Ajker Patrika

আজ থেকে বিশ্বব্যাপী মুক্তি পেল ‘মুজিব: একটি জাতির রূপকার’

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৬: ৪৫
আজ থেকে বিশ্বব্যাপী মুক্তি পেল ‘মুজিব: একটি জাতির রূপকার’

আজ শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। ১৩ অক্টোবর দেশে মুক্তি পাওয়ার পর এটি আজ থেকে ভারত, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াসহ উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে এফডিসি কর্তৃপক্ষ।

ভারতসহ বিশ্বব্যাপী ছবিটি পরিবেশনের দায়িত্বে রয়েছে প্যানোরমা স্টুডিওস ইন্টারন্যাশনাল; যারা এর আগে বলিউডের অনেক সিনেমা পরিবেশন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আজ সিনেমাটি ভারতের বাছাই করা শহরগুলোর বিভিন্ন মাল্টিপ্লেক্সে মুক্তি পেলেও পরের সপ্তাহে ভারতজুড়ে ব্যাপক আকারে মুক্তি দেওয়া হবে।

এর আগে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি নিয়ে হয়েছে বিশেষ শো। মুম্বাইয়ের ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমা মিলনায়তনে এটি আয়োজন করে এনএফডিসি।

নির্মাতা শ্যাম বেনেগাল, বঙ্গবন্ধু চরিত্রে থাকা অভিনেতা আরিফিন শুভ, জুলফিকার আলি ভুট্টো চরিত্রের ভারতীয় অভিনেতা রাজিত কাপুর, বলিউড অভিনেত্রী দিব্যা দত্তাসহ অনেকেই হাজির হয়েছিলেন সেই শোতে। মুম্বাইয়ের পর গতকাল (২৬ অক্টোবর) প্রিমিয়ার হয় কলকাতাতেও। সেখানেও ভারত সরকারের আমন্ত্রিত অতিথি ও পশ্চিমবঙ্গের কলাকুশলীরা হাজির ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় মুজিব: একটি জাতির রূপকার পরিচালনা করেছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। বঙ্গমাতার ছোটবেলার চরিত্রটি করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। এ ছাড়া অন্যান্য চরিত্রে আছেন দেশের জনপ্রিয় শতাধিক অভিনয়শিল্পী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত