Ajker Patrika

দ্বিতীয় ইনিংস শুরুর অপেক্ষায় মাহি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ৫৫
দ্বিতীয় ইনিংস শুরুর অপেক্ষায় মাহি

অনেক দিন ধরেই রুপালি পর্দার বাইরে চিত্রনায়িকা মাহিয়া মাহি। শেষবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বদিউল আলম খোকনের ‘অফিসার ইনচার্জ’ সিনেমায়। অবশেষে বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন মাহি।

মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। রোববার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। অক্টোবর থেকেই শুরু করবেন শুটিং।

সোশ্যাল মিডিয়ায় চুক্তিপত্রের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক মুন্না খান। চুক্তিপত্রের সেই ছবিতে দেখা গেল ৯ লাখ টাকায় সিনেমাটিতে সাইন করছেন মাহি।

মাহিয়া মাহি ছবি: শামছুল হক রিপনদীর্ঘদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে মাহিয়া মাহি বলেন, ‘অনেক দিন পর শুটিংয়ে ফিরছি। কিছুটা নার্ভাসনেস কাজ করছে। আশা করছি সামলে নেব। নিজেকে প্রস্তুত করছি। আমার বিশ্বাস, পুরো ফিট হয়েই শুরু করতে পারব।’ ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’।

সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প। এতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে মাহিকে। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড’ একটি গল্পভিত্তিক সিনেমা।

এতে গতানুগতিক নায়ক-নায়িকার কোনো বিষয় নেই। সবাই একেকটি গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করবেন। ইতিমধ্যে মাহির সঙ্গে চুক্তি হয়েছে। আগামী অক্টোবর থেকে শুটিং শুরুর পরিকল্পনা আছে।’

মাহিয়া মাহি ছবি: শামছুল হক রিপনডার্ক ওয়ার্ল্ডে ডাকাতের চরিত্রে দেখা যাবে এ সিনেমার প্রযোজক মুন্না খানকে। এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। এ ছাড়া মিশা সওদাগর, মৌসুমীরও অভিনয় করার কথা রয়েছে।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি। এ বছরের মার্চে পুত্রসন্তানের মা হন অভিনেত্রী। তাই লম্বা বিরতি নিয়ে শোবিজ থেকে দূরে আছেন। ব্যস্ত হয়েছেন রাজনৈতিক কর্মকাণ্ডে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে উপনির্বাচনে চেয়েছিলেন মনোনয়ন।

শেষ পর্যন্ত মনোনয়ন না পেলেও রাজনীতির মাঠেই আছেন এই নায়িকা। আগামী নির্বাচনেও চাইবেন আওয়ামী লীগের মনোনয়ন। এ কারণে নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মাহি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত