Ajker Patrika

‘দাগি’র টিজারে তিন লুকে আফরান নিশো

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘দাগি’ সিনেমায় নতুন লুকে আফরান নিশো। ছবি: সংগৃহীত
‘দাগি’ সিনেমায় নতুন লুকে আফরান নিশো। ছবি: সংগৃহীত

অপেক্ষা শেষ হলো। আফরান নিশো এলেন পর্দার ‘দাগি’ হয়ে। প্রায় দুই বছর পর নতুন সিনেমায় নতুন লুকে তিনি হাজির হলেন দর্শকের সামনে। ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নিশো অভিনীত সিনেমা দাগি। মঙ্গলবার বিকেলে প্রকাশ পেল এক মিনিটের টিজার, তাতেই নড়েচড়ে বসেছেন ভক্তরা।

টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তাঁর চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাঁকে পাওয়া যায় স্বাভাবিক চেহারায় আর একেবারে শেষে তাঁকে পাওয়া যায় ৭৮৬ নম্বর কয়েদির পোশাকে। টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে।

এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির প্রযোজনায় সিনেমাটি বানিয়েছেন শিহাব শাহীন। নির্মাতা বলেন, ‘দর্শকরা টিজারটি পছন্দ করছেন, এটা আনন্দের। এটা তো মাত্র প্রথম ঝলক, আরও অনেক চমক একে একে আসতে থাকবে।’

‘দাগি’ সিনেমায় তমা মির্জা। ছবি: সংগৃহীত
‘দাগি’ সিনেমায় তমা মির্জা। ছবি: সংগৃহীত

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘টিজারের মাধ্যমে দর্শকেরা প্রথমবারের মতো সিনেমাটির কিছু দৃশ্য দেখল, খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। তবে দর্শক যখন প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সিনেমাটিকে ভালো বলবে, তখনই আমাদের চেষ্টা সার্থক হবে।’

এবার ঈদে যে কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা, সেগুলোর মধ্যে প্রচারের দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে দাগি। এ বিষয়ে প্রযোজকের বক্তব্য, ‘প্রচার আগেও করছি না, আবার দেরি করেও করছি না, এটা যখন হওয়ার কথা তখনই হচ্ছে। শুরু থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম, কখন কোন প্রোমোশনটা যাবে।’

‘দাগি’ সিনেমায় সুনেরাহ বিনতে কামাল। ছবি: সংগৃহীত
‘দাগি’ সিনেমায় সুনেরাহ বিনতে কামাল। ছবি: সংগৃহীত

‘সুড়ঙ্গ’র পর দ্বিতীয় সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন আফরান নিশো। নতুন সিনেমার ঝলক নিয়ে দর্শকদের সামনে এসে কেমন লাগছে জানতে চাইলে অভিনেতা বলেন, ‘ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে।’

দাগি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশারসহ অনেকে। দাগিকে বলা হচ্ছে, মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প। এ ধরনের গল্প দেশের দর্শক আগে দেখেনি বলে দাবি নির্মাতার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত