Ajker Patrika

এ সপ্তাহের সিনেমা

সম্পর্কের উত্থান-পতনের গল্প নিয়ে ‘জয়া আর শারমিন’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘জয়া আর শারমিন’ সিনেমার দৃশ্যে জয়া আহসান ও মহসিনা আক্তার। ছবি: সংগৃহীত
‘জয়া আর শারমিন’ সিনেমার দৃশ্যে জয়া আহসান ও মহসিনা আক্তার। ছবি: সংগৃহীত

রোজার ঈদে মুক্তি পেয়েছিল ৬টি সিনেমা, যার ৪টিই দর্শকপ্রিয় হয়েছিল। এখনো বিভিন্ন হলে চলছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর’ ও ‘জংলি’। অবশেষে দেড় মাস পর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে নতুন সিনেমা। আজ থেকে দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’।

২০২০ সালে করোনার সময়ে থমকে গিয়েছিল পুরো বিশ্ব। ঘরবন্দী হয়ে পড়ে মানুষ। বদলে যায় প্রাত্যহিক জীবন। সেই অদ্ভুত সময়ের গল্প নিয়ে তৈরি হয়েছে জয়া আর শারমিন। শুটিংও হয়েছে করোনার সময়ে। সিনেমাটি বানিয়েছেন পিপলু আর খান।

জয়া আর শারমিন সিনেমার গল্প গড়ে উঠেছে দুই নারীকে নিয়ে। জয়া একজন অভিনেত্রী; অন্যজন তার সহকারী। করোনা মহামারির কারণে বাইরের জগতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে তারা দুজন গৃহবন্দী জীবন কাটাতে বাধ্য হয় দীর্ঘ সময়। প্রথম দিকে তাদের সম্পর্কটা ছিল পেশাগত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের পরিধি বাড়তে থাকে। একসঙ্গে রান্না, গল্প করা, পুরোনো স্মৃতিচারণা—সবকিছুতেই তারা একে অপরের সঙ্গী হয়ে ওঠে। তারপরও এ ঘনিষ্ঠতার মধ্যে ছিল অদৃশ্য এক দেয়াল। জয়ার তারকাখ্যাতি এবং শারমিনের সাধারণ জীবনের ফারাক একটা সময় তাদের সম্পর্ককে জটিল করে তোলে। সম্পর্কের উত্থান-পতনের গল্পই দেখা যাবে এই সিনেমায়।

জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে মহসিনা আক্তার। সিনেমার সহপ্রযোজক হিসেবেও আছেন জয়া। দীর্ঘদিন মঞ্চে অভিনয় করা মহসিনা আক্তারকে এবারই প্রথম দেখা যাবে বড় পর্দায়। একটি বিশেষ চরিত্রে আছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন নুসরাত ইসলাম মাটি ও পিপলু আর খান। প্রযোজনা করেছেন পিপলু আর খান ও জয়া আহসান।

সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা পিপলু আর খান বলেন, ‘কোভিডের সময়ে এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেয় ছোট্ট এক জগৎ। কিন্তু বাইরের ভীতিকর বাস্তবতায় তা ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্কেও। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মধ্যে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান জয়া আর শারমিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত