Ajker Patrika

হিন্দিতে মুক্তি পেল ‘সুলতানপুর’

আপডেট : ১৯ জুন ২০২৪, ১৫: ১৬
হিন্দিতে মুক্তি পেল ‘সুলতানপুর’

গত বছরের ২ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’। এবার হিন্দি ভাষায় মুক্তি পেল সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সৈকত নাসির।

সৈকত নাসির বলেন, ‘সুলতানপুর মুক্তির পর থেকেই ভারতের বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থা থেকে হিন্দি ভাষায় মুক্তির লক্ষ্যে আমার সঙ্গে যোগাযোগ করে। অবশেষে ভারতের অনলাইন প্ল্যাটফরম আল্ট্রার সঙ্গে চুক্তি হয়েছে। এরই মধ্যে হিন্দি ভাষায় ডাবিং করে আল্ট্রায় স্ক্রিনিংও করা হয়েছে।’

নির্মাতা আরও জানান, ‘শুধু হিন্দি ভাষাতেই নয়, অচিরেই ‘সুলতানপুর’ মুক্তি পাবে চায়নিজ ভাষায়ও। ইতিমধ্যে চায়নার নামকরা একটি কোম্পানির সঙ্গে চূড়ান্ত আলাপও সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই সুখবরটি দিতে পারবেন এই নির্মাতা।

 দুই দেশের সীমান্তবর্তী একটি এলাকার রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি হয়েছে ‘সুলতানপুর’। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতার বড়াই, মাদক পাচারসহ এমন আরও অনেক বিষয় তুলে ধরা হয়েছে সিনেমায়। এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক। সিনেমাটিতে সুমন ফারুকের বিপরীতে দেখা গেছে অধরা খানকে। আরও আছেন আশীষ খন্দকার, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত