ঢাকা: হুমকির মুখে পড়েছিলেন ইসরায়েলি অভিনেত্রী গল গাদত। তাঁর ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ‘জাস্টিস লিগ’ নির্মাতা জশ উইডন। হলিউডের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন গল গাদত। এরপর ‘ওয়ান্ডার ওমেন’ হিসেবেও হাজির হয়েছেন তিনটি সিনেমায়।
সম্প্রতি ইসরায়েলের নিউজ আউটলেট এনটুয়েলভ-এ দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ করেন গল গাদত। তিনি জানান, নির্মাতা জ্যাক স্নাইডার ‘জাস্টিস লিগ’ সিনেমা থেকে সরে যাওয়ার পর দায়িত্ব নেন জশ উইডন। তখন ‘ওয়ান্ডার ওমেন’ নির্মাতা পেটি জেনকিন্সের সঙ্গে ঝামেলা বাধিয়েছিলেন তিনি।
‘ওয়ান্ডার ওমেন’ চরিত্রে বেশ কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন উইডন, যা গল গাদত ও পেটি জেনকিন্সের পছন্দ হয়নি। ওই সময় জেনকিন্সের পক্ষে কথা বলায় গল গাদতের সঙ্গে তর্ক হয় উইডনের।
৩৬ বছর বয়সী এই অভিনেত্রী বলছেন, ‘ওই সময় তিনি আমাকে রীতিমতো হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, তাঁর মতের বিরুদ্ধে গিয়ে যদি কিছু করি, তাহলে তিনি আমার ক্যারিয়ার শেষ করে দেবেন।’ অবশ্য উইডনকে ছাড় দেননি গাদত। তাঁকে উচিত জবাব দিয়েছিলেন।
২০১৭ সালে মেয়ের মৃত্যুর পর ‘জাস্টিস লিগ’ নির্মাণের দায়িত্ব থেকে সরে যান জ্যাক স্নাইডার। এরপর সিনেমাটি বানানোর দায়িত্ব নেন জশ উইডন।
চলে যাওয়ার আগে জ্যাক স্নাইডার ‘জাস্টিস লিগ’–এর বেশকিছু দৃশ্যের শুটিং করেছিলেন। জশ উইডন পরিচালক হিসেবে যুক্ত হওয়ার পর ওই দৃশ্যগুলো নতুনভাবে ধারণ করা হয়। চরিত্র ও চিত্রনাট্যেও বড় কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন জশ। সেটা নিয়েই আপত্তি করেছিলেন গল গাদতসহ অনেকে।
ঢাকা: হুমকির মুখে পড়েছিলেন ইসরায়েলি অভিনেত্রী গল গাদত। তাঁর ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ‘জাস্টিস লিগ’ নির্মাতা জশ উইডন। হলিউডের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন গল গাদত। এরপর ‘ওয়ান্ডার ওমেন’ হিসেবেও হাজির হয়েছেন তিনটি সিনেমায়।
সম্প্রতি ইসরায়েলের নিউজ আউটলেট এনটুয়েলভ-এ দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ করেন গল গাদত। তিনি জানান, নির্মাতা জ্যাক স্নাইডার ‘জাস্টিস লিগ’ সিনেমা থেকে সরে যাওয়ার পর দায়িত্ব নেন জশ উইডন। তখন ‘ওয়ান্ডার ওমেন’ নির্মাতা পেটি জেনকিন্সের সঙ্গে ঝামেলা বাধিয়েছিলেন তিনি।
‘ওয়ান্ডার ওমেন’ চরিত্রে বেশ কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন উইডন, যা গল গাদত ও পেটি জেনকিন্সের পছন্দ হয়নি। ওই সময় জেনকিন্সের পক্ষে কথা বলায় গল গাদতের সঙ্গে তর্ক হয় উইডনের।
৩৬ বছর বয়সী এই অভিনেত্রী বলছেন, ‘ওই সময় তিনি আমাকে রীতিমতো হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, তাঁর মতের বিরুদ্ধে গিয়ে যদি কিছু করি, তাহলে তিনি আমার ক্যারিয়ার শেষ করে দেবেন।’ অবশ্য উইডনকে ছাড় দেননি গাদত। তাঁকে উচিত জবাব দিয়েছিলেন।
২০১৭ সালে মেয়ের মৃত্যুর পর ‘জাস্টিস লিগ’ নির্মাণের দায়িত্ব থেকে সরে যান জ্যাক স্নাইডার। এরপর সিনেমাটি বানানোর দায়িত্ব নেন জশ উইডন।
চলে যাওয়ার আগে জ্যাক স্নাইডার ‘জাস্টিস লিগ’–এর বেশকিছু দৃশ্যের শুটিং করেছিলেন। জশ উইডন পরিচালক হিসেবে যুক্ত হওয়ার পর ওই দৃশ্যগুলো নতুনভাবে ধারণ করা হয়। চরিত্র ও চিত্রনাট্যেও বড় কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন জশ। সেটা নিয়েই আপত্তি করেছিলেন গল গাদতসহ অনেকে।
চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। আজ শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তাঁর বয়স হয়েছিল ৭৩। তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন।
৩ ঘণ্টা আগেবাংলা গানের জনপ্রিয় ও কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২০ সালের ৬ জুলাই ৬৪ বছর বয়সে মারা যান প্লেব্যাক সম্রাটখ্যাত এই শিল্পী। মৃত্যুর পাঁচ বছর পর তাঁর নামে পাঠানো হয়েছে বকেয়া কর পরিশোধের নোটিশ।
৩ ঘণ্টা আগেএকসময়ের টিভি নাটকের নিয়মিত মুখ অভিনেতা ওমর আয়াজ অনি থাকেন অস্ট্রেলিয়ায়। পাঁচ বছর পর সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। আবার দেশের মিডিয়ায় নিয়মিত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন অনি। ইতিমধ্যে বিজ্ঞাপন, ওটিটি ও সিনেমা নিয়ে নির্মাতাদের সঙ্গে কথা হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেতা।
১৭ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ব্যবহার না করলেও চলচ্চিত্র অভিনেতা আলমগীরের নামে রয়েছে বেশ কিছু ভুয়া অ্যাকাউন্ট। আছে ফ্যান গ্রুপও। আলমগীরের ছবি ও নাম ব্যবহার করে তৈরি এসব আইডি ও গ্রুপ নিয়ে সতর্ক করলেন তাঁর মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর।
১৭ ঘণ্টা আগে