বছরের শুরুর দিকে চরকি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমানের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর একটি ছবি প্রকাশ করে। যেখানে দেখা যায় তিনি সাদা শাড়ি পরে কারাগারে বসে আছেন। এমন ছবি প্রকাশের পর বেশ আলোচনা শুরু হয় দর্শক মহলে। এরপর মেহজাবীন তার ফেসবুক পেজে এই ফিল্মটি নিয়ে নানা রকম বার্তা দেন। তৈরী হয় রহস্য।
এরই মধ্যে আপনারা জেনে গেছেন ভালোবাসার এই মাসে ১৭ই ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সাজগোজ নিবেদিত চরকি অরিজিনাল ফিল্ম ‘রেডরাম’ । সেই সিনেমার মধ্য দিয়ে চরকির পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে মেহজাবীন চৌধুরী ও আফরান নিশোকে।
এরই মধ্যে ৯ ফেব্রুয়ারি রেডরামের পোস্টার ও ১০ তারিখ ট্রেলার চরকির ফেসবুক অফিসিয়াল পেজে মুক্তি পায়। এই দুটিই এখন বেশ আলোচনায়।
রোমান্টিক থ্রিলারধর্মী এই সিনেমার মধ্য দিয়ে মেহজাবীন চরকিতে তার যাত্রা শুরু করলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘রেডরামে কাজের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি খুব ভালো। ভিকি ভাইয়ার গল্প বরাবরই আমার ভালো লাগে। রেডরামের গল্পটা পড়ার পর মনে হয়েছে এই গল্প আমার ডেবিউ ফিল্ম হতে পারে। আমাদের রেডরামের পুরা টিম চমৎকার ছিল।’
রেডরাম ফিল্মে নিজের চরিত্র নিয়ে আফরান নিশো বলেন, ‘এখানে আমি একজন ডিবি অফিসারের চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রের জন্য আমার লুক, কথা বলার ধরন, হাঁটা-চলা সব কিছুতে পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এটার জন্য আমরা মানে রেডরামের পুরা টিম বেশ পড়াশোনাও করেছে। আপনারা দেখে জানাবেন কেমন লাগলো আপনাদের।’
পরিচালক ভিকি জাহেদ তার সিনেমা নিয়ে বলেন, ‘রেডরাম আমার প্রথম ওয়েবফিল্ম। স্বাভাবিকভাবেই এই কাজটা নিয়ে আমি খুব এক্সসাইটেড। রেডরাম সিনেমাটা আমি ও আমার পুরো টিম খুব যত্ন করে বানিয়েছি।
তিনি যোগ করেন, ‘যারা আমার কাজ দেখেন ও পছন্দ করেন তারা আসলে জানেন আমি থ্রিলার জনরাটা খুব পছন্দ করি। চরকির জন্য আমার প্রথম সিনেমাটাও আমি এই জনরারই বানানো চেষ্টা করেছি। সিনেমাটা ওল্ড স্কুল থ্রিলার টাইপ। যেখানে দর্শক সব সময় ক্রিমিনাল বা ভিক্টিমকে খুঁজতে থাকে। তবে শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক এই সিনেমাটা দেখে এমনই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করবে।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বছরের প্রথমেই চরকি অরিজিনাল সিরিজ ও সিনেমা দেখে দর্শক যেভাবে সাড়া দিয়েছে তা আমাদের জন্য আশাব্যঞ্জক। ফেব্রুয়ারি মাসেও এর ব্যতিক্রম হবে না। আশা করছি, রেডরাম দর্শকরা পছন্দ করবে।’
বছরের শুরুর দিকে চরকি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমানের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর একটি ছবি প্রকাশ করে। যেখানে দেখা যায় তিনি সাদা শাড়ি পরে কারাগারে বসে আছেন। এমন ছবি প্রকাশের পর বেশ আলোচনা শুরু হয় দর্শক মহলে। এরপর মেহজাবীন তার ফেসবুক পেজে এই ফিল্মটি নিয়ে নানা রকম বার্তা দেন। তৈরী হয় রহস্য।
এরই মধ্যে আপনারা জেনে গেছেন ভালোবাসার এই মাসে ১৭ই ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সাজগোজ নিবেদিত চরকি অরিজিনাল ফিল্ম ‘রেডরাম’ । সেই সিনেমার মধ্য দিয়ে চরকির পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে মেহজাবীন চৌধুরী ও আফরান নিশোকে।
এরই মধ্যে ৯ ফেব্রুয়ারি রেডরামের পোস্টার ও ১০ তারিখ ট্রেলার চরকির ফেসবুক অফিসিয়াল পেজে মুক্তি পায়। এই দুটিই এখন বেশ আলোচনায়।
রোমান্টিক থ্রিলারধর্মী এই সিনেমার মধ্য দিয়ে মেহজাবীন চরকিতে তার যাত্রা শুরু করলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘রেডরামে কাজের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি খুব ভালো। ভিকি ভাইয়ার গল্প বরাবরই আমার ভালো লাগে। রেডরামের গল্পটা পড়ার পর মনে হয়েছে এই গল্প আমার ডেবিউ ফিল্ম হতে পারে। আমাদের রেডরামের পুরা টিম চমৎকার ছিল।’
রেডরাম ফিল্মে নিজের চরিত্র নিয়ে আফরান নিশো বলেন, ‘এখানে আমি একজন ডিবি অফিসারের চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রের জন্য আমার লুক, কথা বলার ধরন, হাঁটা-চলা সব কিছুতে পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এটার জন্য আমরা মানে রেডরামের পুরা টিম বেশ পড়াশোনাও করেছে। আপনারা দেখে জানাবেন কেমন লাগলো আপনাদের।’
পরিচালক ভিকি জাহেদ তার সিনেমা নিয়ে বলেন, ‘রেডরাম আমার প্রথম ওয়েবফিল্ম। স্বাভাবিকভাবেই এই কাজটা নিয়ে আমি খুব এক্সসাইটেড। রেডরাম সিনেমাটা আমি ও আমার পুরো টিম খুব যত্ন করে বানিয়েছি।
তিনি যোগ করেন, ‘যারা আমার কাজ দেখেন ও পছন্দ করেন তারা আসলে জানেন আমি থ্রিলার জনরাটা খুব পছন্দ করি। চরকির জন্য আমার প্রথম সিনেমাটাও আমি এই জনরারই বানানো চেষ্টা করেছি। সিনেমাটা ওল্ড স্কুল থ্রিলার টাইপ। যেখানে দর্শক সব সময় ক্রিমিনাল বা ভিক্টিমকে খুঁজতে থাকে। তবে শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক এই সিনেমাটা দেখে এমনই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করবে।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বছরের প্রথমেই চরকি অরিজিনাল সিরিজ ও সিনেমা দেখে দর্শক যেভাবে সাড়া দিয়েছে তা আমাদের জন্য আশাব্যঞ্জক। ফেব্রুয়ারি মাসেও এর ব্যতিক্রম হবে না। আশা করছি, রেডরাম দর্শকরা পছন্দ করবে।’
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১৩ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে