Ajker Patrika

গ্যাংস্টার লুকে ধরা দিলেন শাকিব খান

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৭: ৩৩
গ্যাংস্টার লুকে ধরা দিলেন শাকিব খান

জন্মদিনের আগের দিন দুর্ধর্ষ লুকে হাজির হলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। অভিনেতার নতুন সিনেমা ‘তুফান’ এর নতুন পোস্টারে গ্যাংস্টার লুকে দেখা গেছে শাকিব খানকে। পোস্টারটি প্রকাশ্যে আসার পরই রয়েছে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে।

পোস্টারটিতে দেখা যায়, একটি চেয়ারে সানগ্লাস চোখে, হাতে সিগারেট নিয়ে বসে আছেন শাকিব। তাঁর পায়ের কাছে রাখা মেশিনগান। গলায় লকেটের সঙ্গে আঙুলে লাল-কালো রয়েছে পাথরের আংটি।

গতকাল সবাইকে নিরাপদে থাকার অনুরোধ জানিয়ে তুফানের পূর্ব সংকেত দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। প্রকাশ্যে আসার পর থেকে শাকিবের এই লুক যেন অনলাইনে ‘তুফান’ চালাচ্ছে।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে ‘তুফান’ সিনেমা নির্মাণ করছেন পরিচালক রায়হান রাফী। ক’দিন আগেই প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, চলচ্চিত্রটিতে শাকিবের বিপরীতে থাকছেন টালিউডের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। সবশেষ খলনায়ক হিসেবে টালিউডের যিশু সেনগুপ্তের অন্তর্ভুক্তির গুঞ্জন সিনেমাপ্রেমীদের আগ্রহ বাড়িয়েছে।

বড় বাজেটের এ সিনেমার যৌথ প্রযোজনায় আছে দেশের আলফা আই, চরকি ও টালিউডের এসভিএফ। গত ডিসেম্বরে এক জমকালো অনুষ্ঠানে এই সিনেমার ঘোষণা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত