Ajker Patrika

স্টার সিনেপ্লেক্সে সবচেয়ে বেশি শো রাজ-বুবলীর 'দেয়ালের দেশ' সিনেমার

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ২২: ১৭
স্টার সিনেপ্লেক্সে সবচেয়ে বেশি শো রাজ-বুবলীর 'দেয়ালের দেশ' সিনেমার

এবার ঈদে মুক্তির তালিকায় এক ডজন সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনো প্রকাশ হয়নি হলের তালিকা। তবে স্টার সিনেপ্লেক্স প্রকাশ করেছে তাদের ঈদের সপ্তাহের শিডিউল। স্টার সিনেপ্লেক্সের সাতটি  শাখায় প্রদর্শিত হবে ঈদের নতুন আট সিনেমা ৷

আট সিনেমার মধ্যে সবচেয়ে বেশি শো পেয়েছে মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’৷ সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে প্রতিদিন এর ১৭টি শো প্রদর্শিত হবে। দেয়ালের দেশ সিনেমার  প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। সিনেমার ট্রেলারে দেখা যায় নিম্নশ্রেণির দুজন মানুষ রাজ ও বুবলীর মধ্যে প্রেম হয়। হঠাৎ আত্মহত্যার সিদ্ধান্ত নেন বুবলী। এরপর তাঁর লাশ নিয়েই বসবাস শুরু করেন রাজ। ট্রেলার ও গান প্রকাশের পর থেকেই দেয়ালের দেশ নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দেয়ালের দেশের পর সর্বোচ্চ ১৩টি করে শো পেয়েছে হিমেল আশরাফের ‘রাজকুমার’ ও  গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। এছাড়া ‘ওমর’ পেয়েছে ১১টি শো, ‘মোনা: জ্বীন ২’ সাতটি, ‘মেঘনা কন্যা’ দুটি, ‘গ্রিন কার্ড’ দুটি এবং ‘আহারে জীবন’ পেয়েছে তিনটি শো।

দেয়ালের দেশ সিনেমায় শরিফুল রাজ ও বুবলীএই ঈদে আটটি সিনেমা চালানোর সিদ্ধান্ত নিলেও এক ঈদে এত সিনেমা মুক্তির পক্ষে নন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি মনে করেন ঈদে এত ছবি মুক্তি না দিয়ে সারা বছর ধারাবাহিকভাবে যেন সিনেমা মুক্তি দেওয়া হয়।

দেয়ালের দেশ সিনেমায় শরিফুল রাজ ও বুবলী

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত