সাদা-কালো ফ্রেমের ছবিগুলো দেখলে যে কারোরই মনে হবে, সত্যজিত-যুগ যেন ফিরে এল এই ২০২১-এ! কী দারুণ মিল! প্রথম ঝলকে বুঝে নেওয়াই কষ্ট, ছবির এ লোকটি আসল সত্যজিৎ রায় নন!
অনীক দত্তের পরবর্তী ছবি ‘অপরাজিত’য় সত্যজিৎ রায় হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কলকাতার সিরিয়ালের জনপ্রিয় মুখ জিতু কমল। তাঁর লুক এতটাই বিশ্বাসযোগ্য হয়েছে যে, সবাই ধরেই নিচ্ছেন— এ যেন সত্যজিৎ রায়ের অপ্রকাশিত ছবি!
অবাক হয়েছেন জিতু নিজেও। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এমনও হয়েছে, লুকটা কাছের একজনকে দেখিয়েছি, সে দেখে বলছে, এ তো আমার দেখা, নতুন আবার কী দেখব? আমি তখন তাঁকে বলেছি ভাল করে দেখতে, সে তখনও বলে যাচ্ছে, সত্যজিৎ রায় তো! তার পরে তাঁকে যখন বললাম এটা আমার লুক, সে অবাক হয়ে হাত থেকে ফোনটা কেড়ে নিল।’
‘অপরাজিত’ ছবিটির নাম শুনে যেমনটা মনে হচ্ছে, হয়তো এটা সত্যজিৎ রায়ের কালজয়ী ছবির রিমেক। কিন্তু তা নয়। এ ছবির মূল ফোকাস ‘অপরাজিত’র স্রষ্টা অর্থ্যাৎ সত্যজিৎ রায়ের দিকে। ‘পথের পাঁচালী’ তৈরির লড়াইয়ের গল্পই এই ছবির অনুপ্রেরণা।
তাই ছবিতে সত্যজিৎ রায় তো বটেই, গুরুত্বপূর্ণ তাঁর স্ত্রী বিজয়া রায়ও। এ চরিত্রে থাকছেন সায়নী ঘোষ। জানা গেছে, ছবির একটা অংশের শুট হয়েছে বীরভূমে, বিশেষত বোলপুরের আশপাশে। আগামী ১৯ নভেম্বর থেকে কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং চলবে। পুরো ছবিটিই হবে সাদাকালো।
কিন্তু কীভাবে জিতু কমলকে হুবহু সত্যজিৎ রায়ের লুক দেওয়া সম্ভব হলো? জানা গেছে, গালে ও থুতনিতে প্রস্থেটিক্স মেকআপের সাহায্য নেওয়া হয়েছে। মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু।
আরও পড়ুন:
সাদা-কালো ফ্রেমের ছবিগুলো দেখলে যে কারোরই মনে হবে, সত্যজিত-যুগ যেন ফিরে এল এই ২০২১-এ! কী দারুণ মিল! প্রথম ঝলকে বুঝে নেওয়াই কষ্ট, ছবির এ লোকটি আসল সত্যজিৎ রায় নন!
অনীক দত্তের পরবর্তী ছবি ‘অপরাজিত’য় সত্যজিৎ রায় হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কলকাতার সিরিয়ালের জনপ্রিয় মুখ জিতু কমল। তাঁর লুক এতটাই বিশ্বাসযোগ্য হয়েছে যে, সবাই ধরেই নিচ্ছেন— এ যেন সত্যজিৎ রায়ের অপ্রকাশিত ছবি!
অবাক হয়েছেন জিতু নিজেও। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এমনও হয়েছে, লুকটা কাছের একজনকে দেখিয়েছি, সে দেখে বলছে, এ তো আমার দেখা, নতুন আবার কী দেখব? আমি তখন তাঁকে বলেছি ভাল করে দেখতে, সে তখনও বলে যাচ্ছে, সত্যজিৎ রায় তো! তার পরে তাঁকে যখন বললাম এটা আমার লুক, সে অবাক হয়ে হাত থেকে ফোনটা কেড়ে নিল।’
‘অপরাজিত’ ছবিটির নাম শুনে যেমনটা মনে হচ্ছে, হয়তো এটা সত্যজিৎ রায়ের কালজয়ী ছবির রিমেক। কিন্তু তা নয়। এ ছবির মূল ফোকাস ‘অপরাজিত’র স্রষ্টা অর্থ্যাৎ সত্যজিৎ রায়ের দিকে। ‘পথের পাঁচালী’ তৈরির লড়াইয়ের গল্পই এই ছবির অনুপ্রেরণা।
তাই ছবিতে সত্যজিৎ রায় তো বটেই, গুরুত্বপূর্ণ তাঁর স্ত্রী বিজয়া রায়ও। এ চরিত্রে থাকছেন সায়নী ঘোষ। জানা গেছে, ছবির একটা অংশের শুট হয়েছে বীরভূমে, বিশেষত বোলপুরের আশপাশে। আগামী ১৯ নভেম্বর থেকে কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং চলবে। পুরো ছবিটিই হবে সাদাকালো।
কিন্তু কীভাবে জিতু কমলকে হুবহু সত্যজিৎ রায়ের লুক দেওয়া সম্ভব হলো? জানা গেছে, গালে ও থুতনিতে প্রস্থেটিক্স মেকআপের সাহায্য নেওয়া হয়েছে। মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু।
আরও পড়ুন:
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
৭ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
৭ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
৭ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
৭ ঘণ্টা আগে