Ajker Patrika

জুলাইয়ে আসছে জয়া আহসানের নতুন সিনেমা ‘ডিয়ার মা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুন ২০২৫, ১৭: ০১
‘ডিয়ার মা’ সিনেমার পোস্টারে জয়া আহসান। ছবি: সংগৃহীত
‘ডিয়ার মা’ সিনেমার পোস্টারে জয়া আহসান। ছবি: সংগৃহীত

সিনেমা নিয়ে দুই বাংলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। গত মে মাসে বাংলাদেশে ‘জয়া আর শারমিন’ মুক্তির পর ঈদে মুক্তি পেয়েছে দুই সিনেমা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’। এবার জানা গেল, আগামী জুলাইয়ে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ‘ডিয়ার মা’।

আগামী ১৮ জুলাই ভারতে মুক্তি পাবে ডিয়ার মা। গতকাল কলকাতায় এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পোস্টার প্রকাশ করে জানানো হয় মুক্তির তারিখ। এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী, জয়া আহসানসহ সিনেমার কলাকুশলীরা।

মা, সন্তান, সম্পর্ক, পরিবার—এসব নিয়ে লেখা হয়েছে ডিয়ার মা সিনেমার গল্প। এতে একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া। অন্যান্য চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, চন্দন রায় স্যানাল প্রমুখ।

ডিয়ার মা সিনেমা নিয়ে জয়া আহসান বলেন, ‘ডিয়ার মা মানে মাতৃত্ব, মা-মেয়ের সম্পর্ক। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী সন্তান দত্তক নেওয়ার ঘটনার মোড়কে দারুণ একটি থ্রিলারের গল্প বলেছেন।’

এর আগে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ দিয়ে প্রথমবার হিন্দি সিনেমায় কাজ করেন জয়া আহসান। ২০২৩ সালে ওটিটি প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এর আগে ‘অনুরণন’, ‘অন্তহীন’, ‘একটি তারার খোঁজে’, ‘অপরাজিতা তুমি’, ‘বুনো হাঁস’-এর মতো আলোচিত সিনেমা উপহার দিয়েছেন। বলিউডেও তিনি জনপ্রিয় নাম। বানিয়েছেন ‘পিঙ্ক’, ‘লস্ট’-এর মতো জনপ্রিয় হিন্দি সিনেমা। ডিয়ার মা দিয়ে অনেকদিন পর বাংলা সিনেমায় ফিরেছেন অনিরুদ্ধ।

এদিকে চলতি সপ্তাহেই জয়া শুরু করেছেন নতুন টালিউড সিনেমার কাজ। অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’র সিকুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। প্রথম পর্বের মতো এবারও জয়ার সঙ্গে থাকছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়। সুমনের (কৌশিক) অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) দেখা হওয়া এবং টানাপোড়েনকে ঘিরে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনীর প্রেক্ষাপট। আগের ঘটনার বছর দুয়েক পর সিনেমার নতুন পর্বে একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা।

বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত