Ajker Patrika

ঈদে আসবে সজল-ফারিয়ার ‘জ্বীন থ্রি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৫১
সজল ও ফারিয়া। ছবি: সংগৃহীত
সজল ও ফারিয়া। ছবি: সংগৃহীত

আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়াকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করছে ‘জ্বীন থ্রি’। কামরুজ্জামান রোমানের পরিচালনায় চলতি মাসের শুরুতে মুন্সিগঞ্জে শুরু হয় শুটিং। গত সোমবার নবাবগঞ্জে শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন তাঁরা। নির্মাতা জানালেন, রোজার আগেই গানের শুটিং দিয়ে ক্যামেরা ক্লোজ হবে।

২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পাওয়া জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন’ দর্শকের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছিল। গত বছর প্রযোজনা প্রতিষ্ঠানটি নিয়ে আসে ‘মোনা: জ্বীন টু’। এই সিনেমাটিও মুক্তি পায় গত বছর রোজার ঈদে। গত দুই বছরের মতো এবার রোজার ঈদেও প্রেক্ষাগৃহে থাকবে জ্বীনের নতুন সিকুয়েল। এমনটাই জানালেন নির্মাতা কামরুজ্জামান রোমান।

নির্মাতা বলেন, ‘সোমবার আমাদের সিকুয়েন্সের শুটিং শেষ হয়েছে। বাকি আছে দুটি গানের শুটিং। দুই দিন বিশ্রামে থাকবে সবাই। এরপর আবার শুরু হবে শুটিং, রোজার আগেই শেষ হয়ে যাবে। আশা করছি রোজার ঈদেই প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবে দর্শক।’

জ্বীন টু সিনেমার পরিচালক ছিলেন রোমান। নতুন সিনেমাটি নিয়েও আশাবাদী তিনি। তবে এখনই সিনেমার গল্প নিয়ে কথা বলতে চান না নির্মাতা। রোমান বলেন, ‘এখনই গল্পটা বলতে চাইছি না। তবে দর্শক পর্দায় যে ধরনের হরর গল্প দেখতে চায়, তেমন গল্প নিয়েই তৈরি হচ্ছে জ্বীন থ্রি। দর্শকের জন্য অনেক চমক অপেক্ষা করছে সিনেমা হলে। আশা করি তাঁরা নিরাশ হবেন না।’

নাদের চৌধুরী পরিচালিত জ্বীন সিনেমায় পূজা চেরির বিপরীতে ছিলেন সজল। জ্বীন টু সিনেমায় না থাকলেও ফিরলেন তৃতীয় কিস্তিতে। তাই নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন অভিনেতা। চরিত্র অনুযায়ী নিজেকে তৈরি করতে শুটিংয়ের আগে পুরোদমে রিহার্সাল করেছেন। সিনেমায় মনোযোগ ধরে রাখতে আপাতত নাটক থেকেও দূরে আছেন সজল। সব মিলিয়ে পর্দার চরিত্র হয়ে উঠতে কোনো রকম ছাড় দিতে চাইছেন না তিনি।

অন্যদিকে, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন ফারিয়া। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাই অনেক দিন ধরে নেই নতুন সিনেমার খবরে। সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে জ্বীন থ্রি দিয়ে নতুন করে এগিয়ে যেতে চাইছেন ফারিয়া। এ ছাড়া জ্বীন থ্রি দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার কোনো সিনেমায় অভিনয় করছেন তিনি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তির পর জাজের আর কোনো সিনেমায় দেখা যায়নি ফারিয়াকে।

জ্বীন থ্রি সিনেমায় সজল ও ফারিয়ার অভিনয়ের প্রশংসা করে নির্মাতা বলেন, ‘দুজনেই নিজেদের সেরাটা দিয়ে কাজ করছেন। নির্মাতা হিসেবে তাঁদের কাজে আমি মুগ্ধ। আশা করি দর্শকও তাঁদের অভিনয়ে মুগ্ধ হয়ে হল থেকে বের হবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত