বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি উদ্যাপন করে আবারও আলোচনায় পরীমণি। গত বছর ১৭ সেপ্টেম্বর শরিফুল রাজকে বিবাহবিচ্ছেদের নোটিশ দিয়েছিলেন পরীমণি। সেই হিসাবে গতকাল নিজের বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি পালন করলেন পরী। দিবাগত রাত ১০টা ১৮ মিনিটে সোশ্যাল মিডিয়ায় নিজের ছেলে, মেয়ে (এ বছর একটি কন্যাসন্তান দত্তক নিয়েছেন পরী) ও পোষ্য কুকুরছানার সঙ্গে তোলা ছবি পোস্ট করে এই উদ্যাপনের ঘোষণা দেন তিনি।
বিচ্ছেদের বর্ষপূর্তিতে পরী লিখেছেন, ‘আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদ্যাপন করছি।’
এরপর সন্তানদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ঐ আকাশ ছোঁব দেখিস।’
এরপরের কথাগুলো এক বছর আগের স্মৃতি আঁকড়ে লিখেছেন পরী। সেই লেখাতে ফুটে উঠেছে খানিকটা বিষণ্নতার সুর। তিনি লিখেছেন, ‘আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা!’
এরপরেই নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করে পরী লিখেছেন, ‘কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের!
শুকরিয়া। আমরা ভালো আছি ।
হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!’
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। একই বছরের ১০ আগস্ট তাঁদের ঘর আলো করে আসে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য। এরপর নানা ঘটনা পরিক্রমায় ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে।
বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি উদ্যাপন করে আবারও আলোচনায় পরীমণি। গত বছর ১৭ সেপ্টেম্বর শরিফুল রাজকে বিবাহবিচ্ছেদের নোটিশ দিয়েছিলেন পরীমণি। সেই হিসাবে গতকাল নিজের বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি পালন করলেন পরী। দিবাগত রাত ১০টা ১৮ মিনিটে সোশ্যাল মিডিয়ায় নিজের ছেলে, মেয়ে (এ বছর একটি কন্যাসন্তান দত্তক নিয়েছেন পরী) ও পোষ্য কুকুরছানার সঙ্গে তোলা ছবি পোস্ট করে এই উদ্যাপনের ঘোষণা দেন তিনি।
বিচ্ছেদের বর্ষপূর্তিতে পরী লিখেছেন, ‘আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদ্যাপন করছি।’
এরপর সন্তানদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ঐ আকাশ ছোঁব দেখিস।’
এরপরের কথাগুলো এক বছর আগের স্মৃতি আঁকড়ে লিখেছেন পরী। সেই লেখাতে ফুটে উঠেছে খানিকটা বিষণ্নতার সুর। তিনি লিখেছেন, ‘আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা!’
এরপরেই নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করে পরী লিখেছেন, ‘কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের!
শুকরিয়া। আমরা ভালো আছি ।
হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!’
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। একই বছরের ১০ আগস্ট তাঁদের ঘর আলো করে আসে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য। এরপর নানা ঘটনা পরিক্রমায় ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
৬ মিনিট আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৪ মিনিট আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৬ মিনিট আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২১ মিনিট আগে