মেহজাবীন। তিনি নিশোর প্রোফাইল থেকে আপলোড হওয়া ভিডিওটি শেয়ার দিয়ে বলেন, ‘আফরান নিশো ভাইয়াকে বড় পর্দায় দেখার জন্য এক্সাইটেড।’
‘বেস্ট উইশেস ফর সুড়ঙ্গ’ লিখে ফোরটেস্ট আপলোড করেছেন তানজিন তিশা।
বাড়তি পাওনা হলো ওপার বাংলার পরিচিত পরিচালক সৃজিত মুখার্জিকে। তিনি তাঁর ফেসবুক প্রোফাইলে সুড়ঙ্গের পুরো টিমকে জানিয়েছেন শুভকামনা।
সাবিলা নূর, সায়মন সাদিক, ইরফান সাজ্জাদ, আবরার আতহার, সামিরা খান মাহি—কে নেই এই তালিকায়।
মাত্র ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও, যেটাকে বলা হচ্ছে ফোরটেস্ট। রায়হান রাফী পরিচালিত সিনেমা সুড়ঙ্গের ফোরটেস্ট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আফরান নিশোর সঙ্গে সিনেমাটিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী তমা মির্জা।
‘সুড়ঙ্গ’ যে এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমা হতে যাচ্ছে, তাতে কোনো দ্বিধা নেই। দুই দিন আগে মুক্তি পেয়েছে সুড়ঙ্গের ফোরটেস্ট। ফোরটেস্ট মুক্তির পর থেকেই সাধারণ ভক্ত থেকে শুরু করে দেশের তারকা, অভিনেতা-অভিনেত্রীদের প্রশংসায় ভাসছে পুরো টিম। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই জানাচ্ছেন শুভেচ্ছা।
জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে আফরান নিশোর সম্পর্কটা বন্ধুত্বের। তবে ছোটপর্দায় একে অপরকে টক্করও দিয়েছেন নিজেদের কাজ দিয়ে। সেই দীর্ঘদিনের বন্ধু অপূর্ব ভুলে যাননি নিশোকে শুভকামনা জানাতে। অপূর্ব নিজের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে ফোরটেস্ট ভিডিওটি আপলোড করে লিখেছেন ‘বেস্ট অব লাক’।
এই ঈদে মুক্তি পাবে সিয়াম আহমেদ অভিনীত সাইবার ক্রাইমধর্মী সিনেমা ‘অন্তর্জাল’। সিয়াম পরিচালক রাফীর পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘ভালো লেগেছে, অপেক্ষার তর সইছে না।’
রাফীর পোস্ট শেয়ার করেছেন বিদ্যা সিনহা মিমও। লিখেছেন, ‘অপেক্ষা, অনেক শুভকামনা’।
পিছিয়ে নেই মেহজাবীন চৌধুরীও। অসংখ্য নাটকে জুটি হয়েছেন নিশো-মেহজাবীন। তিনি নিশোর প্রোফাইল থেকে আপলোড হওয়া ভিডিওটি শেয়ার দিয়ে বলেন, ‘আফরান নিশো ভাইয়াকে বড় পর্দায় দেখার জন্য এক্সাইটেড।’
‘বেস্ট উইশেস ফর সুড়ঙ্গ’ লিখে ফোরটেস্ট আপলোড করেছেন তানজিন তিশা।
বাড়তি পাওনা হলো ওপার বাংলার পরিচিত পরিচালক সৃজিত মুখার্জিকে। তিনি তাঁর ফেসবুক প্রোফাইলে সুড়ঙ্গের পুরো টিমকে জানিয়েছেন শুভকামনা।
সাবিলা নূর, সায়মন সাদিক, ইরফান সাজ্জাদ, আবরার আতহার, সামিরা খান মাহি—কে নেই এই তালিকায়।
মাত্র ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও, যেটাকে বলা হচ্ছে ফোরটেস্ট। রায়হান রাফী পরিচালিত সিনেমা সুড়ঙ্গের ফোরটেস্ট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আফরান নিশোর সঙ্গে সিনেমাটিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী তমা মির্জা।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে