অনেক দিন ধরেই রুপালি পর্দার বাইরে চিত্রনায়িকা মাহিয়া মাহি। শেষবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বদিউল আলম খোকনের ‘অফিসার ইনচার্জ’ সিনেমায়। অবশেষে বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন মাহি।
মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। রোববার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। অক্টোবর থেকেই শুরু করবেন শুটিং।
সোশ্যাল মিডিয়ায় চুক্তিপত্রের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক মুন্না খান। চুক্তিপত্রের সেই ছবিতে দেখা গেল ৯ লাখ টাকায় সিনেমাটিতে সাইন করছেন মাহি।
দীর্ঘদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে মাহিয়া মাহি বলেন, ‘অনেক দিন পর শুটিংয়ে ফিরছি। কিছুটা নার্ভাসনেস কাজ করছে। আশা করছি সামলে নেব। নিজেকে প্রস্তুত করছি। আমার বিশ্বাস, পুরো ফিট হয়েই শুরু করতে পারব।’ ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’।
সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প। এতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে মাহিকে। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড’ একটি গল্পভিত্তিক সিনেমা।
এতে গতানুগতিক নায়ক-নায়িকার কোনো বিষয় নেই। সবাই একেকটি গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করবেন। ইতিমধ্যে মাহির সঙ্গে চুক্তি হয়েছে। আগামী অক্টোবর থেকে শুটিং শুরুর পরিকল্পনা আছে।’
ডার্ক ওয়ার্ল্ডে ডাকাতের চরিত্রে দেখা যাবে এ সিনেমার প্রযোজক মুন্না খানকে। এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। এ ছাড়া মিশা সওদাগর, মৌসুমীরও অভিনয় করার কথা রয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি। এ বছরের মার্চে পুত্রসন্তানের মা হন অভিনেত্রী। তাই লম্বা বিরতি নিয়ে শোবিজ থেকে দূরে আছেন। ব্যস্ত হয়েছেন রাজনৈতিক কর্মকাণ্ডে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে উপনির্বাচনে চেয়েছিলেন মনোনয়ন।
শেষ পর্যন্ত মনোনয়ন না পেলেও রাজনীতির মাঠেই আছেন এই নায়িকা। আগামী নির্বাচনেও চাইবেন আওয়ামী লীগের মনোনয়ন। এ কারণে নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মাহি।
অনেক দিন ধরেই রুপালি পর্দার বাইরে চিত্রনায়িকা মাহিয়া মাহি। শেষবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বদিউল আলম খোকনের ‘অফিসার ইনচার্জ’ সিনেমায়। অবশেষে বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন মাহি।
মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। রোববার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। অক্টোবর থেকেই শুরু করবেন শুটিং।
সোশ্যাল মিডিয়ায় চুক্তিপত্রের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক মুন্না খান। চুক্তিপত্রের সেই ছবিতে দেখা গেল ৯ লাখ টাকায় সিনেমাটিতে সাইন করছেন মাহি।
দীর্ঘদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে মাহিয়া মাহি বলেন, ‘অনেক দিন পর শুটিংয়ে ফিরছি। কিছুটা নার্ভাসনেস কাজ করছে। আশা করছি সামলে নেব। নিজেকে প্রস্তুত করছি। আমার বিশ্বাস, পুরো ফিট হয়েই শুরু করতে পারব।’ ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’।
সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প। এতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে মাহিকে। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড’ একটি গল্পভিত্তিক সিনেমা।
এতে গতানুগতিক নায়ক-নায়িকার কোনো বিষয় নেই। সবাই একেকটি গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করবেন। ইতিমধ্যে মাহির সঙ্গে চুক্তি হয়েছে। আগামী অক্টোবর থেকে শুটিং শুরুর পরিকল্পনা আছে।’
ডার্ক ওয়ার্ল্ডে ডাকাতের চরিত্রে দেখা যাবে এ সিনেমার প্রযোজক মুন্না খানকে। এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। এ ছাড়া মিশা সওদাগর, মৌসুমীরও অভিনয় করার কথা রয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি। এ বছরের মার্চে পুত্রসন্তানের মা হন অভিনেত্রী। তাই লম্বা বিরতি নিয়ে শোবিজ থেকে দূরে আছেন। ব্যস্ত হয়েছেন রাজনৈতিক কর্মকাণ্ডে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে উপনির্বাচনে চেয়েছিলেন মনোনয়ন।
শেষ পর্যন্ত মনোনয়ন না পেলেও রাজনীতির মাঠেই আছেন এই নায়িকা। আগামী নির্বাচনেও চাইবেন আওয়ামী লীগের মনোনয়ন। এ কারণে নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মাহি।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
১০ মিনিট আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৯ ঘণ্টা আগে