অভিনত্রী, মডেল ও উন্নয়ন কর্মী রাফিয়াত রশিদ মিথিলার প্রথম সিনেমা অমানুষ। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। সিনেমায় নুদরাত চরিত্রে অভিনয় করছেন মিথিলা। প্রথম সিনেমায় কীভাবে ধরা দেবেন মিথিলা, তা জানার আগ্রহ আছে দর্শকদের। সেই আগ্রহ কিছুটা মিটিয়েছেন অভিনেত্রী নিজেই। ফেসবুক পেজে নুদরাত চরিত্রের একটি ছবি পোস্ট করেছেন মিথিলা।
সাদা কালো একচোখা ছবিটিতে নুদরাতকে দেখে মনে হচ্ছে বৃষ্টিতে ভেজা। তার চোখে মুখে রাগ-ক্রোধ। ছবিটি পোস্ট করে এর একটি ক্যাপশন দিয়েছেন মিথিলা। লিখেছেন, ‘এ হলো নুদরাত। যে কখনও ভয় পায় না।’
এক সঙ্গে বিজ্ঞাপনের কাজ করা হলেও প্রথমবার সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রনায়ক নীরব ও অভিনেত্রী রাফিয়াথ রাশিদ মিথিলা। অনন্য মানুষ পরিচালিত ‘অমানুষ’ নামের সিনেমার আশি শতাংশ শুটিংয়ের কাজ শেষ। ২৪ মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ২৫ মার্চ ঢাকার সাভারের বিরুলিয়ায় প্রথম শুটিংয়ে অংশ নেন নীরব ও মিথিলা। এরপর ঢাকা, ময়মনসিংহ, বিরুলিয়া, গাজীপুর, ভবানিপুর ও বান্দরবনসহ আরো কয়েকটি জায়গায় এই সিনেমার শুটিং হয়েছে। থ্রিলার ঘরানার সিনেমা হবে এটি। সিনেমার একটি বড় অংশের দৃশ্যধারণ হয়েছে জঙ্গলের মধ্যে। চরিত্রটি নিয়ে এখনই কিছু বলতে চাইলেন না।
সিনেমার সর্বশেষ শুটিং হয়েছে বান্দরবনে। ১৮ তারিখ শুটিং শেষে ঢাকায় ফিরেছে সিনেমার কলাকুশলীরা। পরিচালক- অভিনেতা-অভিনেত্রী শুটিং নিয়ে মুখ খুলতে চাইছেন না। চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমনসব জায়গায় শুটিং হয়েছে যা চমকে দেবে দর্শককে। কোথায় এসব দৃশ্য শুটিং হয়েছে সেটা চমক থাকবে সিনেমা মুক্তির আগ পর্যন্তই। স্টিল ছবিও কাউকে দেখাচ্ছেন না। শুটিংয়ে কড়া নিষেধাজ্ঞা ছিল অনুমতি ছাড়া যেন কেউ ছবি তুলতে না পারেন। ছবি মুক্তির আগে ‘বিহাইন্ড দ্যা স্টোরি’ মুক্তি দেওয়া হবে। তার জন্য আলাদাভাবে যত্ন করে ভিডিও ধারণ হয়েছে।
সরকারের কঠোর লকডাউনে শুটিং কিভাবে সম্পন্ন হলো- জানতে চাইলে মিথিলা বলেন, ‘লকডাউন শুরুর অনেক আগেই আমরা আউটডোরে চলে গিয়েছিলাম। সাধারণ ছুটি যেদিন শুরু হয়েছে সেদিন আমাদের শুটিং শেষ হয়েছে। তার আগে পরিস্থিতি খারাপ হলেও শুটিং বন্ধ রাখিনি। কারণ আমরা খুব সতর্কতার সঙ্গে শুটিং করছিলাম।’
করোনাকালীন সময়ে কিভাবে শুটিং হলো? ‘ইউনিটের প্রায় ১০০ জন মিলে শুটিং করেছি। এমন জায়গায় শুটিং করেছি যেখানে শুধু আমরাই ছিলাম। সবাই একসঙ্গে ছিলাম। ওখানেই খাওয়া দাওয়া ঘুম। বাইরে কোন লোক বেরও হয়নি, ঢুকেওনি। এমনকি ইউনিটের মধ্যেই রান্নাবান্না হয়েছে। সব ধরণের প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম।’
অভিনত্রী, মডেল ও উন্নয়ন কর্মী রাফিয়াত রশিদ মিথিলার প্রথম সিনেমা অমানুষ। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। সিনেমায় নুদরাত চরিত্রে অভিনয় করছেন মিথিলা। প্রথম সিনেমায় কীভাবে ধরা দেবেন মিথিলা, তা জানার আগ্রহ আছে দর্শকদের। সেই আগ্রহ কিছুটা মিটিয়েছেন অভিনেত্রী নিজেই। ফেসবুক পেজে নুদরাত চরিত্রের একটি ছবি পোস্ট করেছেন মিথিলা।
সাদা কালো একচোখা ছবিটিতে নুদরাতকে দেখে মনে হচ্ছে বৃষ্টিতে ভেজা। তার চোখে মুখে রাগ-ক্রোধ। ছবিটি পোস্ট করে এর একটি ক্যাপশন দিয়েছেন মিথিলা। লিখেছেন, ‘এ হলো নুদরাত। যে কখনও ভয় পায় না।’
এক সঙ্গে বিজ্ঞাপনের কাজ করা হলেও প্রথমবার সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রনায়ক নীরব ও অভিনেত্রী রাফিয়াথ রাশিদ মিথিলা। অনন্য মানুষ পরিচালিত ‘অমানুষ’ নামের সিনেমার আশি শতাংশ শুটিংয়ের কাজ শেষ। ২৪ মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ২৫ মার্চ ঢাকার সাভারের বিরুলিয়ায় প্রথম শুটিংয়ে অংশ নেন নীরব ও মিথিলা। এরপর ঢাকা, ময়মনসিংহ, বিরুলিয়া, গাজীপুর, ভবানিপুর ও বান্দরবনসহ আরো কয়েকটি জায়গায় এই সিনেমার শুটিং হয়েছে। থ্রিলার ঘরানার সিনেমা হবে এটি। সিনেমার একটি বড় অংশের দৃশ্যধারণ হয়েছে জঙ্গলের মধ্যে। চরিত্রটি নিয়ে এখনই কিছু বলতে চাইলেন না।
সিনেমার সর্বশেষ শুটিং হয়েছে বান্দরবনে। ১৮ তারিখ শুটিং শেষে ঢাকায় ফিরেছে সিনেমার কলাকুশলীরা। পরিচালক- অভিনেতা-অভিনেত্রী শুটিং নিয়ে মুখ খুলতে চাইছেন না। চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমনসব জায়গায় শুটিং হয়েছে যা চমকে দেবে দর্শককে। কোথায় এসব দৃশ্য শুটিং হয়েছে সেটা চমক থাকবে সিনেমা মুক্তির আগ পর্যন্তই। স্টিল ছবিও কাউকে দেখাচ্ছেন না। শুটিংয়ে কড়া নিষেধাজ্ঞা ছিল অনুমতি ছাড়া যেন কেউ ছবি তুলতে না পারেন। ছবি মুক্তির আগে ‘বিহাইন্ড দ্যা স্টোরি’ মুক্তি দেওয়া হবে। তার জন্য আলাদাভাবে যত্ন করে ভিডিও ধারণ হয়েছে।
সরকারের কঠোর লকডাউনে শুটিং কিভাবে সম্পন্ন হলো- জানতে চাইলে মিথিলা বলেন, ‘লকডাউন শুরুর অনেক আগেই আমরা আউটডোরে চলে গিয়েছিলাম। সাধারণ ছুটি যেদিন শুরু হয়েছে সেদিন আমাদের শুটিং শেষ হয়েছে। তার আগে পরিস্থিতি খারাপ হলেও শুটিং বন্ধ রাখিনি। কারণ আমরা খুব সতর্কতার সঙ্গে শুটিং করছিলাম।’
করোনাকালীন সময়ে কিভাবে শুটিং হলো? ‘ইউনিটের প্রায় ১০০ জন মিলে শুটিং করেছি। এমন জায়গায় শুটিং করেছি যেখানে শুধু আমরাই ছিলাম। সবাই একসঙ্গে ছিলাম। ওখানেই খাওয়া দাওয়া ঘুম। বাইরে কোন লোক বেরও হয়নি, ঢুকেওনি। এমনকি ইউনিটের মধ্যেই রান্নাবান্না হয়েছে। সব ধরণের প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম।’
সদ্যপ্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ রোববার সকালে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। পরে কুষ্টিয়ায় মা-বাবার কবরে তাকে দাফন করা হবে। রাতে হাসপাতালে গণমাধ্যমের সামনে এসব তথ্য জানান শিল্পীর স্বামী প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ গাজী আব্দুল হাকিম।
৩ ঘণ্টা আগেচলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। আজ শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তাঁর বয়স হয়েছিল ৭৩। তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন।
৬ ঘণ্টা আগেবাংলা গানের জনপ্রিয় ও কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২০ সালের ৬ জুলাই ৬৪ বছর বয়সে মারা যান প্লেব্যাক সম্রাটখ্যাত এই শিল্পী। মৃত্যুর পাঁচ বছর পর তাঁর নামে পাঠানো হয়েছে বকেয়া কর পরিশোধের নোটিশ।
৭ ঘণ্টা আগেএকসময়ের টিভি নাটকের নিয়মিত মুখ অভিনেতা ওমর আয়াজ অনি থাকেন অস্ট্রেলিয়ায়। পাঁচ বছর পর সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। আবার দেশের মিডিয়ায় নিয়মিত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন অনি। ইতিমধ্যে বিজ্ঞাপন, ওটিটি ও সিনেমা নিয়ে নির্মাতাদের সঙ্গে কথা হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেতা।
২১ ঘণ্টা আগে