সাদা-কালো ফ্রেমের ছবিগুলো দেখলে যে কারোরই মনে হবে, সত্যজিত-যুগ যেন ফিরে এল এই ২০২১-এ! কী দারুণ মিল! প্রথম ঝলকে বুঝে নেওয়াই কষ্ট, ছবির এ লোকটি আসল সত্যজিৎ রায় নন!
অনীক দত্তের পরবর্তী ছবি ‘অপরাজিত’য় সত্যজিৎ রায় হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কলকাতার সিরিয়ালের জনপ্রিয় মুখ জিতু কমল। তাঁর লুক এতটাই বিশ্বাসযোগ্য হয়েছে যে, সবাই ধরেই নিচ্ছেন— এ যেন সত্যজিৎ রায়ের অপ্রকাশিত ছবি!
অবাক হয়েছেন জিতু নিজেও। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এমনও হয়েছে, লুকটা কাছের একজনকে দেখিয়েছি, সে দেখে বলছে, এ তো আমার দেখা, নতুন আবার কী দেখব? আমি তখন তাঁকে বলেছি ভাল করে দেখতে, সে তখনও বলে যাচ্ছে, সত্যজিৎ রায় তো! তার পরে তাঁকে যখন বললাম এটা আমার লুক, সে অবাক হয়ে হাত থেকে ফোনটা কেড়ে নিল।’
‘অপরাজিত’ ছবিটির নাম শুনে যেমনটা মনে হচ্ছে, হয়তো এটা সত্যজিৎ রায়ের কালজয়ী ছবির রিমেক। কিন্তু তা নয়। এ ছবির মূল ফোকাস ‘অপরাজিত’র স্রষ্টা অর্থ্যাৎ সত্যজিৎ রায়ের দিকে। ‘পথের পাঁচালী’ তৈরির লড়াইয়ের গল্পই এই ছবির অনুপ্রেরণা।
তাই ছবিতে সত্যজিৎ রায় তো বটেই, গুরুত্বপূর্ণ তাঁর স্ত্রী বিজয়া রায়ও। এ চরিত্রে থাকছেন সায়নী ঘোষ। জানা গেছে, ছবির একটা অংশের শুট হয়েছে বীরভূমে, বিশেষত বোলপুরের আশপাশে। আগামী ১৯ নভেম্বর থেকে কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং চলবে। পুরো ছবিটিই হবে সাদাকালো।
কিন্তু কীভাবে জিতু কমলকে হুবহু সত্যজিৎ রায়ের লুক দেওয়া সম্ভব হলো? জানা গেছে, গালে ও থুতনিতে প্রস্থেটিক্স মেকআপের সাহায্য নেওয়া হয়েছে। মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু।
আরও পড়ুন:
সাদা-কালো ফ্রেমের ছবিগুলো দেখলে যে কারোরই মনে হবে, সত্যজিত-যুগ যেন ফিরে এল এই ২০২১-এ! কী দারুণ মিল! প্রথম ঝলকে বুঝে নেওয়াই কষ্ট, ছবির এ লোকটি আসল সত্যজিৎ রায় নন!
অনীক দত্তের পরবর্তী ছবি ‘অপরাজিত’য় সত্যজিৎ রায় হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কলকাতার সিরিয়ালের জনপ্রিয় মুখ জিতু কমল। তাঁর লুক এতটাই বিশ্বাসযোগ্য হয়েছে যে, সবাই ধরেই নিচ্ছেন— এ যেন সত্যজিৎ রায়ের অপ্রকাশিত ছবি!
অবাক হয়েছেন জিতু নিজেও। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এমনও হয়েছে, লুকটা কাছের একজনকে দেখিয়েছি, সে দেখে বলছে, এ তো আমার দেখা, নতুন আবার কী দেখব? আমি তখন তাঁকে বলেছি ভাল করে দেখতে, সে তখনও বলে যাচ্ছে, সত্যজিৎ রায় তো! তার পরে তাঁকে যখন বললাম এটা আমার লুক, সে অবাক হয়ে হাত থেকে ফোনটা কেড়ে নিল।’
‘অপরাজিত’ ছবিটির নাম শুনে যেমনটা মনে হচ্ছে, হয়তো এটা সত্যজিৎ রায়ের কালজয়ী ছবির রিমেক। কিন্তু তা নয়। এ ছবির মূল ফোকাস ‘অপরাজিত’র স্রষ্টা অর্থ্যাৎ সত্যজিৎ রায়ের দিকে। ‘পথের পাঁচালী’ তৈরির লড়াইয়ের গল্পই এই ছবির অনুপ্রেরণা।
তাই ছবিতে সত্যজিৎ রায় তো বটেই, গুরুত্বপূর্ণ তাঁর স্ত্রী বিজয়া রায়ও। এ চরিত্রে থাকছেন সায়নী ঘোষ। জানা গেছে, ছবির একটা অংশের শুট হয়েছে বীরভূমে, বিশেষত বোলপুরের আশপাশে। আগামী ১৯ নভেম্বর থেকে কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং চলবে। পুরো ছবিটিই হবে সাদাকালো।
কিন্তু কীভাবে জিতু কমলকে হুবহু সত্যজিৎ রায়ের লুক দেওয়া সম্ভব হলো? জানা গেছে, গালে ও থুতনিতে প্রস্থেটিক্স মেকআপের সাহায্য নেওয়া হয়েছে। মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু।
আরও পড়ুন:
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে