ঢাকা শহরের এক নিম্ন মধ্যবিত্ত দম্পতি সলিম ও কল্পনা। সলিম পেশায় বাসচালক। আর কল্পনা গৃহবধূ। রাস্তায় সারা দিনের ধকল, যাত্রীদের বাড়তি কথা ইত্যাদিতে বিরক্ত হয়ে সলিম যখন বাসায় ফেরে, সেখানেও শান্তি পায় না সে। স্ত্রীর নানা রকম আবদার, কিস্তিওয়ালার চাপ—সব মিলিয়ে জীবনটা খুব বেশি স্বাচ্ছন্দ্যের নয় সলিমের। স্বল্প আয়ে সংসার চালাতে কষ্টই হয়ে যায় তার।
একদিন বাসের ভেতরে একটা টাকার ব্যাগ পায় সলিম। ইতস্তত করতে করতে ব্যাগটা তুলেও নেয়। তারপর থেকে বদলে যায় সলিমের জীবন। দামি ফ্ল্যাটে থাকা শুরু করে। দামি রেস্তোরাঁয় খায়। দামি গাড়িতে চড়ে। বড়লোকদের দেখাদেখি বিলেতি কুকুরও কেনার শখ জাগে কল্পনার। তবে জীবনের এই পালাবদল সুখের হয় না সলিম ও কল্পনার। শেষ পর্যন্ত তাদেরকে ফিরতেই হয় নিজেদের সত্যিকারের যাপনে। তারা বুঝতে পারে, সাধ্যের ভেতরেই আছে সবটুকু সুখ।
এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ফিকশন ‘পালাবদল’। চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর, ইমাম হোসেন শামীম ও ফখরুল হাসান। পরিচালনায় ইমাম হোসেন শামীম। এতে সলিম চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আর কল্পনা চরিত্রে আছেন জাকিয়া বারী মম। অভিনয়ে আরও আছেন আমিরুল ইসলাম, তিশা চৌধুরী, ইকতারুল ইসলাম, হাসনাত রিপন, আলমগীর হোসেন, শরীফ মোস্তাফিজুর রহমান, পারভীন পারু, মেহেদী হাসান রাজু, মুসু তারা মুস্কান, সাজিত মোহাম্মদ, আব্দুল্লাহ রাকিব, জন মিল্টন, শিবলী হাওলাদার, আরিফ হোসেন জাবেদ প্রমুখ। সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে পালাবদলের শুটিং শেষ হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন মো. খোকন। শিল্প নির্দেশনায় শিবলী হাওলাদার ও সানি-বাবু। পোশাক পরিকল্পনায় মেহের আশা।
পালাবদল ফিকশনটি নিয়ে ফজলুর রহমান বাবু জানান, সলিম চরিত্রে অভিনয় করে বেশ ভালো লেগেছে তাঁর। সমাজে আমাদের আশপাশে যে সব চরিত্রদের বসবাস, এ ফিকশনে তাদেরকেই তুলে আনা হয়েছে বাস্তবতার মোড়কে। সলিমের মতো সাধারণ মানুষ, যারা একটু স্বাচ্ছন্দ্যের খোঁজে উদয়াস্ত পরিশ্রম করে, সততার সঙ্গে থাকলেই যে তারা পেতে পারে সুখের ঠিকানা; এ বার্তা দর্শক পাবেন পালাবদল ফিকশনে।
জাকিয়া বারী মম জানান, ফজলুর রহমান বাবুর সঙ্গে এ ফিকশনে অভিনয় করে খুশি তিনি। কল্পনা এ শহরের নিম্নমধ্যবিত্ত, খেটে খাওয়া নারীদের প্রতিনিধি। স্বামীর সঙ্গে নানা বিষয় নিয়ে তার খুঁটিনাটি ঝগড়া লেগে থাকলেও স্বামীকে সে খুব ভালোবাসে।
পরিচালক ইমাম হোসেন শামীম জানিয়েছেন, শুটিং শেষে পালাবদল এখন আছে সম্পাদনার টেবিলে। শিগগিরই প্রচারে আসবে ফিকশনটি।
ঢাকা শহরের এক নিম্ন মধ্যবিত্ত দম্পতি সলিম ও কল্পনা। সলিম পেশায় বাসচালক। আর কল্পনা গৃহবধূ। রাস্তায় সারা দিনের ধকল, যাত্রীদের বাড়তি কথা ইত্যাদিতে বিরক্ত হয়ে সলিম যখন বাসায় ফেরে, সেখানেও শান্তি পায় না সে। স্ত্রীর নানা রকম আবদার, কিস্তিওয়ালার চাপ—সব মিলিয়ে জীবনটা খুব বেশি স্বাচ্ছন্দ্যের নয় সলিমের। স্বল্প আয়ে সংসার চালাতে কষ্টই হয়ে যায় তার।
একদিন বাসের ভেতরে একটা টাকার ব্যাগ পায় সলিম। ইতস্তত করতে করতে ব্যাগটা তুলেও নেয়। তারপর থেকে বদলে যায় সলিমের জীবন। দামি ফ্ল্যাটে থাকা শুরু করে। দামি রেস্তোরাঁয় খায়। দামি গাড়িতে চড়ে। বড়লোকদের দেখাদেখি বিলেতি কুকুরও কেনার শখ জাগে কল্পনার। তবে জীবনের এই পালাবদল সুখের হয় না সলিম ও কল্পনার। শেষ পর্যন্ত তাদেরকে ফিরতেই হয় নিজেদের সত্যিকারের যাপনে। তারা বুঝতে পারে, সাধ্যের ভেতরেই আছে সবটুকু সুখ।
এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ফিকশন ‘পালাবদল’। চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর, ইমাম হোসেন শামীম ও ফখরুল হাসান। পরিচালনায় ইমাম হোসেন শামীম। এতে সলিম চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আর কল্পনা চরিত্রে আছেন জাকিয়া বারী মম। অভিনয়ে আরও আছেন আমিরুল ইসলাম, তিশা চৌধুরী, ইকতারুল ইসলাম, হাসনাত রিপন, আলমগীর হোসেন, শরীফ মোস্তাফিজুর রহমান, পারভীন পারু, মেহেদী হাসান রাজু, মুসু তারা মুস্কান, সাজিত মোহাম্মদ, আব্দুল্লাহ রাকিব, জন মিল্টন, শিবলী হাওলাদার, আরিফ হোসেন জাবেদ প্রমুখ। সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে পালাবদলের শুটিং শেষ হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন মো. খোকন। শিল্প নির্দেশনায় শিবলী হাওলাদার ও সানি-বাবু। পোশাক পরিকল্পনায় মেহের আশা।
পালাবদল ফিকশনটি নিয়ে ফজলুর রহমান বাবু জানান, সলিম চরিত্রে অভিনয় করে বেশ ভালো লেগেছে তাঁর। সমাজে আমাদের আশপাশে যে সব চরিত্রদের বসবাস, এ ফিকশনে তাদেরকেই তুলে আনা হয়েছে বাস্তবতার মোড়কে। সলিমের মতো সাধারণ মানুষ, যারা একটু স্বাচ্ছন্দ্যের খোঁজে উদয়াস্ত পরিশ্রম করে, সততার সঙ্গে থাকলেই যে তারা পেতে পারে সুখের ঠিকানা; এ বার্তা দর্শক পাবেন পালাবদল ফিকশনে।
জাকিয়া বারী মম জানান, ফজলুর রহমান বাবুর সঙ্গে এ ফিকশনে অভিনয় করে খুশি তিনি। কল্পনা এ শহরের নিম্নমধ্যবিত্ত, খেটে খাওয়া নারীদের প্রতিনিধি। স্বামীর সঙ্গে নানা বিষয় নিয়ে তার খুঁটিনাটি ঝগড়া লেগে থাকলেও স্বামীকে সে খুব ভালোবাসে।
পরিচালক ইমাম হোসেন শামীম জানিয়েছেন, শুটিং শেষে পালাবদল এখন আছে সম্পাদনার টেবিলে। শিগগিরই প্রচারে আসবে ফিকশনটি।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৪ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৪ ঘণ্টা আগে