বিনোদন প্রতিবেদক, ঢাকা
দুই বাংলায় একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত কোরবানির ঈদে দেশের হলে মুক্তি পায় তাঁর জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’। পশ্চিমবঙ্গে আগামী ১ আগস্ট মুক্তি পাবে জয়ার আরও এক সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। একের পর এক সিনেমা দিয়ে আলোচনায় থাকা জয়া হঠাৎ জানালেন, কাজ কমিয়ে দিতে চান তিনি। বছরে করতে চান একটি বা দুটি সিনেমা।
ডিয়ার মা সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি সন্দেশ ইউটিউব চ্যানেলের এক পডকাস্টে অংশ নেন জয়া। জানালেন কাজ কমিয়ে দেওয়ার ইচ্ছার কথা। জয়া আহসান বলেন, ‘কখনোই ভাবিনি অভিনেতা হব। সেই ইচ্ছাও আমার ছিল না। হঠাৎ বুঝলাম অভিনয়টা আমাকে মুক্তি দিচ্ছে, আনন্দ দিচ্ছে। সেটাই একসময় আঁকড়ে ধরলাম। এর বাইরে এখন আর কিছুই করতে পারি না। তবে এটা চাই না যে অভিনয় দিয়ে জীবিকা নির্বাহ করব। আমি আরও সিলেক্টিভ হতে চাই। এটা হয়তো অনেক বড় কথা, কিন্তু আমি চাই। বছরে একটা বা দুইটা কাজ করতে চাই। জীবনটাকে উদ্যাপন করতে চাই। কিন্তু আমাদের আশপাশের সিস্টেমটা এ রকম নয়।’
অভিনয়ের ব্যস্ততা পেরিয়ে যতটা অবসর পান, প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করেন জয়া। গাছপালার যত্ন নেন, বাগান করেন। অভিনেত্রী বলেন, ‘গ্রাম বা প্রকৃতির কাছাকাছি থাকতে আমার খুব ভালো লাগে। একটু চাষবাস করতেও পছন্দ করি। বলা যেতে পারে, আমি প্রথমে চাষি তারপরে অভিনেতা। বাড়ির চাল বাদে প্রয়োজনীয় সবকিছু আমি চাষ করি।’
জয়া আরও বলেন, ‘সকালবেলা মাটি না হাতালে আমার ভালো লাগে না। এটা আমার কাছে থেরাপির মতো। আমি সব সময় বলি, যারা অভিনয় করে বা ক্রিয়েটিভ কোনো কিছুর সঙ্গে জড়িত, তোমরা মাটির কাছে যাও। প্রকৃতির কাছে গিয়ে সময় কাটাও। এটা অনেক উপকার দেয়। ১০টা বন্ধুর সঙ্গে খামোখা রাত করে আড্ডা দেওয়ার চেয়ে গাছের সঙ্গে সময় কাটানো বেশি কাজে দেয়। এটা আমার নিজের জীবন থেকে দেখেছি।’
দুই বাংলায় একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত কোরবানির ঈদে দেশের হলে মুক্তি পায় তাঁর জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’। পশ্চিমবঙ্গে আগামী ১ আগস্ট মুক্তি পাবে জয়ার আরও এক সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। একের পর এক সিনেমা দিয়ে আলোচনায় থাকা জয়া হঠাৎ জানালেন, কাজ কমিয়ে দিতে চান তিনি। বছরে করতে চান একটি বা দুটি সিনেমা।
ডিয়ার মা সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি সন্দেশ ইউটিউব চ্যানেলের এক পডকাস্টে অংশ নেন জয়া। জানালেন কাজ কমিয়ে দেওয়ার ইচ্ছার কথা। জয়া আহসান বলেন, ‘কখনোই ভাবিনি অভিনেতা হব। সেই ইচ্ছাও আমার ছিল না। হঠাৎ বুঝলাম অভিনয়টা আমাকে মুক্তি দিচ্ছে, আনন্দ দিচ্ছে। সেটাই একসময় আঁকড়ে ধরলাম। এর বাইরে এখন আর কিছুই করতে পারি না। তবে এটা চাই না যে অভিনয় দিয়ে জীবিকা নির্বাহ করব। আমি আরও সিলেক্টিভ হতে চাই। এটা হয়তো অনেক বড় কথা, কিন্তু আমি চাই। বছরে একটা বা দুইটা কাজ করতে চাই। জীবনটাকে উদ্যাপন করতে চাই। কিন্তু আমাদের আশপাশের সিস্টেমটা এ রকম নয়।’
অভিনয়ের ব্যস্ততা পেরিয়ে যতটা অবসর পান, প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করেন জয়া। গাছপালার যত্ন নেন, বাগান করেন। অভিনেত্রী বলেন, ‘গ্রাম বা প্রকৃতির কাছাকাছি থাকতে আমার খুব ভালো লাগে। একটু চাষবাস করতেও পছন্দ করি। বলা যেতে পারে, আমি প্রথমে চাষি তারপরে অভিনেতা। বাড়ির চাল বাদে প্রয়োজনীয় সবকিছু আমি চাষ করি।’
জয়া আরও বলেন, ‘সকালবেলা মাটি না হাতালে আমার ভালো লাগে না। এটা আমার কাছে থেরাপির মতো। আমি সব সময় বলি, যারা অভিনয় করে বা ক্রিয়েটিভ কোনো কিছুর সঙ্গে জড়িত, তোমরা মাটির কাছে যাও। প্রকৃতির কাছে গিয়ে সময় কাটাও। এটা অনেক উপকার দেয়। ১০টা বন্ধুর সঙ্গে খামোখা রাত করে আড্ডা দেওয়ার চেয়ে গাছের সঙ্গে সময় কাটানো বেশি কাজে দেয়। এটা আমার নিজের জীবন থেকে দেখেছি।’
এক যুগ পর রানঝানা নতুনভাবে মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনাল। তবে রি-রিলিজে শেষ দৃশ্যে বদল আনা হয়েছে। এআই প্রযুক্তি ব্যবহার করে শেষ দৃশ্যে কুন্দন চরিত্রটিকে আবার জীবিত করে তোলা হয়েছে।
৬ মিনিট আগেধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে আবারও শক্ত হচ্ছিল রাজেশের অবস্থান। তবে তাঁর সাফল্যের পালে জোর হাওয়া দিল সম্প্রতি মুক্তি পাওয়া সাইয়ারা। এতে অনীত পাড্ডার বাবার চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হচ্ছেন রাজেশ।
৩ ঘণ্টা আগেচঞ্চল চৌধুরীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন ব্রাত্য বসু। সব ঠিক থাকলে দুর্গাপূজার পরই ‘টান’ নামের এই সিনেমার শুটিং শুরু হবে। টান সিনেমাটি নির্মিত হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্পের ওপর ভিত্তি করে।
৫ ঘণ্টা আগেমেঘের কপাট এবার এল ওটিটিতে। ৩ আগস্ট বন্ধু দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। টফির অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে দেখা যাচ্ছে মেঘের কপাট।
৭ ঘণ্টা আগে