Ajker Patrika

বুবলীর পর এবার জিডি করলেন অপু বিশ্বাস

আপডেট : ১০ মে ২০২৪, ২০: ৩১
বুবলীর পর এবার জিডি করলেন অপু বিশ্বাস

গত ২৪ এপ্রিল রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী শবনম বুবলী। এত দিন বিষয়টি গোপন রেখেছিলেন বুবলী। ৮ মে বিষয়টি প্রকাশ্যে আসে। সাধারণ ডায়েরিতে বুবলী উল্লেখ করেছেন, ‘বেশ কিছুদিন যাবৎ কিছু ব্যক্তি, অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি।’

বুবলীর জিডি করার বিষয়টি প্রকাশ্যে আসার পর গতকাল ৯ মে একই থানায় আরও একটি জিডি করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। কুরুচিপূর্ণ, বাজে ও অশ্লীল মন্তব্য করার পাশাপাশি ভিডিও বানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার কারণে সামাজিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতি হচ্ছে—এমন অভিযোগ জানিয়েছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা।

অপু বিশ্বাসের করা সাধারণ ডায়েরিতে ৩৪টি ফেসবুক পেজের নাম ও লিংক উল্লেখ করেছেন। এসব পেজের মাঝে রয়েছে ‘বুবলী ফ্যান’, ‘ভাইরাল নিউজ বাই তমা’, ‘৫ টিভি বাংলা’, ‘রাহিদ রবিবিডি’, ‘বুবলী ইউনিভার্স’, ‘দৃষ্টি’, ‘খান নিশিতা’, ‘বাংলা সিনেমা পাড়া’, ‘বুবলী এসবি’, ‘হোসাইন খান’, ‘সিনে গল্প উইথ তানিয়া’, ‘আহমেদ রিয়াদ’, ‘তানু আফা’, ‘লাইফ অব দৃষ্টি’, ‘শবনম বুবলী ফ্যানস’, ‘বিউটি কুইন বুবলী’, ‘শবনম বুবলীর সাপোর্টাস’, ‘ঢালিউড জগৎ’, ‘রঙিন ঘুড়ি বাই সংগীতা’, ‘সিনে গল্প’ ইত্যাদি।

অপু বিশ্বাস তাঁর দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, ‘উপরে উল্লেখিত ফেসবুক পেজ লিংক হইতে বিভিন্ন তারিখ ও সময়ে আমার নামে কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করে ভিডিও বানিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। এতে আমি সামাজিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

এ বিষয়ে ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা বলেন, ‘অভিযোগের বিষয়টি আমরা শুনেছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শবনম বুবলী। ছবি: সংগৃহীতএর আগে একই থানায় চিত্রনায়িকা শবনম বুবলী তাঁকে নিয়ে যারা কুরুচিপূর্ণ পোস্ট করছে বলে অভিযোগ করেছেন, সেই তালিকায় আছে ‘প্রতিদিনের চিত্র’, ‘জমশেদ ভাই’, ‘মৌ সুলতানা’, ‘সনি কমিনিকেশন’, ‘এসকে উজ্জল’, সোনিয়া শিমু’সহ বেশ কিছু ফেসবুক পেজ ও ইউটিউব প্ল্যাটফর্মের নাম। বুবলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট চলচ্চিত্র অভিনেতা সুরুজ বাঙ্গালী ও কনটেন্ট ক্রিয়েটর মৌ সুলতানাকে ডেকে সতর্ক করেছে বলে জানা গেছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সাইবার ক্রাইম ইউনিটের এসপি নাজমুল ইসলাম। তিনি জানান, তাঁদের ডেকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, এগুলো করলে আদালতের অনুমতি সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তাঁরা এটা বুঝতে পেরেছেন এবং তাঁদের অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তাঁরা কখনই আর এমন করবেন না বলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, চিকেনস নেকের কাছে নতুন তিন গ্যারিসন

‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’

নুর না মামুন—বিতর্কে আবারও সংঘর্ষে বিএনপি–গণঅধিকার, আহত ৩১

১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচন করা কঠিন: আসিফ মাহমুদ

রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আদর-বুবলী জুটির নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আদর ও বুবলী ছবি: সংগৃহীত
আদর ও বুবলী ছবি: সংগৃহীত

পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। বানাবেন জাহিদ হোসেন। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন আদর আজাদ ও শবনম বুবলী। আজ রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ঢাকাইয়া দেবদাস সিনেমার আনুষ্ঠানিক যাত্রা।

নির্মাতা জানান, ঢাকাইয়া দেবদাস মূলত প্রেমের গল্পের সিনেমা। দুজন মানুষের গল্পের মধ্যেই তুলে ধরা হবে পুরান ঢাকার ঐতিহ্য। জাহিদ হোসেন বলেন, ‘এটি প্রেমের গল্প। এই গল্পটাকে তুলে ধরা হবে আমাদের পুরান ঢাকার শত শত বছরের পুরোনো ঐতিহ্যের মিশেলে। পুরান ঢাকা এমন একটি স্থান, যেখানে বিভিন্ন ধর্ম, জাতি, সংস্কৃতির মেলবন্ধন রয়েছে। সবাই মিলে সাকরাইন, ঈদ, মহররম, নববর্ষের অনুষ্ঠান পালন করে। আরও অনেক সংস্কৃতি আছে, যেটা এখনকার প্রজন্মের অনেকেই জানে না। এসব সংস্কৃতিও উঠে আসবে দুটি মানুষের গল্পের মধ্য দিয়ে।’

ঢাকাইয়া দেবদাস নাম প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, দেবদাস নামটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। যারা প্রেমে ব্যর্থ হয়, তারা নিজেদের মনে মনে দেবদাস ভাবে। এই সিনেমার গল্পেও নায়ক প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে তেমন ভাবতে শুরু করে। তাই সিনেমার নাম রাখা হয়েছে ঢাকাইয়া দেবদাস।

নির্মাতা জানান, আগামী জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় শুরু হবে ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিং। পর্দায় পুরান ঢাকার ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরার জন্য উৎসবের সময়ে রিয়েল লোকেশনে শুটিং করতে চান তিনি। আদর-বুবলী ছাড়া এতে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটির প্রযোজনা ও পরিবেশনায় থাকছে এক্সেল ফিল্মস ও রেভল্যুশন মুভিজ ইন্টারন্যাশনাল।

ঢাকাইয়া দেবদাস আদর-বুবলী জুটির চতুর্থ সিনেমা। সৈকত নাসিরের ‘তালাশ’ দিয়ে জুটি হিসেবে বড় পর্দায় পথচলা শুরু আদর আজাদ ও শবনম বুবলীর। সিনেমাটি মুক্তি পায় ২০২২ সালে। ২০২৩ সালে মুক্তি পায় তাঁদের দ্বিতীয় সিনেমা ‘লোকাল’। এটি পরিচালনা করেন সাইফ চন্দন। গত বছর তাঁরা অভিনয় করেন জাহিদ জুয়েলের ‘পিনিক’ সিনেমায়। এ বছর ঈদে সিনেমাটি মুক্তির কথা শোনা গেলেও তা হয়নি। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, চিকেনস নেকের কাছে নতুন তিন গ্যারিসন

‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’

নুর না মামুন—বিতর্কে আবারও সংঘর্ষে বিএনপি–গণঅধিকার, আহত ৩১

১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচন করা কঠিন: আসিফ মাহমুদ

রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জায়েদ খানের অতিথি ঋতুপর্ণা সেনগুপ্ত

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সম্প্রতি উপস্থাপক হিসেবে নাম লিখিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে প্রকাশিত ঠিকানা টিভিতে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শীর্ষক টক শো উপস্থাপনা করছেন তিনি। অনুষ্ঠানটির দশম পর্বে জায়েদ খানের অতিথি হিসেবে দেখা যাবে টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। ক্যারিয়ারের নানা চড়াই-উতরাইয়ের গল্পের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেছেন ঋতুপর্ণা। দুই অভিনয়শিল্পী আড্ডা দিয়েছেন নিউইয়র্কের টাইমস স্কয়ারে বসে। সেখান থেকেই ধারণ করা হয়েছে নতুন পর্বটি। আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় পর্বটি প্রচারিত হবে ঠিকানার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, চিকেনস নেকের কাছে নতুন তিন গ্যারিসন

‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’

নুর না মামুন—বিতর্কে আবারও সংঘর্ষে বিএনপি–গণঅধিকার, আহত ৩১

১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচন করা কঠিন: আসিফ মাহমুদ

রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

প্রশিক্ষণ ও উৎসবে অংশ নিতে ফ্রান্সে যাচ্ছেন পূজা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৮: ৫১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশক এবং তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে প্রশংসিত হয়েছেন তিনি। এবার নাচের ওপর উচ্চতর প্রশিক্ষণের পাশাপাশি নাচ নিয়ে সেশন পরিচালনা করতে ও উৎসবে অংশ নিতে ফ্রান্সে যাচ্ছেন পূজা।

ফ্রান্সের জিয়ান লরিনজেট অব জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণে ১৩ নভেম্বর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ফ্রান্সের নিস শহরে অবস্থান করবেন পূজা সেনগুপ্ত। সেখানে লাবান মুভমেন্ট এনালাইসিস বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেবেন, ফ্রান্সের শিল্পীদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী নাচ নিয়ে একটি সেশন পরিচালনা করবেন। এ ছাড়া জিয়ান লরিনজেট অব জ্যাজ ড্যান্স কোম্পানির সঙ্গে চলতি মাসে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠেয় ২৫তম কান আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশ নেবেন পূজা।

পূজা সেনগুপ্ত নির্দেশিত ড্যান্স থিয়েটার ও কোরিওগ্রাফিগুলোর মধ্যে ‘ওয়াটারনেস’, ‘অনামিকা সাগরকন্যা’, ‘নন্দিনী’, ‘হোচিমিন’, ‘অদম্য’, ‘ধরা তরু কাব্য’, ‘অরণ্যা’, ‘রেজল্যুশন’ অন্যতম।

নৃত্য ও নির্দেশনার পাশাপাশি পূজা একজন গবেষক। বাংলাদেশের নিজস্ব নৃত্যধারা নির্মাণের লক্ষ্যে ২০১১ সাল থেকে গবেষণা করছেন তিনি। ২০১৪ সালে ব্যাংকক বিশ্ববিদ্যালয়ে এবং ২০১৮-১৯ সালে ফিলিপাইন ড্যান্স এক্সচেঞ্জে নাচ নিয়ে কর্মশালা পরিচালনা করেছেন পূজা। ২০১৮ সালে চীনে ক্যাপিটাল নরমাল বিশ্ববিদ্যালয় ও বেইজিং ড্যান্স একাডেমি, রাশিয়ায় হারজেন স্টেট ইউনিভার্সিটি আয়োজিত নৃত্যশিক্ষা সম্মেলনে তাঁর প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। চীন, রাশিয়া ও ভারতের একাধিক জার্নালে তাঁর নৃত্যবিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

২০১৮ সালে নুরুল কাদের সম্মাননা লাভ করেন পূজা। ২০১৯ সালে প্রথম বাংলাদেশি নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স এবং নৃত্যশিল্পী হিসেবে পূজা সেনগুপ্ত ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল ইউনেসকোর সদস্যপদ লাভ করেন। ২০২২ সালে হোচিমিন প্রযোজনার জন্য পূজা সেনগুপ্তকে ফ্রেন্ডশিপ মেডেল প্রদান করেন ভিয়েতনামের প্রেসিডেন্ট। এ ছাড়া কাজের স্বীকৃতিস্বরূপ আরও নানা সম্মাননা পেয়েছেন পূজা সেনগুপ্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, চিকেনস নেকের কাছে নতুন তিন গ্যারিসন

‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’

নুর না মামুন—বিতর্কে আবারও সংঘর্ষে বিএনপি–গণঅধিকার, আহত ৩১

১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচন করা কঠিন: আসিফ মাহমুদ

রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‘তোমার জন্য মন’, ‘অনুসন্ধান’সহ দেখা যাবে যেসব সিনেমা-সিরিজ

আজকের পত্রিকা ডেস্ক­
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

⊲ তোমার জন্য মন (বাংলা সিনেমা)

  • অভিনয়: ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, সমু চৌধুরী
  • মুক্তি: চরকি (৬ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: দুই শহরের দুজন মানুষ রওনক ও পিউ একই সময়ে কক্সবাজার যায়। সেখানে তাদের পরিচয় হয়। একদিনের এক ভুল-বোঝাবুঝি থেকে ঘটতে থাকে নানা ঘটনা।

⊲ অনুসন্ধান (বাংলা সিরিজ)

  • অভিনয়: শুভশ্রী গাঙ্গুলি, সাগ্নিক, সোহিনি সেনগুপ্ত, স্বাগতা মুখোপাধ্যায়
  • মুক্তি: হইচই (৭ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: এক মহিলা জেলখানায় একের পর এক অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে কারাবন্দীরা। যেখানে কোনো পুরুষ প্রবেশের অনুমতি নেই, সেই জেলে কীভাবে এমন ঘটনা ঘটল? অনুসন্ধানে নামেন এক নারী সাংবাদিক। ঘটনাক্রমে সে নিজেই জড়িয়ে পড়ে ঝামেলায়।

⊲ বারামুল্লা (হিন্দি সিনেমা)

  • অভিনয়: নীলোফার হামিদ, মানব কৌল, কিয়ারা খান্না
  • মুক্তি: নেটফ্লিক্স (৭ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: কাশ্মীরের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সুপারন্যাচারাল ঘরানার এ সিনেমা। গল্পে দেখা যাবে, এক বালক হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাকে খুঁজতে গিয়ে অনাকাঙ্ক্ষিত নানা ঘটনার মুখোমুখি হয় এক পুলিশ কর্মকর্তা।

⊲ মহারানি সিজন ৪ (হিন্দি সিরিজ)

  • অভিনয়: হুমা কুরেশি, অমিত সিয়াল, অমি কুমার সিং
  • মুক্তি: সনি লিভ (৭ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: ১৯৯০-এর দশকের বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই সিরিজ। রানী ভারতী নামের এক নিরক্ষর গৃহবধূ, তার স্বামী ভীমা দুর্ঘটনায় আহত হওয়ার পর হঠাৎ করেই বিহারের মুখ্যমন্ত্রী হয়ে যায় সে। রানী ভারতীর কৌশলগত রাজনীতির ভিন্ন এক দিক দেখা যাবে নতুন এই সিজনে। বিহারের রাজনীতি থেকে এবার জাতীয় রাজনীতিতে অংশ নিতে দেখা যাবে তাকে।

⊲ ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপ (ইংরেজি সিনেমা)

  • অভিনয়: জন মালকোভিচ, ভেনেসা কিরবি, জুলিয়া গার্নার
  • মুক্তি: জিও হটস্টার (৫ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: মহাকাশে একের পর এক গ্রহ অদৃশ্য হয়ে যাচ্ছে। বিশাল সাইজের এক প্রাণী গ্যালাকটাস মহাকাশে ঘুরে বেড়ায়। সে ঘটাচ্ছে এমন কাণ্ড। একসময় তার নজর পড়ে পৃথিবীর ওপর। পৃথিবীকে বাঁচানোর একমাত্র শর্ত ফ্যান্টাস্টিক ফোরের সদস্য রিড আর সুর সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে গ্যালাকটাসকে দিয়ে দিতে হবে। গ্যালাকটাসকে ধ্বংস করার পরিকল্পনা সাজায় ফ্যান্টাস্টিক ফোর।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, চিকেনস নেকের কাছে নতুন তিন গ্যারিসন

‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’

নুর না মামুন—বিতর্কে আবারও সংঘর্ষে বিএনপি–গণঅধিকার, আহত ৩১

১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচন করা কঠিন: আসিফ মাহমুদ

রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত