Ajker Patrika

গল গাদতকে হুমকি!

আপডেট : ১১ মে ২০২১, ১৭: ১৯
গল গাদতকে হুমকি!

ঢাকা: হুমকির মুখে পড়েছিলেন ইসরায়েলি অভিনেত্রী গল গাদত। তাঁর ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ‘জাস্টিস লিগ’ নির্মাতা জশ উইডন। হলিউডের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন গল গাদত। এরপর ‘ওয়ান্ডার ওমেন’ হিসেবেও হাজির হয়েছেন তিনটি সিনেমায়।

সম্প্রতি ইসরায়েলের নিউজ আউটলেট এনটুয়েলভ-এ দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ করেন গল গাদত। তিনি জানান, নির্মাতা জ্যাক স্নাইডার ‘জাস্টিস লিগ’ সিনেমা থেকে সরে যাওয়ার পর দায়িত্ব নেন জশ উইডন। তখন ‘ওয়ান্ডার ওমেন’ নির্মাতা পেটি জেনকিন্সের সঙ্গে ঝামেলা বাধিয়েছিলেন তিনি।

‘ওয়ান্ডার ওমেন’ চরিত্রে বেশ কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন উইডন, যা গল গাদত ও পেটি জেনকিন্সের পছন্দ হয়নি। ওই সময় জেনকিন্সের পক্ষে কথা বলায় গল গাদতের সঙ্গে তর্ক হয় উইডনের।

গল গাদত। ছবি: ইনস্টাগ্রাম৩৬ বছর বয়সী এই অভিনেত্রী বলছেন, ‘ওই সময় তিনি আমাকে রীতিমতো হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, তাঁর মতের বিরুদ্ধে গিয়ে যদি কিছু করি, তাহলে তিনি আমার ক্যারিয়ার শেষ করে দেবেন।’ অবশ্য উইডনকে ছাড় দেননি গাদত। তাঁকে উচিত জবাব দিয়েছিলেন।

২০১৭ সালে মেয়ের মৃত্যুর পর ‘জাস্টিস লিগ’ নির্মাণের দায়িত্ব থেকে সরে যান জ্যাক স্নাইডার। এরপর সিনেমাটি বানানোর দায়িত্ব নেন জশ উইডন।

চলে যাওয়ার আগে জ্যাক স্নাইডার ‘জাস্টিস লিগ’–এর বেশকিছু দৃশ্যের শুটিং করেছিলেন। জশ উইডন পরিচালক হিসেবে যুক্ত হওয়ার পর ওই দৃশ্যগুলো নতুনভাবে ধারণ করা হয়। চরিত্র ও চিত্রনাট্যেও বড় কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন জশ। সেটা নিয়েই আপত্তি করেছিলেন গল গাদতসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত