Ajker Patrika

শাহরুখঝড়ের মধ্যেই দেব-মিঠুনের ‘প্রজাপতির’ বাজিমাত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৫২
শাহরুখঝড়ের মধ্যেই দেব-মিঠুনের ‘প্রজাপতির’ বাজিমাত

ভারতে চলছে এখন শাহরুখের ‘পাঠান’ঝড়। ভালো ভালো সিনেমা হলগুলো যখন ‘পাঠান’-এর দখলে, এর মাঝে দাঁড়িয়েও বাজিমাত করল টালিউডের সিনেমা ‘প্রজাপতি’। সপ্তম সপ্তাহ শেষে প্রজাপতির আয় ১০ কোটি রুপির গণ্ডি পার করে ফেলল। দেব-মিঠুনের প্রজাপতির এখন পর্যন্ত বক্স অফিস কালেকশন ১০ দশমিক ২৭ কোটি রুপি।

সিনেমাটির ডিস্ট্রিবিউটর সতাদীপ সাহা টুইটারে বলেন, ‘বেশি কিছু বলবার নেই… ৪৯ দিন পর প্রজাপতির আয় ১০ দশমিক ২৭ কোটি ছাড়িয়েছে। বাংলার বক্স অফিসে ইতিহাস করেছে প্রজাপতি। বাবা-ছেলের রসায়ন যে মন কেড়েছে বাঙালির, তা বেশ স্পষ্ট। দেব-মিঠুন জুটির রসায়নের ওপর ভর করেই এই নজির গড়ল প্রজাপতি।’

গতকাল শুক্রবার ‘প্রজাপতি’ মুক্তির ৫০ দিন পার করল। এর মাধ্যমে বক্স অফিসের আয়ের সেরা তিন ছবির তালিকার খুব সন্নিকটে ‘প্রজাপতি’। সিনেমাটির মাধ্যমে টালিউডের একমাত্র নায়ক হিসেবে দেবের তৃতীয় ছবি ১০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করল। এর আগে ‘চাঁদের পাহাড়’ ও ‘আমাজন অভিযান’ও ১০ কোটির বেশি আয় করেছিল বক্স অফিসে। ‘চাঁদের পাহাড়’-এর বক্স অফিস কালেকশন ১৮ কোটি রুপি, অন্যদিকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা বাংলা সিনেমা ‘আমাজন অভিযান’-এর আয় ২০ কোটি রুপি। ১০ কোটির ক্লাবে দেবের তিনটি ছবি ছাড়া একমাত্র ছবি জিতের ‘বস ২: ব্যাক টু রুল’। ‘চাঁদের পাহাড়’ ও ‘আমাজন অভিযান’ হয়তো এখনো ধরাছোঁয়ার বাইরে। কিন্তু ‘বস ২’-এর রেকর্ড ভেঙে ফেলার দ্বারপ্রান্তে ‘প্রজাপতি’। দুটি ছবির আয়ের পার্থক্য এখনো পর্যন্ত মাত্র ২৩ লাখ রুপি। তাই তৃতীয় সর্বোচ্চ আয় করা বাংলা ছবির খেতাব সহজেই লুফে নিতে পারে ‘প্রজাপতি’।

গত কয়েক বছর যাবৎ নিজেকে ভেঙেছেন দেব। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও খেল দেখাচ্ছেন দেব। নন্দন সিনেমা হলে জায়গা না হলেও ১০ কোটি রুপির ব্যবসা করে দেখিয়ে দিলেন দেব। দেব-মিঠুন ছাড়াও এই ছবিতে দেখা মিলেছে মমতা শঙ্কর, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্বেতা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়ের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত