Ajker Patrika

আপিল বোর্ডে জায়েদ খানের প্রার্থিতা বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নিপুণ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২২: ১১
আপিল বোর্ডে জায়েদ খানের প্রার্থিতা বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত  নিপুণ

বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেছেন আপিল বোর্ডের সভাপতি সোহানুর রহমান সোহান। কার্যকরী সদস্যপদে চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়েছে। তাঁর স্থলে নাদির খানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এর আগে অভিযোগকারী চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সঙ্গে নিয়ে অভিযুক্ত জায়েদ খান ও চুন্নুর অনুপস্থিতিতেই হয়েছে শিল্পী সমিতির আপিল বোর্ডের পূর্ব নির্ধারিত বৈঠক।

শনিবার বিকেল ৫টার দিকে চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে আনুষ্ঠানিকভাবে বৈঠকটি শুরু হয়। বৈঠক শুরুর আগে এফডিসি'তে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের জানানো হয়, নিপুণের সঙ্গে আলোচনা শেষ করে তাঁকে বিদায় করে দিয়ে, আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ও সদস্য মোহাম্মদ হোসেন নিজেদের মধ্যে আলোচনা করে চূড়ান্ত ফলাফল জানাবেন।

সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ‘ভোট কেনার’ অভিযোগ আনা হয় জায়েদ খানের বিরুদ্ধে। এ ছাড়া বেশকিছু অভিযোগে এই পদ বাতিলের আবেদন করেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এই পদে পুনরায় নির্বাচনও দাবি করেন এই অভিনেত্রী।

আজ সন্ধ্যায় সিদ্ধান্ত জানানোর সময় আপিল বোর্ডের সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। দুইজন প্রার্থী স্বীকারোক্তি দিয়েছেন যে টাকার বিনিময়ে ভোট কিনেছেন জায়েদ খান।

শিল্পী সমিতি সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত