আজ শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। ১৩ অক্টোবর দেশে মুক্তি পাওয়ার পর এটি আজ থেকে ভারত, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াসহ উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে এফডিসি কর্তৃপক্ষ।
ভারতসহ বিশ্বব্যাপী ছবিটি পরিবেশনের দায়িত্বে রয়েছে প্যানোরমা স্টুডিওস ইন্টারন্যাশনাল; যারা এর আগে বলিউডের অনেক সিনেমা পরিবেশন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আজ সিনেমাটি ভারতের বাছাই করা শহরগুলোর বিভিন্ন মাল্টিপ্লেক্সে মুক্তি পেলেও পরের সপ্তাহে ভারতজুড়ে ব্যাপক আকারে মুক্তি দেওয়া হবে।
এর আগে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি নিয়ে হয়েছে বিশেষ শো। মুম্বাইয়ের ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমা মিলনায়তনে এটি আয়োজন করে এনএফডিসি।
নির্মাতা শ্যাম বেনেগাল, বঙ্গবন্ধু চরিত্রে থাকা অভিনেতা আরিফিন শুভ, জুলফিকার আলি ভুট্টো চরিত্রের ভারতীয় অভিনেতা রাজিত কাপুর, বলিউড অভিনেত্রী দিব্যা দত্তাসহ অনেকেই হাজির হয়েছিলেন সেই শোতে। মুম্বাইয়ের পর গতকাল (২৬ অক্টোবর) প্রিমিয়ার হয় কলকাতাতেও। সেখানেও ভারত সরকারের আমন্ত্রিত অতিথি ও পশ্চিমবঙ্গের কলাকুশলীরা হাজির ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় মুজিব: একটি জাতির রূপকার পরিচালনা করেছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। বঙ্গমাতার ছোটবেলার চরিত্রটি করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। এ ছাড়া অন্যান্য চরিত্রে আছেন দেশের জনপ্রিয় শতাধিক অভিনয়শিল্পী।
আজ শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। ১৩ অক্টোবর দেশে মুক্তি পাওয়ার পর এটি আজ থেকে ভারত, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াসহ উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে এফডিসি কর্তৃপক্ষ।
ভারতসহ বিশ্বব্যাপী ছবিটি পরিবেশনের দায়িত্বে রয়েছে প্যানোরমা স্টুডিওস ইন্টারন্যাশনাল; যারা এর আগে বলিউডের অনেক সিনেমা পরিবেশন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আজ সিনেমাটি ভারতের বাছাই করা শহরগুলোর বিভিন্ন মাল্টিপ্লেক্সে মুক্তি পেলেও পরের সপ্তাহে ভারতজুড়ে ব্যাপক আকারে মুক্তি দেওয়া হবে।
এর আগে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি নিয়ে হয়েছে বিশেষ শো। মুম্বাইয়ের ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমা মিলনায়তনে এটি আয়োজন করে এনএফডিসি।
নির্মাতা শ্যাম বেনেগাল, বঙ্গবন্ধু চরিত্রে থাকা অভিনেতা আরিফিন শুভ, জুলফিকার আলি ভুট্টো চরিত্রের ভারতীয় অভিনেতা রাজিত কাপুর, বলিউড অভিনেত্রী দিব্যা দত্তাসহ অনেকেই হাজির হয়েছিলেন সেই শোতে। মুম্বাইয়ের পর গতকাল (২৬ অক্টোবর) প্রিমিয়ার হয় কলকাতাতেও। সেখানেও ভারত সরকারের আমন্ত্রিত অতিথি ও পশ্চিমবঙ্গের কলাকুশলীরা হাজির ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় মুজিব: একটি জাতির রূপকার পরিচালনা করেছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। বঙ্গমাতার ছোটবেলার চরিত্রটি করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। এ ছাড়া অন্যান্য চরিত্রে আছেন দেশের জনপ্রিয় শতাধিক অভিনয়শিল্পী।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২৮ মিনিট আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৪ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৬ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৯ ঘণ্টা আগে