Ajker Patrika

শামীম–চমকের শাস্তি চেয়ে টিভি প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের পুনরায় চিঠি

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৩: ১৪
শামীম–চমকের শাস্তি চেয়ে টিভি প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের পুনরায় চিঠি

অভিনয়শিল্পীদের দ্বারা লাঞ্ছিত না হওয়ার জন্য পুনরায় আবেদন জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন। অভিনয়শিল্পী সংঘের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক চিঠিতে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. আবু জাফর অপু।

চিঠিতে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন জানিয়েছে, কর্মজীবনে চলার পথে সহযোদ্ধা হওয়ার পরও অভিনয়শিল্পীদের দ্বারা তাঁদের লাঞ্ছিত হতে হয়, হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছে।

সংগঠনটি আরও জানায়, তাদের প্রতি কেউ অন্যায় করলে শিল্পীরাই সবার আগে এগিয়ে আসার কথা। কিন্তু এখন হচ্ছে এর উল্টো। শিল্পীদের মাধ্যমেই তাঁরা লাঞ্ছনা, বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছেন বারবার।

অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ছবি: সংগৃহীত

কয়েক দিন আগে অভিনেতা শামীম হাসান সরকারের দ্বারা লাঞ্ছিত হয়ে অভিযোগ জানিয়েও এর বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি। প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন মনে করছে, সেদিন যদি অভিনেতা শামীম হাসানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে সাহস পেতেন না। তাই তাঁরা বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় অনুরোধ জানান।

কয়েক দিন আগে একটি নাটকের শুটিং সেটে রাব্বী নামে এক প্রোডাকশন বয়কে হেনস্তা করার অভিযোগ ওঠে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় উদ্বেগ ও ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে অভিনেতাদের অভিভাবক সংগঠন অভিনয়শিল্পী সংঘের কাছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার জন্য আবেদন জানায় বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন। কিন্তু এ ঘটনায় বিচার ও সম্প্রতি অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের দ্বার প্রোডাকশন ম্যানেজার লাঞ্ছিত হওয়ায় পুনরায় চিঠি পাঠায় সংগঠনটি।

এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘আমি শুটিংয়ে আছি, গতকালের চিঠির বিষয়ে কিছুই জানি না। আর শামিম হাসান সরকারের বিষয়টির সমাধান হয়েছে বলে তারা আমাদের জানিয়েছে। আর সম্প্রতি চমকের ঘটনাটি নিয়ে আমরা আগামীকালের সভায় সিদ্ধান্ত নেব।’

এদিকে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু জাফর অপু জানিয়েছেন ভিন্ন কথা, তাঁর মতে, শামিন হাসানের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই চমকের ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, ‘শামীম হাসান সরকারের ঘটনায় আমরা বিচার পেয়ে থাকলে পুনরায় আবেদন কীভাবে হয়? শামিম হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে অভিনেত্রী চমকের দ্বারা এমন ঘটনার পুনরাবৃত্তি হতো না।’

আরাে পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত