শাকিব খানকে নিয়ে বিতর্ক থামছেই না। গত ২৭ সেপ্টেম্বর বুবলীর সঙ্গে তাঁর বিয়ে ও সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়েন শাকিব। বিষয়টি যখন একটু থিতিয়ে এসেছে, তখন নতুন করে যুক্ত হয়েছে পূজা চেরির নাম। গুঞ্জন রটেছে, শাকিব ও পূজা প্রেম করছেন। অনেকে আগ বাড়িয়ে এটাও বলছেন যে, তাঁরা এরই মধ্যে বিয়ে করে ফেলেছেন।
এসব গুঞ্জনে বিব্রত শাকিব ও পূজা দুজনেই। গত মঙ্গলবার বিষয়টি নিয়ে ফেসবুকে লম্বা স্ট্যাটাস দেন পূজা। ‘যারা মিথ্যে গুঞ্জন রটাচ্ছে’ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেন অভিনেত্রী।
এবার পূজার সঙ্গে সুর মেলালেন শাকিব খান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শাকিব। ফেসবুকে দীর্ঘ পোস্ট করে তিনিও রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ফেসবুকে শাকিব খান লেখেন, ‘অনেক হয়েছে ভিউ–বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরণের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। এখন আবার পূজা চেরীর নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ?’
পেশাগত কাজের বাইরে পূজার সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই দাবি করে শাকিব লিখেছেন, ‘কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?
এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবী, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কীসের প্রমাণ?’
শাকিব জানিয়েছেন, তাঁর আইনজীবী বিষয়টি নিয়ে কাজ করছেন। যারা এ ধরনের গুঞ্জন ছড়াচ্ছে, তাদের তালিকা করা হচ্ছে। শিগগিরই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন তিনি। ফেসবুকে শাকিব লিখেছেন, ‘এসব ভুয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
শাকিব খানকে নিয়ে বিতর্ক থামছেই না। গত ২৭ সেপ্টেম্বর বুবলীর সঙ্গে তাঁর বিয়ে ও সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়েন শাকিব। বিষয়টি যখন একটু থিতিয়ে এসেছে, তখন নতুন করে যুক্ত হয়েছে পূজা চেরির নাম। গুঞ্জন রটেছে, শাকিব ও পূজা প্রেম করছেন। অনেকে আগ বাড়িয়ে এটাও বলছেন যে, তাঁরা এরই মধ্যে বিয়ে করে ফেলেছেন।
এসব গুঞ্জনে বিব্রত শাকিব ও পূজা দুজনেই। গত মঙ্গলবার বিষয়টি নিয়ে ফেসবুকে লম্বা স্ট্যাটাস দেন পূজা। ‘যারা মিথ্যে গুঞ্জন রটাচ্ছে’ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেন অভিনেত্রী।
এবার পূজার সঙ্গে সুর মেলালেন শাকিব খান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শাকিব। ফেসবুকে দীর্ঘ পোস্ট করে তিনিও রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ফেসবুকে শাকিব খান লেখেন, ‘অনেক হয়েছে ভিউ–বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরণের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। এখন আবার পূজা চেরীর নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ?’
পেশাগত কাজের বাইরে পূজার সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই দাবি করে শাকিব লিখেছেন, ‘কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?
এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবী, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কীসের প্রমাণ?’
শাকিব জানিয়েছেন, তাঁর আইনজীবী বিষয়টি নিয়ে কাজ করছেন। যারা এ ধরনের গুঞ্জন ছড়াচ্ছে, তাদের তালিকা করা হচ্ছে। শিগগিরই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন তিনি। ফেসবুকে শাকিব লিখেছেন, ‘এসব ভুয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৪ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৪ ঘণ্টা আগে