Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রদর্শনের নির্দেশ

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৪: ৪২
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রদর্শনের নির্দেশ

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি প্রদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্যের জীবন নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। জাতির পিতার হাতে স্থাপিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি) থেকে এ যাবৎকালে এটিই প্রথম জাতির পিতার জীবনীভিত্তিক নির্মিত চলচ্চিত্র। ছবিটি সিনেবাজ ওটিটি প্ল্যাটফর্মে বিনা মূল্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে এবং প্রতিষ্ঠান খোলার পর ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।’

গত ২ এপ্রিল সারা দেশের ৫৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। তারও আগে ৩০ মার্চ ছবিটি প্রথম প্রদর্শিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। নির্মাতা শামীম আহমেদ রনির চিত্রনাট্যে এই ছবি পরিচালনা ও প্রযোজনা করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এখানে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন নির্মাতার ছেলে শান্ত খান এবং ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি।

‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ছবির পোস্টারগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে শেখ মুজিবুর রহমান যেভাবে বাংলাদেশের জাতির জনক হয়ে উঠেছিলেন, সেই কাহিনি তুলে ধরা হয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে। শান্ত এবং দীঘি ছাড়া এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবা শানু, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাজনুন মিজান, দিলারা জামান ও নাজনীন চুমকি।

‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ছবির পোস্টারবঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা শান্ত খান বলেন, ‘ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু ছিলেন প্রতিবাদী। এ ছবিতে তাঁর শৈশব ও কৈশোরের দিনগুলো দেখানো হয়েছে। বঙ্গবন্ধুর মতো মহান নেতার চরিত্রে অভিনয় করা ছেলেখেলা নয়, হাজারগুণ কঠিন কাজ। এমন চরিত্রে অভিনয় করা ভাগ্যের ব্যাপার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এনসিটিবি: পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত