Ajker Patrika

নুদরাত হয়ে ওঠা

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২০: ৫৯
নুদরাত হয়ে ওঠা

অভিনত্রী, মডেল ও উন্নয়ন কর্মী রাফিয়াত রশিদ মিথিলার প্রথম সিনেমা অমানুষ। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। সিনেমায় নুদরাত চরিত্রে অভিনয় করছেন মিথিলা। প্রথম সিনেমায় কীভাবে ধরা দেবেন মিথিলা, তা জানার আগ্রহ আছে দর্শকদের। সেই আগ্রহ কিছুটা মিটিয়েছেন অভিনেত্রী নিজেই। ফেসবুক পেজে নুদরাত চরিত্রের একটি ছবি পোস্ট করেছেন মিথিলা।

mithila

সাদা কালো একচোখা ছবিটিতে নুদরাতকে দেখে মনে হচ্ছে বৃষ্টিতে ভেজা। তার চোখে মুখে রাগ-ক্রোধ। ছবিটি পোস্ট করে এর একটি ক্যাপশন দিয়েছেন মিথিলা। লিখেছেন, ‘এ হলো নুদরাত। যে কখনও ভয় পায় না।’

এক সঙ্গে বিজ্ঞাপনের কাজ করা হলেও প্রথমবার সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রনায়ক নীরব ও অভিনেত্রী রাফিয়াথ রাশিদ মিথিলা। অনন্য মানুষ পরিচালিত ‘অমানুষ’ নামের সিনেমার আশি শতাংশ শুটিংয়ের কাজ শেষ। ২৪ মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ২৫ মার্চ ঢাকার সাভারের বিরুলিয়ায় প্রথম শুটিংয়ে অংশ নেন নীরব ও মিথিলা। এরপর ঢাকা, ময়মনসিংহ, বিরুলিয়া, গাজীপুর, ভবানিপুর ও বান্দরবনসহ আরো কয়েকটি জায়গায় এই সিনেমার শুটিং হয়েছে। থ্রিলার ঘরানার সিনেমা হবে এটি। সিনেমার একটি বড় অংশের দৃশ্যধারণ হয়েছে জঙ্গলের মধ্যে। চরিত্রটি নিয়ে এখনই কিছু বলতে চাইলেন না।

Mithila

সিনেমার সর্বশেষ শুটিং হয়েছে বান্দরবনে। ১৮ তারিখ শুটিং শেষে ঢাকায় ফিরেছে সিনেমার কলাকুশলীরা। পরিচালক- অভিনেতা-অভিনেত্রী শুটিং নিয়ে মুখ খুলতে চাইছেন না। চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমনসব জায়গায় শুটিং হয়েছে যা চমকে দেবে দর্শককে। কোথায় এসব দৃশ্য শুটিং হয়েছে সেটা চমক থাকবে সিনেমা মুক্তির আগ পর্যন্তই। স্টিল ছবিও কাউকে দেখাচ্ছেন না। শুটিংয়ে কড়া নিষেধাজ্ঞা ছিল অনুমতি ছাড়া যেন কেউ ছবি তুলতে না পারেন। ছবি মুক্তির আগে ‘বিহাইন্ড দ্যা স্টোরি’ মুক্তি দেওয়া হবে। তার জন্য আলাদাভাবে যত্ন করে ভিডিও ধারণ হয়েছে।

Mithila

সরকারের কঠোর লকডাউনে শুটিং কিভাবে সম্পন্ন হলো- জানতে চাইলে মিথিলা বলেন, ‘লকডাউন শুরুর অনেক আগেই আমরা আউটডোরে চলে গিয়েছিলাম। সাধারণ ছুটি যেদিন শুরু হয়েছে সেদিন আমাদের শুটিং শেষ হয়েছে। তার আগে পরিস্থিতি খারাপ হলেও শুটিং বন্ধ রাখিনি। কারণ আমরা খুব সতর্কতার সঙ্গে শুটিং করছিলাম।’

করোনাকালীন সময়ে কিভাবে শুটিং হলো? ‘ইউনিটের প্রায় ১০০ জন মিলে শুটিং করেছি। এমন জায়গায় শুটিং করেছি যেখানে শুধু আমরাই ছিলাম। সবাই একসঙ্গে ছিলাম। ওখানেই খাওয়া দাওয়া ঘুম। বাইরে কোন লোক বেরও হয়নি, ঢুকেওনি। এমনকি ইউনিটের মধ্যেই রান্নাবান্না হয়েছে। সব ধরণের প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম।’  

বিষয়:

সিনেমা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত