এ বছরের মার্চে ১০০ বছর পূর্ণ হয়েছে বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের। এ উপলক্ষে ম্যাগাজিনটি গত ১০০ বছরের সেরা সিনেমার তালিকা প্রকাশ করেছে সম্প্রতি। ১৯২০-এর দশক থেকে শুরু হয়ে তালিকাটি শেষ হয়েছে ২০১০-এর দশকে এসে। প্রতি দশক থেকে ১০টি করে মোট ১০০টি সিনেমাকে বেছে নেওয়া হয়েছে। এ তালিকায় একমাত্র ভারতীয় ও বাংলা সিনেমা হিসেবে স্থান পেয়েছে সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’।
এ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্র নির্মাতা হিসেবে যাত্রা শুরু হয় সত্যজিৎ রায়ের। প্রথম সিনেমাতেই পান আন্তর্জাতিক স্বীকৃতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের অপু-দুর্গা-সর্বজয়া-হরিহর-ইন্দির ঠাকুরণ জীবন্ত হয়ে ওঠে সত্যজিতের ক্যামেরায়। বিশ্বের বহু সম্মানজনক সিনেমার তালিকায় যেমন স্থান পেয়েছে ‘পথের পাঁচালী’, তেমনি এটি বাংলা সিনেমাকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক স্তরে।
‘দ্য ক্যাবিনেট অব ডক্টর ক্যালিগারি’ (১৯২০) সিনেমা দিয়ে শুরু হয়েছে টাইমের এ তালিকা। আর শেষ হয়েছে ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ দিয়ে।
‘বাইসাইকেল থিফ’, ‘ব্রেথলেস’, ‘গন উইদ দ্য উইন্ড’, ‘সেভেন সামুরাই’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘দ্য গডফাদার পার্ট ২’-এর মতো ক্ল্যাসিক সিনেমাগুলো আছে এ তালিকায়। স্থান পেয়েছে ‘ইটি দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল’ অথবা ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’-এর মতো ব্লকবাস্টার সিনেমাও। টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, এ তালিকা তৈরি করতে তারা ৫০ বছরের বেশি সময় নিয়েছে।
এ বছরের মার্চে ১০০ বছর পূর্ণ হয়েছে বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের। এ উপলক্ষে ম্যাগাজিনটি গত ১০০ বছরের সেরা সিনেমার তালিকা প্রকাশ করেছে সম্প্রতি। ১৯২০-এর দশক থেকে শুরু হয়ে তালিকাটি শেষ হয়েছে ২০১০-এর দশকে এসে। প্রতি দশক থেকে ১০টি করে মোট ১০০টি সিনেমাকে বেছে নেওয়া হয়েছে। এ তালিকায় একমাত্র ভারতীয় ও বাংলা সিনেমা হিসেবে স্থান পেয়েছে সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’।
এ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্র নির্মাতা হিসেবে যাত্রা শুরু হয় সত্যজিৎ রায়ের। প্রথম সিনেমাতেই পান আন্তর্জাতিক স্বীকৃতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের অপু-দুর্গা-সর্বজয়া-হরিহর-ইন্দির ঠাকুরণ জীবন্ত হয়ে ওঠে সত্যজিতের ক্যামেরায়। বিশ্বের বহু সম্মানজনক সিনেমার তালিকায় যেমন স্থান পেয়েছে ‘পথের পাঁচালী’, তেমনি এটি বাংলা সিনেমাকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক স্তরে।
‘দ্য ক্যাবিনেট অব ডক্টর ক্যালিগারি’ (১৯২০) সিনেমা দিয়ে শুরু হয়েছে টাইমের এ তালিকা। আর শেষ হয়েছে ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ দিয়ে।
‘বাইসাইকেল থিফ’, ‘ব্রেথলেস’, ‘গন উইদ দ্য উইন্ড’, ‘সেভেন সামুরাই’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘দ্য গডফাদার পার্ট ২’-এর মতো ক্ল্যাসিক সিনেমাগুলো আছে এ তালিকায়। স্থান পেয়েছে ‘ইটি দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল’ অথবা ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’-এর মতো ব্লকবাস্টার সিনেমাও। টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, এ তালিকা তৈরি করতে তারা ৫০ বছরের বেশি সময় নিয়েছে।
সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এআই দিয়ে বানানো তারকাদের ভুয়া ছবি। এর প্রতিবাদ জানালেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, বললেন, এআই দিয়ে ছবি বিকৃতকারীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা উচিত।
৩ ঘণ্টা আগেদলছুট ব্যান্ডের ‘হৃদয়পুর’ অ্যালবামে ছিল ‘বৃষ্টি পড়ে’ গানটি। প্রকাশ পেয়েছিল ২০০০ সালে। ২৫ বছর পর নতুন সংগীতায়োজনের পাশাপাশি সুরেও কিছুটা ভিন্নতা এনেছেন বাপ্পা।
৪ ঘণ্টা আগে‘সাইয়ারা’ সিনেমা দিয়ে আহান পান্ডের সঙ্গে বলিউডে অভিষেক হয়েছে অনিত পাড্ডার। প্রথম সিনেমাতেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনিত। এত ভালোবাসা পেয়েও ভয়ে আছেন বলে জানালেন অনিত।
৪ ঘণ্টা আগেনারীসংগ্রামের কঠিন বাস্তবতা আর জীবনবোধের পটভূমিতে তৈরি হয়েছে ইংরেজি ভাষার সিনেমা ‘ডট’। অভিনয় করেছেন গ্রুপ থিয়েটারের একঝাঁক অভিনয়শিল্পী।
৪ ঘণ্টা আগে