বছরের শুরুর দিকে চরকি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমানের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর একটি ছবি প্রকাশ করে। যেখানে দেখা যায় তিনি সাদা শাড়ি পরে কারাগারে বসে আছেন। এমন ছবি প্রকাশের পর বেশ আলোচনা শুরু হয় দর্শক মহলে। এরপর মেহজাবীন তার ফেসবুক পেজে এই ফিল্মটি নিয়ে নানা রকম বার্তা দেন। তৈরী হয় রহস্য।
এরই মধ্যে আপনারা জেনে গেছেন ভালোবাসার এই মাসে ১৭ই ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সাজগোজ নিবেদিত চরকি অরিজিনাল ফিল্ম ‘রেডরাম’ । সেই সিনেমার মধ্য দিয়ে চরকির পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে মেহজাবীন চৌধুরী ও আফরান নিশোকে।
এরই মধ্যে ৯ ফেব্রুয়ারি রেডরামের পোস্টার ও ১০ তারিখ ট্রেলার চরকির ফেসবুক অফিসিয়াল পেজে মুক্তি পায়। এই দুটিই এখন বেশ আলোচনায়।
রোমান্টিক থ্রিলারধর্মী এই সিনেমার মধ্য দিয়ে মেহজাবীন চরকিতে তার যাত্রা শুরু করলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘রেডরামে কাজের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি খুব ভালো। ভিকি ভাইয়ার গল্প বরাবরই আমার ভালো লাগে। রেডরামের গল্পটা পড়ার পর মনে হয়েছে এই গল্প আমার ডেবিউ ফিল্ম হতে পারে। আমাদের রেডরামের পুরা টিম চমৎকার ছিল।’
রেডরাম ফিল্মে নিজের চরিত্র নিয়ে আফরান নিশো বলেন, ‘এখানে আমি একজন ডিবি অফিসারের চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রের জন্য আমার লুক, কথা বলার ধরন, হাঁটা-চলা সব কিছুতে পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এটার জন্য আমরা মানে রেডরামের পুরা টিম বেশ পড়াশোনাও করেছে। আপনারা দেখে জানাবেন কেমন লাগলো আপনাদের।’
পরিচালক ভিকি জাহেদ তার সিনেমা নিয়ে বলেন, ‘রেডরাম আমার প্রথম ওয়েবফিল্ম। স্বাভাবিকভাবেই এই কাজটা নিয়ে আমি খুব এক্সসাইটেড। রেডরাম সিনেমাটা আমি ও আমার পুরো টিম খুব যত্ন করে বানিয়েছি।
তিনি যোগ করেন, ‘যারা আমার কাজ দেখেন ও পছন্দ করেন তারা আসলে জানেন আমি থ্রিলার জনরাটা খুব পছন্দ করি। চরকির জন্য আমার প্রথম সিনেমাটাও আমি এই জনরারই বানানো চেষ্টা করেছি। সিনেমাটা ওল্ড স্কুল থ্রিলার টাইপ। যেখানে দর্শক সব সময় ক্রিমিনাল বা ভিক্টিমকে খুঁজতে থাকে। তবে শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক এই সিনেমাটা দেখে এমনই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করবে।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বছরের প্রথমেই চরকি অরিজিনাল সিরিজ ও সিনেমা দেখে দর্শক যেভাবে সাড়া দিয়েছে তা আমাদের জন্য আশাব্যঞ্জক। ফেব্রুয়ারি মাসেও এর ব্যতিক্রম হবে না। আশা করছি, রেডরাম দর্শকরা পছন্দ করবে।’
বছরের শুরুর দিকে চরকি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমানের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর একটি ছবি প্রকাশ করে। যেখানে দেখা যায় তিনি সাদা শাড়ি পরে কারাগারে বসে আছেন। এমন ছবি প্রকাশের পর বেশ আলোচনা শুরু হয় দর্শক মহলে। এরপর মেহজাবীন তার ফেসবুক পেজে এই ফিল্মটি নিয়ে নানা রকম বার্তা দেন। তৈরী হয় রহস্য।
এরই মধ্যে আপনারা জেনে গেছেন ভালোবাসার এই মাসে ১৭ই ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সাজগোজ নিবেদিত চরকি অরিজিনাল ফিল্ম ‘রেডরাম’ । সেই সিনেমার মধ্য দিয়ে চরকির পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে মেহজাবীন চৌধুরী ও আফরান নিশোকে।
এরই মধ্যে ৯ ফেব্রুয়ারি রেডরামের পোস্টার ও ১০ তারিখ ট্রেলার চরকির ফেসবুক অফিসিয়াল পেজে মুক্তি পায়। এই দুটিই এখন বেশ আলোচনায়।
রোমান্টিক থ্রিলারধর্মী এই সিনেমার মধ্য দিয়ে মেহজাবীন চরকিতে তার যাত্রা শুরু করলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘রেডরামে কাজের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি খুব ভালো। ভিকি ভাইয়ার গল্প বরাবরই আমার ভালো লাগে। রেডরামের গল্পটা পড়ার পর মনে হয়েছে এই গল্প আমার ডেবিউ ফিল্ম হতে পারে। আমাদের রেডরামের পুরা টিম চমৎকার ছিল।’
রেডরাম ফিল্মে নিজের চরিত্র নিয়ে আফরান নিশো বলেন, ‘এখানে আমি একজন ডিবি অফিসারের চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রের জন্য আমার লুক, কথা বলার ধরন, হাঁটা-চলা সব কিছুতে পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এটার জন্য আমরা মানে রেডরামের পুরা টিম বেশ পড়াশোনাও করেছে। আপনারা দেখে জানাবেন কেমন লাগলো আপনাদের।’
পরিচালক ভিকি জাহেদ তার সিনেমা নিয়ে বলেন, ‘রেডরাম আমার প্রথম ওয়েবফিল্ম। স্বাভাবিকভাবেই এই কাজটা নিয়ে আমি খুব এক্সসাইটেড। রেডরাম সিনেমাটা আমি ও আমার পুরো টিম খুব যত্ন করে বানিয়েছি।
তিনি যোগ করেন, ‘যারা আমার কাজ দেখেন ও পছন্দ করেন তারা আসলে জানেন আমি থ্রিলার জনরাটা খুব পছন্দ করি। চরকির জন্য আমার প্রথম সিনেমাটাও আমি এই জনরারই বানানো চেষ্টা করেছি। সিনেমাটা ওল্ড স্কুল থ্রিলার টাইপ। যেখানে দর্শক সব সময় ক্রিমিনাল বা ভিক্টিমকে খুঁজতে থাকে। তবে শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক এই সিনেমাটা দেখে এমনই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করবে।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বছরের প্রথমেই চরকি অরিজিনাল সিরিজ ও সিনেমা দেখে দর্শক যেভাবে সাড়া দিয়েছে তা আমাদের জন্য আশাব্যঞ্জক। ফেব্রুয়ারি মাসেও এর ব্যতিক্রম হবে না। আশা করছি, রেডরাম দর্শকরা পছন্দ করবে।’
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
৮ মিনিট আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৯ ঘণ্টা আগে