Ajker Patrika

রিয়ার বাঁকবদল

বিনোদন প্রতিবেদক
রিয়ার বাঁকবদল

ঢাকা: রিয়া চক্রবর্তী বুঝেছেন বলিউডে জায়গা পাওয়া মুশকিল। একে তো সুশান্ত ইস্যু এখনো থেমে নেই। অন্যদিকে নিজের ক্যারিয়ার গ্রাফও যে খুব একটা সুবিধাজনক নয়, সেটা বলা যায়। ক্যারিয়ারে কোনো হিট সিনেমা নেই বললেই চলে। সর্বশেষ তাঁকে দেখা গেছে রুমি জাফরির ‘চেহরে’- সিনেমাতে। অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমির মতো বড় তারকাও ছিল এই ছবিতে। সুশান্তের মৃত্যুর ঘটনার পরে ছবির প্রথম ঝলক এবং পোস্টার মুক্তি পায়। কিন্তু সেখানে রিয়ার অনুপস্থিতি নজরে আসে দর্শকদের। সে বিষয়ে চুপ থাকেননি ছবির প্রযোজক আনন্দ পণ্ডিত। জানিয়েছেন, রিয়া নির্দোষ বলেই বিশ্বাস তাঁর। তাই ছবি থেকে তাঁকে বাদ দেওয়া হয়নি। বিতর্ক এড়িয়ে যেতে প্রচারে রাখা হয়নি তাঁকে। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি।

রিয়া চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রামরিয়া এখন একমাত্র বলিউডের দিকে চেয়ে থাকবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। বলিউডে সুযোগ পাওয়ার আশা ছেড়ে দক্ষিণে পাড়ি জমিয়েছেন। গত ১১ মাসের ঝড়ঝাপটার পরে ছন্দে ফিরতে চাইছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া। সম্প্রতি হায়দরাবাদ যাওয়ার পথে মুম্বাই বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন রিয়া চক্রবর্তী। সেই শহরে কয়েকজন প্রযোজক এবং পরিচালকের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বলে জানান। কোন ছবি, কী বৃত্তান্ত, সেসব বিষয়ে কোনো তথ্য মেলেনি এখন পর্যন্ত।

প্রথমবার নয়, এর আগেও তেলেগু ছবিতে অভিনয় করেছেন রিয়া। ২০১২ সালে ‘তুনিগা তুনিগা’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। সংবাদমাধ্যম জানিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হয় বলে আপাতত বলিউডে কাজ পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই পশ্চিম থেকে দক্ষিণে যাত্রা করলেন অভিনেত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত